YouTube এর মা্ধ্যমে Adsense নিয়ে নিন- আয় করুন YouTube ও Blogger site থেকে।

এই টিউনটির আংশিক বেশ কিছুদিন  আগে প্রকাশ করেছিলাম। অনেকে আমাকে মোবাইল করে এবং টিউমেন্টের মা্ধ্যমে নানা প্রশ্নের অবতার না করেছেন। প্র্রচুর সাঁড়া পেয়েছি তাদের নিকট হতে। টেকটিউনস কমিউনিটি একটি বিশাল কমিউনিটি। আমার থেকে বড় এবং বাঘা বাঘা টিউনার এখানে প্রতিনিয়ত টিউন করেন। তাই একটি টিউন এখানে বেশিক্ষন লাইভ থাকেনা। আবার লাইভ রাখা না রাখাটা এডমিনের মর্জি। অনেক টিউনার এর  প্রশ্নের উত্তর সহ  টিউনটি বর্ধিত আকারে প্রকাশ করলাম।

অ্যাডসেন্স কি?

অ্যাডসেন্স হল বিশ্ব বিখ্যাত গুগলের একটি এডভারটাইজিং এজেন্সি। বিভিন্ন পন্যের/সেবার প্রচার ও বি্ক্রয়ের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই্ অ্যাডসেন্স এর নিকট চুক্তিবদ্ধ। তারা তাদের পন্য/সেবার প্রচার ও বিক্রয়ের জন্য অ্যাডসেন্সকে অর্থ প্রদান করে। এডসেন্স তাদের পন্য/সেবার বিজ্ঞাপন বিভিন্ন সাইটে প্রচার করে। এই প্রচার বাবদ অ্যাডসেন্স কর্তৃপক্ষ তার প্রাপ্য  অর্থে একটি অংশ সাইটের মালিক গনকে প্রদান করে। তাহলে কথা হল এডসেন্স কেন? এডসেন্স এর মত আরও অনেক অ্যাডভার্টাইজিং কোম্পানী  আছে ! হা আছে তবে-

  • এডসেনস এর মত তাদের বিশ্ব ব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক নেই।
  • অন্যান্য কম্পানীর থেকে তারা বেশি হারে সাইটে মালিকগনকে প্রদান করে।
  • এডসেন্স এ রয়েছে মাল্টি ইনকামের ব্যবস্থা।

আপনি কি অ্যাডসেন্স পাবেন?

হ্যাঁ আপনিও পেতে পারেন অ্যাডসেন্স। পুর্বে অ্যাডসেন্স পাওয়া যতটা সহজ ছিল বাংলাদেশ থেকে এখন অ্যাডসেন্স পাাওয়াটা ততটা কঠিন। আপনাকে বেশ কতকগুলি শর্ত পালন করতে হবে। শর্ত গুলি নিম্ন রুপ-

  •  আপনার একটি ব্লগ বা ও্য়েবসাইট থাকতে হবে(ফ্রি ব্লগ থেকে আবেদন করতে হলে আপনা অবশ্যই গুগলের ব্লগার.কম একটি ব্লগ খাকতে হবে।)
  • ২০ থেকে ২৫ টি কন্টেন্ট থাকতে হবে।
  • আর্টিকেলগুলো বা কন্টেন্টগুলো ইউনিক হতে হবে অর্থাৎ কোন কাট, কপি, পেস্ট কন্টেন্ট গ্রহনযোগ্য নয়।
  • সাইট টি তে মেনু হিসাবে সমৃদ্ধ হোম পেইজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি/পলিসি ইত্যাদি থাকতে হবে।
  • সাইটের ল্যাংগুয়েজ অবশ্যই বাংলা হলে চলবে না। সাপরটেড ল্যাংগুয়েজ অর্থাৎ ইংলিশ হতে হবে। তবে এডসেন্স প্রাপ্তির পর  কৌশলে বাংলা ব্লগে/সাইটে ও  এটি ব্যবহার করা যাবে।
  • সাইটে যথেষ্ট ভিজিটর থাকতে হবে।
  • আপনার  সাইটে বয়স কম্পক্ষে ৬ মাস হতে হবে।
  • সাইটে পেইজ র‌্যাঙক ভাল থাকতে হবে।

মোটামুটি ভাবে উপরোক্ত নিয়ম বা শর্ত পালন করে আপনি এডসেন্স এর জন্য আবেদন করলে আশা করা যায় আপনি অ্যাডসেন্স নামক সোনার হরিণটি  অবশ্যই পাবেন। আবেদন করার আগে আরও ভালভাবে জেনে নিন অ্যাডসেন্স এর শর্তা বলীসমুহ

আমরা অনেকেই উপরোক্ত নিয়ম কানুন আংশিক মেনে আবেদন করি। ফলে আবেদন প্রত্যাখাত হয়। একবার আবেদন প্র্ত্যাখাত হলে পুনরায় অ্যাডসেন্স কোয়ালিফাই করা অ্ত্যন্ত দুরহ।

ব্লগ বা ওয়েবসাইট ছাড়া অ্যাডসেন্স পাওয়ার আর কোন সহজ উপায় আছে কি?

হ্যাঁ আছে, ব্লগ/ওয়েব সাইট ছাড়াও আপনি উপরোক্ত নিয়মের তোয়াক্কা না করেও অ্যাডসেন্স পেতে পারেন অতি সহজে। অনেক উপায় থাকতে পারে। তবে আমার জানা মতে দুটি পদ্ধতি উত্তম ও সহজ।

দ্বিতীয়টি কোন এক ক্ষনে আলোচনা করা যাবে, কথা দিচ্ছি।  আজ আলোচনা করব কিভাবে ইউটিউবের মাধ্যমে  অতি সহজে আপনার কাঙ্খিত সোনার হরিণটি হাতের নাগালে পাবেন। উল্লেখ্য যে ইউটিউবের মাধ্যমে প্রাপ্ত অ্যাডসেনস্ একাউন্ট আপনি আপনার ব্লগে ও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে শুধু মাত্র আপনার ব্লগের বযস ছয়মাস বা তদুর্ধ হলেই হল।

ইউটিউবের মাধ্যমে গুগল অ্যাডসেন্স পাওযার সহজ উপায়

ইউটিউবের মাধ্যমে এডসেন্স পেতে হলে আপনাকে  সর্বপ্রথম একটি ফ্রেস নিউ/নতুন জিমেইল এড্রেস থাকা লাগবে। তো  খুলে ফেলুন একটি নতুন জিমেইলএকাউন্ট

উপরোক্ত ফরম ঠিকঠাক মত পুরন করে Next step এ ক্লিক করুন্। একাউন্ট খোলা শেষ হলে  সাইন আউট করে  এবার আপনি চলে যান এই এড্রেসে অর্থাৎ ইউটিউবের  ঠিকানায় ।  নতুন উইন্ডো  আসলে ডান পার্শ্বে অবস্থিত Sign in   এ ক্লিক করুন। আপনার নতুন জি-মেইল ও পাসওয়ার্ড দিয়ে Sign in  বাটনে আবার ক্লিক করুন।

একটি নতু উইন্ডো আসবে। সেখান থেকে ডান পার্শ্বে অবস্থিত   UPload  বাটনে ক্লিক। নীচের চিত্রের ন্যায় দেখতে পাবেন। এখানে গিয়ে ৩-৪ মিনিট দৈর্ঘ্যর ২/৩ টি ভিডিও আপলোড করুন।

নীচের চিত্রের ন্যায় দেখাবে এবং আপলোড হতে সময়  নেবে। অপেক্ষা করুন। দেখুন চিত্রটি-

এ পর্য্যন্ত আমার মনে হয় টিউটোরিয়ালের কাজ শেষ। এর পর যা শিখবেন হাতে কলমে তাই আমি বানিয়েছি একটি ভিডিও টিউটোরিয়াল। এটি দেখে ঠিক ঠাক মত কাজ করলে আমি নিশ্চত যে, আপনি ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আপনি আপনার কাঙ্খিত অ্যাডসেন্স একাউন্টটি পেয়ে যাবেন। যদিও তারা আপনাকে একবার্তার মাধ্যমে ৭ দিন সময় নিবে। তো নিয়ে নিন  আপনার কাঙ্খিত সোনার হরিনটি।

ইউটিউব থেকে কীভাবে আমি আয় করতে পারি?

হ্যাঁ আপনি ইউটিউব থেকে আপনি আয়করতে পারবেন আপনার অ্যান্ডসেন্স একাউন্ট থেকে। যেহেতু আপনি YouTube Account এর মাধ্যমে  আপনার Adsense Account টি পেয়েছেন। তাই এটি আপনার  Hosted Account. তাই আপনাকে আর কিছু করা লাগবেনা। আপনি  এখন ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল আপলোড করতে থাকুন। আপনার ইউটিউব ভিডিওতে  অটোম্যাটিক্যালি এড শো করবে। তবে টিউটোরিয়াল আপলোড দেওয়ার সময় এসইও এবং কিওয়ার্ড রিসার্চ এর বিষয় গুলির প্রতি নজর দিবেন। কারন বিষগুলি ভিজিটর আনার  ক্ষেত্রে ধনন্তরী কাজ করবে।

আমি কী  আমার  Hosted Adsense Account এর Add সমুহ   Blogger Site- এ বসাতে পারব?

হ্যাঁ পারবেন। তবে আপনা ব্লগের বয়স ন্যুনতম ৬ মাস হতে হবে। ৬ মাস পর আপনার ব্লগার ড্যাসবোর্ডের সেকশনে এডসেন্সের জন্য আবেদনের জন্য একটি অপশন দেখতে পাবেন। সেখানে Existing Adsense Account  অপশনে আপনার Adsense Account  এর Publisher ID  বসিয়ে দিয়ে Save/ok করে বেরিয়ে আসুন। এখন আপনার অ্যাডসমুহ প্লেস করুন। দেখবেন সব ঠিকঠাক থাকলে আপনার এড শো করবে।

এডসেন্স সম্পর্কে আরও কিছু জানা র থাকলে সময়  পেলে একবার ঘুরে আসুন আমার অমিয়ধারা ব্লগ থেকে। ভাল থাকবেন সবাই।

পুর্বে এই টিউনটির আংশিক প্রকাশ হয়েছিল এই খানে দেখুন।

Website: http://infotechlife.com

http://patroblogger.blogspot.com

Facebook Page : http://www.facebook.com/goljar.ali
Twitter : https://twitter.com/MdGoljarAli1
YouTube : http://www.youtube.com/goljar123

Level 0

আমি গোলজার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি পেশায় একজন টিচার। লেখা আমার নেশা। লেখা নিয়েই থাকতে চাই। আমাকে নিচের ঠিকানায় পাবেন Website: http://infotechlife.com http://patroblogger.blogspot.com Facebook Page : http://www.facebook.com/goljar.ali Twitter : https://twitter.com/MdGoljarAli1 YouTube : http://www.youtube.com/goljar123


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bhai ami kisu din age apner post follow kore hosted absense paisi (Thanks). But ami jokhon amer blog a earning option a gia published ID dia ads di. but show kore na. Pop up a bole “”Your AdSense account is enabled only to show ads on YouTube. If you want to show ads on a different site, you’ll need to provide us with the URL of the site you want to monetize. You can do this via a one-time application form.”” Amer blog 2013 theke. http://www.hotibox.blogspot.com

aktu janaben pls

    @alpabel: আপনার সাইট দেখে মনে হচ্ছে এটা একটা এডাল্ট সাইট এবং এতে আপনা কন্টেটে ওয়ার্ড সংখ্যা কম। এদিয়ে আপনার সাইটে আপনি এড শো করাতে পারবেন না। আপনি এডসেন্সের পলিসিটা একাবার ভাল করে পড়েন। তারপর বুঝে শুনে এগোন তা না হলে ব্যান খাওয়ার সম্ভাবনা আছে।

Level 0

video ki english e hote hobe
ami bangla tutorial baniyeo adsense pelaam naa ekhon porjonto oraa kono reply koreni
amaar video link
https://www.youtube.com/watch?v=wOzMykUk2lA

ইউটিউব কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? নরমাল কিওয়ার্ড রিসার্চ এর মত নাকি বিশেষ কোন টুলস আছে ইউটিউবের জন্য? জানালে খুশি হবো।

    @রেজাউল করিমআপনি এবং টৃলটি ইউজ করে এস.ই.ও করুন।

    @রেজাউল করিম: আপনি এডওয়ার্ড টূলটি ইউজ করুন ফল পাবেন-www.google.com/ads/video/

ব্লগের জন্য কিভাবে আবেদন করব বিস্তারিত জানতে চাই

    @imran ahmed:এই টিউনের উপরে বলে দেওয়া আছে ।

বাংলাদেশী ফোন ভেরিফাইড ইউটিউবে আ্যডসেন্স সাপোর্ট করে ?

আমি স্টেপ 3. Submit your AdSense application এ যাওয়ার পর Country or territory: বাংলাদেশ। আরও সব কিছু দেওয়ার পর “Submit my aplicarion” বাটনে ক্লিক করার পর Unfortunately, our records indicate that you’re not eligible to participate in AdSense at this time. Please be sure to review our Terms and Conditions. এই লেখাটি আসে। এটা কেন আসে?
এখন আমি কি করলে অ্যাডসেন্স পাব????????????

আমি পাইলাম

Level 0

ভাই আমি এডসেন্স পাইছি ধন্যবাদ। এখন ভাইয়া এড কি অটোমেটিক শো করবে ভিডিওতে? একটু বিস্তারিত বললে খুশী হব। আপনার ইমেইলটা দিলে ভাল হয়।

    শুভ কামনা রইল। হা আপনার এড অটোমেটিক শোকরবে। আমার জিমেইল- [email protected]. আপনি গুগল এডওয়ার্ড ভিডিওতে কীওয়ার্ড রিসার্চ করে ভালমানের ভিডিও টিউটোরিয়াল বানান। যত ভিজিটর আনতে পারবেন। আপনা আরনিং ও ততো বাড়তে থাকবে। আর ব্লগারে গিয়ে ভালমানের একটি ব্লগ দাঁড় করান। ভালমানের ১৫ থেকে ২০ টি পোস্ট লিখুন। সাত-আটমাস সময় হাতে নিয়ে। তারপর আপনার এ্যাডসেন্সসের এড সো করান। দেখবেন, সবকিছু ঠিকঠাক থাকলে। আপনা এড শো করবে।

      @MD. GOLJAR ALI: ভাই আমি http://www.google.com/ads/video/ এই খান থেকে যাওয়ার পরে একটা স্টেপ এ আসে ক্রেডিট কার্ড কিন্তু আমারতো ক্রেডিট কার্ড নাই। এখন আমি কি করতে পারি?

vai apna k donnobad ami adsense paisi .ekon ami jodi ei ad amar site e dei tobe ki ami impression teke ay korte parbo

ভাই, ৬ মাস বয়স কি আমার সাইটের হতে হবে , নাকি আমার ডোমেইনের ?? যেমন ধরুন আমার সাইটের অর্থাৎ, …blogspot.com এর বয়স ৬ মাসের বেশি । কিন্তু কোন টপ লেভেলের ডোমেইন লাগানো নেই । আমি কি এই সাইটে নতুন ডোমেইন লাগিয়ে এড শো করাতে পারব ??? নাকি ডোমেইনের বয়স ৬ মাস হতে হবে???

আর একটা প্রশ্ন, এই ইউটিউব একাউন্টের এডসেন্সে ব্লগারে ব্যাবহার করে মেইন, সরাসরি এডসেন্স একাউন্টের মত টাকা পাব? নাকি কিছু কম আছে ?

সর্বপরি আপনার নাম্বারটা দিতে পারলে অনেক উপকৃত হতাম ।
কমেন্টটা ইউটিউবেও করেছি । দয়া করে যেকোনো এক যায়গায় জবাব দিলে খুশি হব।

Hello everyone.
Ami ekta 1 bosor ager ba tar oo ager hosted google adsense account kinte chai. Karo kase bikrir moto thakle amk janan pls. Note: Only Hosted Google AdSense, 1 year puroton ba tar thekeo beshi.