আলহামদুলিল্লাহ । আশা করি শান্তির পথে, ইসলামের পথে আছেন ।
এডসেন্স থেকে আয় এবং এর সম্ভাবনার ব্যাপারে আপনারা অবগত । আনেক Blogger মাসিক হাজার হাজার ডলার আয় করছেন Giant GOOGLE এর পণ্য ADSENSE থেকে ।
কিন্তু আমাদের আয় এত কম কেন ?
এর কারণ হতে পারে বিভিন্ন । কিছু মুল কারণ –
-Keyword of Your Blog,
-Quality পোস্ট এর অভাব,
-Condition of Blog(PR, SEO etc.),
-Impressions and required system to get a proper and quality click,
ইত্যাদি ।।
আজ আমরা আলোকপাত করব Keyword, Blog Post and ADSENSE এর ব্যাপারে । ADSENSE থেকে সম্মানজনক আয়ের এর ব্যাপারে ।
এডসেন্স থেকে আয় বৃদ্ধিতে অবশ্যই key word selection এর গুরুত্ব দিতে হবে। কিন্তু সমস্যা হল বেশী Page views এবং CPC এর কীওয়ার্ড এর competitor বেশী হবে . সুতরাং একটি আদর্শ কী ওয়ার্ড বাছুন।
ব্যপারগুলো বিরক্তিকর বা জটিল মনে হতে পারে । কিন্তু এটির বয়বহার না করা ব্যর্থতার কারণ হতে পারে ।সুতরাং কেন আপনি পিছিয়ে থাকবেন । বাড়িয়ে নিন আপনার আয় সঠিক উপায়ে ।
আমি একজন আপনার মত মানুশ । কোন ভুল থাকলে বা প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
কিওয়ার্ড টারগেটেড পোস্ট কিংবা আরটিকেল এর ব্যপারে সাহায্য বা লিখে নিতে যোগাযোগ করতে পারেন।
আমি mdmosta3191game। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ তথ্যবহুল পোস্টের জন্য