প্রিয় বন্ধরা কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহ তা-আলার অপার কৃপায় সকলে ভালই আছেন। অনেক ইচ্ছা থাকে টেকটিউনসে নিয়মিত হব। কিন্তু হয়ে ওঠে না। কথা দিচ্ছি এবার থেকে নিয়মিত হব। আমরা যারা ব্লগিংকে পেশা হিসাবে বেছে নিতে চা্য় তারা জানি অ্যাডসেন্স তাদের তাদের কাছে কতটা্ আরাধ্যের বস্তু। ব্লগের জন্য এডসেন্স এর পেছনে ছুটে ছুটে একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু অ্যাডসেন্স নামক সোনার হরিণটা আপনা নিকট অধরাই থেকে গেছে। এবার আপনি ও পারবেন এডসেন্স নামক সোনা হরিন টা ধরতে। আসবে আপনার হাতের নাগালে। তার আগে আসুন অ্যাডসেন্স বিষয়ে কিছুটা আলোচনা করা যাক।
অ্যাডসেন্স কি?
অ্যাডসেন্স হল বিশ্ব বিখ্যাত গুগলের একটি এডভারটাইজিং এজেন্সি। বিভিন্ন পন্যের/সেবার প্রচার ও বি্ক্রয়ের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই্ অ্যাডসেন্স এর নিকট চুক্তিবদ্ধ। তারা তাদের পন্য/সেবার প্রচার ও বিক্রয়ের জন্য অ্যাডসেন্সকে অর্থ প্রদান করে। এডসেন্স তাদের পন্য/সেবার বিজ্ঞাপন বিভিন্ন সাইটে প্রচার করে। এই প্রচার বাবদ অ্যাডসেন্স কর্তৃপক্ষ তার প্রাপ্য অর্থে একটি অংশ সাইটের মালিক গনকে প্রদান করে। তাহলে কথা হল এডসেন্স কেন? এডসেন্স এর মত আরও অনেক অ্যাডভার্টাইজিং কোম্পানী আছে ! হা আছে তবে-
আপনি কি অ্যাডসেন্স পাবেন?
হ্যাঁ আপনিও পেতে পারেন অ্যাডসেন্স। পুর্বে অ্যাডসেন্স পাওয়া যতটা সহজ ছিল বাংলাদেশ থেকে এখন অ্যাডসেন্স পাাওয়াটা ততটা কঠিন। আপনাকে বেশ কতকগুলি শর্ত পালন করতে হবে। শর্ত গুলি নিম্ন রুপ
মোটামুটি ভাবে উপরোক্ত নিয়ম বা শর্ত পালন করে আপনি এডসেন্স এর জন্য আবেদন করলে আশা করা যায় আপনি অ্যাডসেন্স নামক সোনার হরিণটি অবশ্যই পাবেন। আবেদন করার আগে আরও ভালভাবে জেনে নিন অ্যাডসেন্স এর শর্তা বলীসমুহ
আমরা অনেকেই উপরোক্ত নিয়ম কানুন আংশিক মেনে আবেদন করি। ফলে আবেদন প্রত্যাখাত হয়। একবার আবেদন প্র্ত্যাখাত হলে পুনরায় অ্যাডসেন্স কোয়ালিফাই করা অ্ত্যন্ত দুরহ।
ব্লগ বা ওয়েবসাইট ছাড়া অ্যাডসেন্স পাওয়ার আর কোন সহজ উপায় আছে কি?
হ্যাঁ আছে, ব্লগ/ওয়েব সাইট ছাড়াও আপনি উপরোক্ত নিয়মের তোয়াক্কা না করেও অ্যাডসেন্স পেতে পারেন অতি সহজে। অনেক উপায় থাকতে পারে। তবে আমার জানা মতে দুটি পদ্ধতি উত্তম ও সহজ।
দ্বিতীয়টি কোন এক ক্ষনে আলোচনা করা যাবে, কথা দিচ্ছি। আজ আলোচনা করব কিভাবে ইউটিউবের মাধ্যমে অতি সহজে আপনার কাঙ্খিত সোনার হরিণটি হাতের নাগালে পাবেন। উল্লেখ্য যে ইউটিউবের মাধ্যমে প্রাপ্ত অ্যাডসেনস্ একাউন্ট আপনি আপনার ব্লগে ও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে শুধু মাত্র আপনার ব্লগের বযস ছয়মাস বা তদুর্ধ হলেই হল।
ইউটিউবের মাধ্যমে গুগল অ্যাডসেন্স পাওযার সহজ উপায়
ইউটিউবের মাধ্যমে এডসেন্স পেতে হলে আপনাকে সর্বপ্রথম একটি ফ্রেস নিউ/নতুন জিমেইল এড্রেস থাকা লাগবে। তো খুলে ফেলুন একটি নতুন জিমেইলএকাউন্ট
উপরোক্ত ফরম ঠিকঠাক মত পুরন করে Next step এ ক্লিক করুন্। একাউন্ট খোলা শেষ হলে সাইন আউট করে এবার আপনি চলে যান এই এড্রেসে অর্থাৎ ইউটিউবের ঠিকানায় । নতুন উইন্ডো আসলে ডান পার্শ্বে অবস্থিত Sign in এ ক্লিক করুন। আপনার নতুন জি-মেইল ও পাসওয়ার্ড দিয়ে Sign in বাটনে আবার ক্লিক করুন।
একটি নতু উইন্ডো আসবে। সেখান থেকে ডান পার্শ্বে অবস্থিত UPload বাটনে ক্লিক। নীচের চিত্রের ন্যায় দেখতে পাবেন। এখানে গিয়ে ৩-৪ মিনিট দৈর্ঘ্যর ২/৩ টি ভিডিও আপলোড করুন।
নীচের চিত্রের ন্যায় দেখাবে এবং আপলোড হতে সময় নেবে। অপেক্ষা করুন। দেখুন চিত্রটি
এ পর্য্যন্ত আমার মনে হয় টিউটোরিয়ালের কাজ শেষ। এর পর যা শিখবেন হাতে কলমে তাই আমি বানিয়েছি একটি ভিডিও টিউটোরিয়াল। এটি দেখে ঠিক ঠাক মত কাজ করলে আমি নিশ্চত যে, আপনি ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আপনি আপনার কাঙ্খিত অ্যাডসেন্স একাউন্টটি পেয়ে যাবেন। যদিও তারা আপনাকে একবার্তার মাধ্যমে ৭ দিন সময় নিবে। তো নিয়ে নিন আপনার কাঙ্খিত সোনার হরিনটি।
এডসেন্স সম্পর্কে আরও কিছু জানা র থাকলে সময় পেলে একবার ঘুরে আসুন আমার ব্লগ থেকে। ভাল থাকবেন সবাই।
Website: http://infotechlife.com
http://patroblogger.blogspot.com
Facebook Page : http://www.facebook.com/goljar.ali
Twitter : https://twitter.com/MdGoljarAli1
YouTube : http://www.youtube.com/goljar123
আমি গোলজার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন টিচার। লেখা আমার নেশা। লেখা নিয়েই থাকতে চাই। আমাকে নিচের ঠিকানায় পাবেন Website: http://infotechlife.com http://patroblogger.blogspot.com Facebook Page : http://www.facebook.com/goljar.ali Twitter : https://twitter.com/MdGoljarAli1 YouTube : http://www.youtube.com/goljar123
শেয়ার করার জন্য ধন্যবাদ। বেশ ভালো হয়েছে টিউনটা।