এই টিউনটির আংশিক বেশ কিছুদিন আগে প্রকাশ করেছিলাম। অনেকে আমাকে মোবাইল করে এবং টিউমেন্টের মা্ধ্যমে নানা প্রশ্নের অবতার না করেছেন। প্র্রচুর সাঁড়া পেয়েছি তাদের নিকট হতে। টেকটিউনস কমিউনিটি একটি বিশাল কমিউনিটি। আমার থেকে বড় এবং বাঘা বাঘা টিউনার এখানে প্রতিনিয়ত টিউন করেন। তাই একটি টিউন এখানে বেশিক্ষন লাইভ থাকেনা। আবার লাইভ রাখা না রাখাটা এডমিনের মর্জি। অনেক টিউনার এর প্রশ্নের উত্তর সহ টিউনটি বর্ধিত আকারে প্রকাশ করলাম।
অ্যাডসেন্স কি?
অ্যাডসেন্স হল বিশ্ব বিখ্যাত গুগলের একটি এডভারটাইজিং এজেন্সি। বিভিন্ন পন্যের/সেবার প্রচার ও বি্ক্রয়ের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই্ অ্যাডসেন্স এর নিকট চুক্তিবদ্ধ। তারা তাদের পন্য/সেবার প্রচার ও বিক্রয়ের জন্য অ্যাডসেন্সকে অর্থ প্রদান করে। এডসেন্স তাদের পন্য/সেবার বিজ্ঞাপন বিভিন্ন সাইটে প্রচার করে। এই প্রচার বাবদ অ্যাডসেন্স কর্তৃপক্ষ তার প্রাপ্য অর্থে একটি অংশ সাইটের মালিক গনকে প্রদান করে। তাহলে কথা হল এডসেন্স কেন? এডসেন্স এর মত আরও অনেক অ্যাডভার্টাইজিং কোম্পানী আছে ! হা আছে তবে-
আপনি কি অ্যাডসেন্স পাবেন?
হ্যাঁ আপনিও পেতে পারেন অ্যাডসেন্স। পুর্বে অ্যাডসেন্স পাওয়া যতটা সহজ ছিল বাংলাদেশ থেকে এখন অ্যাডসেন্স পাাওয়াটা ততটা কঠিন। আপনাকে বেশ কতকগুলি শর্ত পালন করতে হবে। শর্ত গুলি নিম্ন রুপ-
মোটামুটি ভাবে উপরোক্ত নিয়ম বা শর্ত পালন করে আপনি এডসেন্স এর জন্য আবেদন করলে আশা করা যায় আপনি অ্যাডসেন্স নামক সোনার হরিণটি অবশ্যই পাবেন। আবেদন করার আগে আরও ভালভাবে জেনে নিন অ্যাডসেন্স এর শর্তা বলীসমুহ
আমরা অনেকেই উপরোক্ত নিয়ম কানুন আংশিক মেনে আবেদন করি। ফলে আবেদন প্রত্যাখাত হয়। একবার আবেদন প্র্ত্যাখাত হলে পুনরায় অ্যাডসেন্স কোয়ালিফাই করা অ্ত্যন্ত দুরহ।
ব্লগ বা ওয়েবসাইট ছাড়া অ্যাডসেন্স পাওয়ার আর কোন সহজ উপায় আছে কি?
হ্যাঁ আছে, ব্লগ/ওয়েব সাইট ছাড়াও আপনি উপরোক্ত নিয়মের তোয়াক্কা না করেও অ্যাডসেন্স পেতে পারেন অতি সহজে। অনেক উপায় থাকতে পারে। তবে আমার জানা মতে দুটি পদ্ধতি উত্তম ও সহজ।
দ্বিতীয়টি কোন এক ক্ষনে আলোচনা করা যাবে, কথা দিচ্ছি। আজ আলোচনা করব কিভাবে ইউটিউবের মাধ্যমে অতি সহজে আপনার কাঙ্খিত সোনার হরিণটি হাতের নাগালে পাবেন। উল্লেখ্য যে ইউটিউবের মাধ্যমে প্রাপ্ত অ্যাডসেনস্ একাউন্ট আপনি আপনার ব্লগে ও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে শুধু মাত্র আপনার ব্লগের বযস ছয়মাস বা তদুর্ধ হলেই হল।
ইউটিউবের মাধ্যমে গুগল অ্যাডসেন্স পাওযার সহজ উপায়
ইউটিউবের মাধ্যমে এডসেন্স পেতে হলে আপনাকে সর্বপ্রথম একটি ফ্রেস নিউ/নতুন জিমেইল এড্রেস থাকা লাগবে। তো খুলে ফেলুন একটি নতুন জিমেইলএকাউন্ট
উপরোক্ত ফরম ঠিকঠাক মত পুরন করে Next step এ ক্লিক করুন্। একাউন্ট খোলা শেষ হলে সাইন আউট করে এবার আপনি চলে যান এই এড্রেসে অর্থাৎ ইউটিউবের ঠিকানায় । নতুন উইন্ডো আসলে ডান পার্শ্বে অবস্থিত Sign in এ ক্লিক করুন। আপনার নতুন জি-মেইল ও পাসওয়ার্ড দিয়ে Sign in বাটনে আবার ক্লিক করুন।
একটি নতু উইন্ডো আসবে। সেখান থেকে ডান পার্শ্বে অবস্থিত UPload বাটনে ক্লিক। নীচের চিত্রের ন্যায় দেখতে পাবেন। এখানে গিয়ে ৩-৪ মিনিট দৈর্ঘ্যর ২/৩ টি ভিডিও আপলোড করুন।
নীচের চিত্রের ন্যায় দেখাবে এবং আপলোড হতে সময় নেবে। অপেক্ষা করুন। দেখুন চিত্রটি-
এ পর্য্যন্ত আমার মনে হয় টিউটোরিয়ালের কাজ শেষ। এর পর যা শিখবেন হাতে কলমে তাই আমি বানিয়েছি একটি ভিডিও টিউটোরিয়াল। এটি দেখে ঠিক ঠাক মত কাজ করলে আমি নিশ্চত যে, আপনি ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আপনি আপনার কাঙ্খিত অ্যাডসেন্স একাউন্টটি পেয়ে যাবেন। যদিও তারা আপনাকে একবার্তার মাধ্যমে ৭ দিন সময় নিবে। তো নিয়ে নিন আপনার কাঙ্খিত সোনার হরিনটি।
ইউটিউব থেকে কীভাবে আমি আয় করতে পারি?
হ্যাঁ আপনি ইউটিউব থেকে আপনি আয়করতে পারবেন আপনার অ্যান্ডসেন্স একাউন্ট থেকে। যেহেতু আপনি YouTube Account এর মাধ্যমে আপনার Adsense Account টি পেয়েছেন। তাই এটি আপনার Hosted Account. তাই আপনাকে আর কিছু করা লাগবেনা। আপনি এখন ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল আপলোড করতে থাকুন। আপনার ইউটিউব ভিডিওতে অটোম্যাটিক্যালি এড শো করবে। তবে টিউটোরিয়াল আপলোড দেওয়ার সময় এসইও এবং কিওয়ার্ড রিসার্চ এর বিষয় গুলির প্রতি নজর দিবেন। কারন বিষগুলি ভিজিটর আনার ক্ষেত্রে ধনন্তরী কাজ করবে।
আমি কী আমার Hosted Adsense Account এর Add সমুহ Blogger Site- এ বসাতে পারব?
হ্যাঁ পারবেন। তবে আপনা ব্লগের বয়স ন্যুনতম ৬ মাস হতে হবে। ৬ মাস পর আপনার ব্লগার ড্যাসবোর্ডের সেকশনে এডসেন্সের জন্য আবেদনের জন্য একটি অপশন দেখতে পাবেন। সেখানে Existing Adsense Account অপশনে আপনার Adsense Account এর Publisher ID বসিয়ে দিয়ে Save/ok করে বেরিয়ে আসুন। এখন আপনার অ্যাডসমুহ প্লেস করুন। দেখবেন সব ঠিকঠাক থাকলে আপনার এড শো করবে।
এডসেন্স সম্পর্কে আরও কিছু জানা র থাকলে সময় পেলে একবার ঘুরে আসুন আমার অমিয়ধারা ব্লগ থেকে। ভাল থাকবেন সবাই।
পুর্বে এই টিউনটির আংশিক প্রকাশ হয়েছিল এই খানে দেখুন।
Website: http://infotechlife.com
http://patroblogger.blogspot.com
Facebook Page : http://www.facebook.com/goljar.ali
Twitter : https://twitter.com/MdGoljarAli1
YouTube : http://www.youtube.com/goljar123
আমি গোলজার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন টিচার। লেখা আমার নেশা। লেখা নিয়েই থাকতে চাই। আমাকে নিচের ঠিকানায় পাবেন Website: http://infotechlife.com http://patroblogger.blogspot.com Facebook Page : http://www.facebook.com/goljar.ali Twitter : https://twitter.com/MdGoljarAli1 YouTube : http://www.youtube.com/goljar123
bhai ami kisu din age apner post follow kore hosted absense paisi (Thanks). But ami jokhon amer blog a earning option a gia published ID dia ads di. but show kore na. Pop up a bole “”Your AdSense account is enabled only to show ads on YouTube. If you want to show ads on a different site, you’ll need to provide us with the URL of the site you want to monetize. You can do this via a one-time application form.”” Amer blog 2013 theke. http://www.hotibox.blogspot.com
aktu janaben pls