Blogger ছারাও আপনি যে সব সাইট থেকে হোস্টেড এডসেন্স একাউন্ট এপ্রোভ করাতে পারেন

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই?
বেশি কথা না বাড়ানোই ভালো.........।
এডসেন্স সম্পর্কে টেকটিউন্সে এটা আমার নিজের লেখা দ্বীতিয় পোস্ট। আসা করি আপনাদের কাজে আসবে।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Blogger.Com ছাড়াও আপনি কোন কোন সাইট থেকে  এডসেন্স একাউন্ট পেতে।
অনেকেরেই হয়তো অজানা রয়েছে তাই যারা না জানেন তারা সাইট গুলো থেকে চেস্টা করতে পারন এডসেন্স এপ্রোভ করানোর জন্য।
১।  hubpages.com
২।  http://www.xomba.com
৩। weebly.com  (Non-host)
৪। http://www.yola.com
আর এটা মোবাইল সাইটের জন্য নন হোস্টেড
৫। mywapblog.com
পোষ্টটা বেশি ছোট হয়েগেলো তার জন্য দুক্ষিত।
ভালো লাগলে লাইক দিবেন আর টেকটিউন্সের সাথেই থাকবেন।

সবশেষে DeshTunes.com থেকে ঘুরে আসার অনুরোধ রইলো

Level New

আমি ফ্রীডম রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একটা মানুষ পড়ালেখার পাশাপাশি ওয়েবসাইট চালাতে পছন্দ করি ও টেকনোলজি সংক্রান্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করি। বলতে গেলে এটা আমার একধরনের নেশা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন তো করলেনই না, বরং স্প্যাম করলেন।

ফ্রীডম রাকিব … আপনি কয় ডজন এপ্রুভ করাইছেন
মনে তো হয় একটাও না
হুদাই মানুষকে হয়রান করান আজাইর‍্যা পোস্ট কইর‍্যা >:(

    Level New

    আমি এই পর্জন্ত ৬টা এপ্রোভ করাইছি।

      @Desh Tunes: ভাই উপরের কোন সাইট দিয়ে এপ্রুভ করিয়েছেন। আর যেসব সাইট এপ্রুভ করিয়েছেন তার ১-২ টার লিংক দেন দেখি।

      আমিও এডসেন্সে এপ্রুভ করিয়ে থাকি কিন্তু উপরের সাইটের মাধ্যমে না … সরাসরি ওয়েব সাইট দিয়ে।

        আমি একটা হোস্টেড অ্যাডসেন্স কিনবো। শর্ত : ব্লগস্পট এ অ্যাড শো করবে বা দেখাবে। আমর সাতে কন্টাক্ট করেন।

        আমি একটা হোস্টেড অ্যাডসেন্স কিনবো। শর্ত : ব্লগস্পট এ অ্যাড শো করবে বা দেখাবে।