ওয়ার্ল্ড মিশন 21 সম্পর্কে জানুন । আয় এর অন্যতম পথ।

এম এল এম কোম্পানির নাম শুনলেই বাংলাদেশীরা মনে করেন  বেশি দিন টিকবেনা। কিন্তু না ভাই  বাংলাদেশে এই প্রথম সরকার এম এল এম এর লাইচেন্স দিয়েছে। নেট এ সার্চ করলেই পাবেন প্রথম এম এল এম লাইচেন্স ধারি কোম্পানি হল ওয়ার্ল্ড মিশন 21 । এরা এম এল এম পদ্ধতিতে আপনার নিকট ছাই , তাক মাথায় ছুল গজানর তেল , বা অদৃশ্য গাছ বিক্রি করবেনা । আপনার নিকট বিক্রি করবে প্রযুক্তির সর্বাধুনিক আবিষ্কার Android Mobile Phone .

আরও কিছু প্রোডাক্ট দেখতে পারেন এই  লিঙ্ক

শুধু মাত্র একটি  প্রোডাক্ট ক্রয় করে আপনিও যুক্ত হতে পারেন এই আয় এর জগতে । প্রতিদিনের আয় প্রতিদিন হাতে পাবেন।

ভাবছেন আবারও শুরু হইছে লোক ঠকানো থামেন ভাই । বাংলাদেশ এর প্রথম এম এল এম লাইচেন্স তা আগে এক্তু চোখে দেখেন।

আয় এর পদ্ধতি সম্পর্কে কেউ লিখে বলতে পারবে না। আমিও পারবনা সুতরাং বিস্তারিত জানতে প্রফেসর নজরুল ইসলাম সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন।

তিনি এই কোম্পানির স্টার সদস্য।  ফোনঃ ০১৬১২২৩১৩১২

বিদ্রঃ পোস্ট তা অঘছাল হএচে তাই আমি দুঃখিত । সামনে সময় পেলে পোস্ট তা আপডেট করে দিব। ধন্যবাদ।

Level 0

আমি জায়েদ সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে ও জানাতে আগ্রহী


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আর কত ভাই ? আপনারা এই ধরনের কাজ কর্ম থেকে এখনো বের হতে পারলেন না। মানুষের আর কাজ নাই, যে মোবাইল ৭০০০ হাজার টাকা তে পাওয়া যায় সেই মোবাইল ১৪০০০ টাকা দিয়া কিনতে যাবে। শুধুই বাটপারি। আবারও ষ্টার , গোল্ডেন , পিএইচডি গিরি শুরু হইসে।

ধন্যবাদ seobuzz ভাই আপনার মূল্যবান মতামত এর জন্য । ভাই ৭০০০ টাকার সেট ৭০০০ টাকাতেই বিক্রি হয়। এইটার কনফিগারেশন আমার কাছে মোটেও ৭০০০ টাকার সেট এর মত লাগেনাই । আর আপনার জন্য পোস্ট তা আপডেট করে দিলাম একবার বাংলাদেশ সরকারের দেয়া প্রথম এম এল এম লাইচেন্স তা দেখবেন। আর মাত্র ৬ হাজার তাকা দিয়াই যখন যোগ হওয়া যায় তখন এত ছিন্তার কি আসে ? কোম্পানি যদি নাও থাকে তাতে সাধারন জনতার দুঃখের কিচু নাই।

    @জায়েদ সিফাত: আপনার কাছে ৬০০০ টাকা কোন বেপার না, কিন্তু আমাদের কাছে অনেক কিছু ভাই। যে কেউ চাইলেই একটা বাবসা দেখাইয়া MLM এর লাইসেন্স নিতে পারে। আর যদি ১০০০ লোকের ৬০০০ যায়, তখন কত টাকা যাবে ভেবে দেখেছেন?৬০,০০,০০০

আবারো শুরু হইছে ধান্দামি । মোবাইলের কনফিগারেশন দিয়া রাখছে … অথচ ব্র্যান্ডের নাম নাই। ভাই, এক ডেস্টিনি আমারে জন্মের শিক্ষা দিয়া দিছে …… এইবার সরকার কেন ? খোদ বারাক ওবামাও আইসা যদি এমএলএম এর লাইসেন্স দেয়, তাও আমি আর নাই। পণ্যের ব্র্যান্ড কি? বিসমিল্লাতেই গলদ ……

আমার তো মনে হয় ডেস্টিনিই নতুন নামে নতুন মালিকানায় মাইনষেরে ডুবানোর জন্য ফেরত আইছে।

আপনি জেই কোম্পানির নাম বললেন টা নিয়া আমি কিছুই বলবনা শুধু বলব ১২ বছর এর জন্য টাকা ফালায় রাইখা যখন বাস খাইছেন । তখন ১২ মিনিট এ হাতে নিজের মোবাইল নিয়া আপনার নিছে একজন লোক কে ঢুকাইয়া পেমেন্ট সাথে সাথে হাতে নিয়া দেখেন কেমন লাগে । মোবাইল এর ব্রান্ডের নাম wm21 model: A319 এবং নতুন যেই মোবাইল টা আস্তেচে তার আমি বিস্তারিত বলতে পারব না

ভাই সিম্ফনি H100 পাওয়া যায় ১২০০০ টাঁকায়। Quad Core processor,1 GB RAM.আর মেমরি আছে ৮ জিবি। ৬২ জিবি সাপোর্ট করে। আপনার টা ২৫০০ টাকা বেশি দিয়ে কেন কিনব? যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমাকে ২ টা মোবাইল দিয়েন। আর বেশি কিছুই বললাম না। এখন আর ধান্দাবাজি চলে না। যে কেউ চাইলেই একটা বাবসা দেখাইয়া MLM এর লাইসেন্স নিতে পারে।

লাইছেন্স যে কেউ চাইলে নিতে পারে তাহলে এখন বাংলাদেশে মাত্র ৪ টা কোম্পানি লাইচেন্স কেন পাইছে বাকি যে ১৭ টা কোম্পানি আবেদন করছে তারা কি কারনে পায়নাই আপনি কি জানেন ?
Samsung আর Symphony যেমন এক না তেমনি wm21 ব্র্যান্ড আর Symphony এক না সমস্ত configaration ও symphony এর মত না ভাল করে দেখেন । ২ টা সেট নিজেই অফিস এ আইসা চালিয়ে দেখে যান ।