পিন কোড ছাড়াই অনলাইনে এক্টিভ করুন আপনার এডসেন্স একাউন্ট

গুগল আপনাকে এডসেন্স এর টাকা ততক্ষন পাঠাবে না যতক্ষন পর্যন্ত আপনার ঠিকানা তারা ভেরিফাই করবে না। আর আমাদের দেশে ডাক বিভাগকে সবারই ভালোভাবে চেনা আছে। এক মাসে যে চিঠি আসার কথা তা আসে পরের বছর।  আপনি ৩ বার আপনার এডসেন্স এর পিন এর জন্য আবেদন করেছেন, তারা আপনাকে পিন পাঠিয়ে দিয়েছেও, কিন্তু ডাক বিভাগের কারনে আপনি তা হাতে পাননি। তাই এবার আর ডাক এর জন্য অপেক্ষা নয়, অনলাইনে এক্টিভ করে নিন আপনার এডসেন্স একাউন্ট।

ছয় মাসের মধ্যে আপনি আপনার পিন এর জন্য কয়েকবার আবেদন করতে পারবেন। ৩ বার আবেদন করার পর আর আবেদন করতে পারবেন না। তখন কি করবেন? আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার আইডি কার্ড দিয়েও ভেরিফাই করতে পারবেন। এ বিষয়ে অনেকেই আলোচনা করেছেন বিধায় আর আলোচনা করলাম না।

আমি আপনাদের দেখাব কিভাবে পিন কোড না আসলে অনলাইনের মাধ্যমে আপনার একাউন্ট ভেরিফাই করে নিবেন।  আপনার পিন না আসলে ভেরিফাই করার জন্য প্রথমে এই লিঙ্ক এ যান। Personal Identification Number (PIN).

ফর্মটি ঠিকমত পুরন করে পাঠিয়ে দিন। কয়েক ঘন্টা অপেক্ষা করুন। তারপর আপনার মেইল চেক করুন। আপনার মেইল এ একটি কনফার্মেশন ম্যাসেজ আসবে। সেখানেই আপনাকে জানিয়ে দিবে আপনাকে আর পিন ভেরিফাই করতে হবে না। আপনার একাউন্ট ভেরিফাই হয়ে গেছে।

Level 0

আমি পল্লব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Evabe kaj hobe to ?

পিন ভেরিফিকেশন করলেই তো হবে। আপনার ঠিকানায় চেক পেতে হবে। চেক পাওয়ার বিকল্প আছে কি? থাকলে জানান।

document হিসাবে কি পাসপোর্ট ব্যবহার করা যাবে? Please help me.

আমার বড় ভাই সাউথ কোরিয়া থেকে এডসেন্স এর জন্য এপ্লাই করেছিলেন। আপাতত উনার কোড সাইটে চলছে। এখনো পিন ভ্যারিফাই করে নি, আর মাত্র ১ মাস সময় আছে ভ্যারিফাই করার। ৩ বার করার ও চান্স আছে। এর মাঝে উনি দেশে চলে আসছেন। এখন এডসেন্স কান্ট্রি এড্রেস কি আর চেইঞ্জ করা যাবে? কিংবা পিন ভ্যারিফাই কি আপনার টিউন অনুযায়ী করা যাবে? এবং পেমেন্ট কি বাংলাদেশ এড্রেস এ দেয়া যাবে?
কাইন্ডলি একটু জানাবেন ভাই।