Google Adsense নিয়ে এর আগে কয়েকটি টিউন দেখে ছিলাম। বর্ননা শুনে মনে হয়েছিল পৃথিবীর অন্যতম কঠিন কাজ হচ্ছে এই সোনার হরিণ ধরা। প্রয়োজন হয়নি তাই ঘাটাইনি। এখন প্রয়োজন হওয়ায় গুগুলে একটু ঘাটাঘাটি করে সবচেয়ে সহজ উপায়টি পেয়ে গেলাম। আর পেলাম মাত্র 6 ঘন্টায়!!! কি বিশ্বাস হচ্ছে না?
Youtube এ গিয়ে দেখে নিন আমাদের নির্মিত VFX and ANIMATION নির্ভর নাটকের Trailer আসাকরি ভালো লাগবে।
এবার কাজের কথায় আসি...
এর জন্য প্রথমে আপনার পয়োজন হবে একটি gmail account. যা দিয়ে youtube Channel create করা যাবে। পুরানো হলেও সমস্যা নেই, সুধু Settings এ গিয়ে country change করে United State করে নিন। এবং অবশ্যই ফোন নাম্বার দিয়ে Verify করে নিন।
নিজের একটি ইউনিক ভিডিও। না থাকলে Smart Phone দিয়ে HD মুডে একটি ভিডিও বানিয়ে ফেলুন। ভাল একটি Subject সিলেক্ট করুন। ৩-৪ মিনিট লেন্থ হলেই চলবে। -- কোন বন্ধুর হাসির পারর্ফমেন্চ বা অন্য কিছু।
এবার Youtube এ গিয়ে জিমেইল একাউন্ট দিয়ে লগইন করুন। Channel বানিয়ে ফেলুন। প্রফাইল ফটো এবং কভার ফটো আপলোড দিন। এবার আপনার বানানো ভিডিওটি আপলোড দিন। এবার চ্যানেল Settings এ গিয়ে CREATOR STUDIO > CHANNEL>Status and Features>Monetization এনাবেল করে YouTube partnership program এর আওতায় Google Adsense এর জন্য apply করুন। Google Adsense র্ফমে বাংলাদেশি address and phone number দিলেই চলবে। সবকিছু ঠিকঠাক হলে Google Adsense থেকে redrect হয়ে আবার youtube এ চলে আসবে। channel list এ video র সামনে $ sign এর উপর click করেে আপনার add এর ধরন ঠিক করুন। রাতে ঘুমানোর আগে apply করুন। সকালে উঠে gmail এ login করে দেখুন আপনার Google Adsense account active হয়ে গেছে। :):):)
থামেন ।এত খুশি হবেন না Google Adsense নীতিমালা ঠিকঠাক ভাবে পড়ে নিন। নাহলে 🙁 :(;(
--Blog or Web Site এ Add code বসানোর আগে আপনার সাইটের Language, Google Adsense সার্পোট করে কিনা দেখে নিন। সার্পোট লিষ্টে “বাংলা ভাষা” নেই so 🙁
ভালো থাকবেন...
আমি জেসিলন জুলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apnar tuner language er bhab dhekhe mone hoi apni visal expart. ata to purono jinish share krsen. notun jinish share korun.r ata akhon e kaj hoi na.