জেনে নিন কিভাবে খুব সহজে আডসেন্স আকাউন্ট পেতে পারেন

বর্তমানে দিন দিন গুগোল আদসেন্স এর চাহিদা বেড়েই চলেছে।অনেকে অনেক কস্টের পর আকাউন্ট পান। কিন্তু সেটা রক্ষা করতে কই জন বা পারে।তবে এখন গুগোল তার পলিশি পরিবর্তন করার ফলে আদসেন্স আকাউন্ট পাওয়া খুব কঠিন হয়ে গেছে।তবে গুগোল এর পলিশি অনুযায়ী  সাইট বানালে গুগোল খুব তাড়াতাড়ি  আদসেন্স আকাউন্ট  দিয়ে সেই। এবার বলি কিভাবে আডসেন্স এর পলিশী অনুযায়ী সাইট বানাবেনঃ-

১ঃ- টপ লেবেল ডোমেইন হতে হবে যেমনঃ- .com, .net,or .org

২ঃ-সাইট এর বয়স ৩ মাস হলেই হবে।

৩ঃ-সাইটটি ওয়ার্ডপ্রেস এ হলে খুব ভাল হয় কারন সাইট ভাল ভাবে অপটিমাইজ করা যাই।

৪ঃ-সাইট এ google xmlsitemap এবং  All in on Seo pack এই ২ টা প্লাগ ইন সেটাপ দিতে হবে

৫ঃ-মোট ৩৫ থেকে ৪০ টা ইউনিক আর্টিকেল পোস্ট দিতে হবে তবে হা সাইট যদি  health রিলেটেড হয় তবে আকাউন্ট পাওয়ার সম্ভাবনা খুব বেশি।

৬ঃ- সাইট এ Privacy Policy,Terms of Servic,About us,contact us এই ৪টি পেইজ ঠিকমত রাখতে হবে

৭ঃ-প্রতিটি পোস্ট google+ facebook এবং twitter  এ সেয়ার করতে হবে

তারপর সাইট দিয়ে গুগোল আদসেন্স আকাউন্ট এর জন্য আবেদন করেন আসাকরি আকাউন্ট পাবেন। তার পরে ও যদি গুগোল আদসেন্স আকাউন্ট না পান তাহলে আমাদের এই ফেসবুক গ্রুপ এ যোগ দিতে পারেন

Level 1

আমি সবুজ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্লগস্পটডটকম কে অ্যাডসেন্স দেবে ?

Youtube dibe, bistarit janote porte paren infozone24.com

ভালো কথা, তবে সাইটের SEO করা লাগবে কীনা সেইটা বললেন না।

মাহমুদ কলি। আমি শুধু কিভাবে আদসেন্স আকাউন্ট পাওয়া যাবে এটা লিখেছি । SEO এর কাজ তো পরে।আপনি যদি আর্নিং বাড়াতে চান তাহলে তো SEO করা লাগবে।

ভাই একটু সাহায‌্য চাই, দয়া করে দিবেন। আমার একটা বাংলা নিউজ সাইট আছে, সেটা আমি প্রায় ৩ বছর ধরে নিয়মিত চালাই। আমার একটি ইমেল দিয়ে গত ২ বছর আগে গুগল এ্যাডসন্সের জন্য এপ্লাই করি। কিন্তু হয় না। মাঝে মধ্যে ঐ ইমেইল দিয়ে চেক করি। লগিন হয় না। ম্যাসেজ দেখায় গুগল এ্যাডসেন্স এপ্রুভ হয়নি। অনেক দিন যাবত ঐ ইমেইল দিয়ে আর চেক করি নাই। গত কয়েকদিন আগে নতুন একটি মেইল দিয়ে এ্যাডসেন্সের জন্য এপ্লাই করি। নতুন মেইলে ম্যাসেজ আসে যে আগের মেইলে এপ্রুভ হয়েছে। এটা হোস্টেল একাউন্ট। সেখান থেকে কোড নিয়ে আমার সাইটে বসিয়েছি। কিন্তু সাইটে এড এর জায়গা নিয়েছে কিন্তু এড দেখাচ্ছে না। কারণটা একটু বিস্তারিত জানালে খুব খুশি হব ভাই। অনুরোধ রইল।
আর একটি রহস্য আমার অজানা। আমার সাইট বাংলা, মাঝে মধ্যে কপিরাইটও করি। কিন্তু গুগল এ‌্যাডসেন্স এপ্রুভ হলো কি করে?