নতুন যারা ইউটিউব থেকে এডসেন্স আবেদন করে পেয়েছেন, তাদের এডসেন্স এর বিজ্ঞাপন ব্লগার ব্লগ এর সাইটে শো করে না। এটা নিয়ে আমরা অনেক ঝামেলায় আছি। এডসেন্স পেয়েছেন অথচ আপনার সাইটে ব্যবহার করতে পারছেন না, আজকে আমি সেই সমস্ত এডসেন্স পাবলিশার দের জন্য একটি সু-খবর নিয়ে এসেছি। এখন থেকে আপনার ব্লগার ব্লগ এর সাইটে ব্যাবহার করতে পারবেন এডসেন্স এর বিজ্ঞাপন ।
কথা না বাড়িয়ে চলুন কিভাবে করবেন সেটাই আমি এখন আপনাদের দেখাব
প্রথমেই ইউটিউব দিয়ে একটি এডসেন্স একাউন্ট বানিয়ে ফেলুন। কিভাবে বানাবেন তা টেকটিউন্স ঘাটলেই পেয়ে যাবেন।
এবার সাইন-ইন করুন আপনার এডসেন্স একাউন্টে। এরপর একাউন্ট সেটিংস এ যাবেন, তারপর স্ক্রল করে দেখবেন ইমেইল ইনভাইটেশন এর একটি ঘর আছে।
এখানে সেই ইমেইলটা দিবেন যেটাতে আপনার কোন ব্লগ সাইট আছে। সেই ইমেইল এ একটি ইনভাইটেশন পাঠান।
এবার ওই ইমেইল এ গিয়ে ইনভাইটেশন একসেপ্ট করুন।
একসেপ্ট করা হয়ে গেলে আপনার ব্লগার এ প্রবেশ করুন। আপনার বানানো যে কোন একটি সাইট নির্বাচন করুন, সেটাতে প্রবেশ করে Earning বাটনে ক্লিক করে দেখুন আপনার ব্লগটি এডসেন্স বিজ্ঞাপন দেওয়ার জন্য তৈরি কি না।
Sign up for Adsense এ ক্লিক করুন
এরপর এরকম একটি পেজ আসবে
Yes, proceed to Google Account Sign in এ ক্লিক করে আপনার ব্লগ এর একাউন্ট দিয়ে লগইন করুন- আপনার কাজ শেষ, এবার যা যা করতে বলে তা করে শুধুমাত্র save satings দিয়ে বেরিয়ে আসুন।
আপনার বিজ্ঞাপন শো করছে কিনা তা দেখতে আপনার সাইটে ঢুকুন।
ধন্যবাদ সবাইকে...
পোস্টটি আপনার ভালো লাগলে আমার সাইট থেকে একটু ঘুরে আসতে পারেন। এই সাইটে আমি এইভাবে এডসেন্স এর বিজ্ঞাপন বসিয়েছি...
আমি পল্লব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এভাবে করে ছিলাম কিন্তু কোন বিজ্ঞাপন শো করছিল না ! কত দিনের মধ্যে বিজ্ঞাপন শো করবে ?? Invite করার পর সেটিংস করব কিভাবে ?