আসসালামুআলাউকুম। সবাই কেমন আছেন?আমার বিগত পোস্ট টি ছিল অ্যাডসেন্স আপ্রুভ করা নিয়ে।আশা করি আপনারা ভালো ভাবেই বুঝেগেসেন যে কিভাবে ইউটিউব দিয়ে অ্যাডসেন্স পাওয়া যায়।
যদি কেউ ওই পর্ব টি মিস করে থাকেন, তবে এখুনি ঘুরে আসুন এই লিঙ্ক এ।
যদি ইউটিউব থেকে অ্যাডসেন্স ভেরিফাই করান,তবে অ্যাডসেন্স এ লগিন করুন আপনার ওই ইমেইল দিয়ে এবং ঐখানে দেখবেন যে I will show ad on নামে একটা অপশন আছে। ঐখানে আপনার ব্লগ এর ঠিকানা দেবেন। আর যদি আপনার নিজের সাইট, মানে .com,.org,.net TLD ডোমেইন হয়, তাহলে অ্যাডসেন্স এ লগিন করে My ads এ যান। সেখানে উপরে পাবেন "New ad unit" অপশন।
এখান থেকে আপনার ব্যানার সাইজ বেছে নিন। তারপর নিচের ছবির মত আপনার অ্যাড এর কালার বেছে নিন।
তারপর সেভ & গেট কোডে ক্লিক করুন। আপনি আপনার সাইটএর জন্য একটি HTML কোড পাবেন। সেই কোডটি আপনার সাইটে বসান। গুগল আপ্রুভড হতে ১-৭ দিন সময় নিতে পারে। আপ্রুভ করলে আপনার সাইটে অ্যাড দেখানো শুরু করবে।
আপনার আরও ভালো ভাবে বোঝার জন্য ইউটিউবে এই ভিডিও দেখতে পারেন ব্লগ সাজানো ও অ্যাডসেন্স এর ব্যান থেকে বাঁচার জন্য। আশা করি শিখতে পারবেন কিছু।
আরও যদি কোন কিছু জানার থাকে, তাহলে ফেসবুকে এই গ্রুপে দেখতে পারেন।
আমার আগের পোস্টঃ আসুন, মাত্র ২ থেকে ৬ ঘণ্টায় নেই অ্যাডসেন্স।(কোন টাকা পয়সা লাগবে না)
সময় পেলে একটু সময় নষ্ট করুন এইখানে
আমি Soumik zaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক অনেক ভাল পোস্ট