ডাউনলোড করুন গুগল এডসেস্নের ২০১৫ আপডেড ভিডিও টিউটোরিয়াল যা তৈরি করেছেন গুগল এডসেস্ন টিম নিজেই

সবাইকে সালাম ও শুভেচ্ছা,

কেমন আছেন সবাই? আশা করি এই ঠান্ডাতে নিজের মত করে সবাই অনেক ভাল আছেন। কিছু মনে না করলে সবার সাথে কিছু আজাইরা ভিডিও শেয়ার করতে চাই আশা করি ভালই লাগবে। আপনার যদি নতুন কিছু জানতে বা নিজের অভিজ্ঞতাকে আরো মজবুত করার মত সময় হাতে থাকে তবে আমার সংগ্রহ করা কিছু গুগল এডসেস্নের এর উপর ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করতে পারেন।

যা যা আছে এই ভিডিওতেঃ

১। আমরা যারা গুগল এডসেস্ন একাউন্ট পাওয়ার জন্য মাথা খারাপ করে ঘুরে বেরাই তাদের জন্য উপযুক্ত মানের সমাধান আছে।

২। যারা শর্টকার্ট কথা কম বুঝেন তাদের জন্য বিশাল করে বলা আছে। যেমন CPC=?, CPM=?, RPM=? ইত্যাদি।

৩। যারা নিজেদের ব্লগটাকে নিজের মনে করে আগা মাথা সমানভাবে Ad বিসিয়েছেন তাদের জন্য আর কথায় Ad বসানো যায় তা বলা হয়েছে।

৪। যারা GP এর মত কম্পানিকে ছেলের হাতের মুয়া মনে করেন তাদের জন্য এই সব কম্পানিকে ব্লক করার উপায় বলে দেওয়া হয়েছে।

৫। সব শেষে  আপনার আইন ইস্টাইন মার্কা মাথায় আরো কিছু নিউটন মার্কা সুত্র যোগ করার কয়েকটি সুত্র দেওয়া হয়েছে। মাথা কম কাজ করলে কিছু লিঙ্ক ও দেওয়া হয়েছে।

ডাউনলোড লিঙ্কঃ  গুগল এডসেস্নের ২০১৫ আপডেড ভিডিও টিউটোরিয়াল যা তৈরি করেছেন গুগল এডসেস্ন টিম নিজেই

ধন্যবাদ সবাইকে

ভাল থাকবেন সব সময়

Level 1

আমি MusicBazar.Net। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস