এম এল এম কোম্পানির নাম শুনলেই বাংলাদেশীরা মনে করেন বেশি দিন টিকবেনা। কিন্তু না ভাই বাংলাদেশে এই প্রথম সরকার এম এল এম এর লাইচেন্স দিয়েছে। নেট এ সার্চ করলেই পাবেন প্রথম এম এল এম লাইচেন্স ধারি কোম্পানি হল ওয়ার্ল্ড মিশন 21 । এরা এম এল এম পদ্ধতিতে আপনার নিকট ছাই , তাক মাথায় ছুল গজানর তেল , বা অদৃশ্য গাছ বিক্রি করবেনা । আপনার নিকট বিক্রি করবে প্রযুক্তির সর্বাধুনিক আবিষ্কার Android Mobile Phone .
আরও কিছু প্রোডাক্ট দেখতে পারেন এই লিঙ্ক এ
শুধু মাত্র একটি প্রোডাক্ট ক্রয় করে আপনিও যুক্ত হতে পারেন এই আয় এর জগতে । প্রতিদিনের আয় প্রতিদিন হাতে পাবেন।
ভাবছেন আবারও শুরু হইছে লোক ঠকানো থামেন ভাই । বাংলাদেশ এর প্রথম এম এল এম লাইচেন্স তা আগে এক্তু চোখে দেখেন।
আয় এর পদ্ধতি সম্পর্কে কেউ লিখে বলতে পারবে না। আমিও পারবনা সুতরাং বিস্তারিত জানতে প্রফেসর নজরুল ইসলাম সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন।
তিনি এই কোম্পানির স্টার সদস্য। ফোনঃ ০১৬১২২৩১৩১২
বিদ্রঃ পোস্ট তা অঘছাল হএচে তাই আমি দুঃখিত । সামনে সময় পেলে পোস্ট তা আপডেট করে দিব। ধন্যবাদ।
আমি জায়েদ সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে ও জানাতে আগ্রহী
আর কত ভাই ? আপনারা এই ধরনের কাজ কর্ম থেকে এখনো বের হতে পারলেন না। মানুষের আর কাজ নাই, যে মোবাইল ৭০০০ হাজার টাকা তে পাওয়া যায় সেই মোবাইল ১৪০০০ টাকা দিয়া কিনতে যাবে। শুধুই বাটপারি। আবারও ষ্টার , গোল্ডেন , পিএইচডি গিরি শুরু হইসে।