আসুন, এইবার দেখি অ্যাডসেন্স কই যায় :)

আসসালামুআলাউকুম। সবাই কেমন আছেন?আমার বিগত পোস্ট টি ছিল অ্যাডসেন্স আপ্রুভ করা নিয়ে।আশা করি আপনারা ভালো ভাবেই বুঝেগেসেন যে কিভাবে ইউটিউব দিয়ে অ্যাডসেন্স পাওয়া যায়।

যদি কেউ ওই পর্ব টি মিস করে থাকেন, তবে এখুনি ঘুরে আসুন এই লিঙ্ক এ।

আজ আপানদেরকে বলব কিভাবে অ্যাডসেন্সের অ্যাড আপনার ব্লগ বা সাইটে দেখাবেনঃ

যদি ইউটিউব থেকে অ্যাডসেন্স ভেরিফাই করান,তবে অ্যাডসেন্স এ লগিন করুন আপনার ওই ইমেইল দিয়ে এবং ঐখানে দেখবেন যে I will show ad on নামে একটা অপশন আছে। ঐখানে আপনার ব্লগ এর ঠিকানা দেবেন। আর যদি আপনার নিজের সাইট, মানে .com,.org,.net TLD ডোমেইন হয়, তাহলে অ্যাডসেন্স এ লগিন করে My ads এ যান। সেখানে উপরে পাবেন "New ad unit" অপশন।

এখান থেকে আপনার ব্যানার সাইজ বেছে নিন। তারপর নিচের ছবির মত আপনার অ্যাড এর কালার বেছে নিন।

তারপর সেভ & গেট কোডে ক্লিক করুন। আপনি আপনার সাইটএর জন্য একটি HTML কোড পাবেন। সেই কোডটি আপনার সাইটে বসান। গুগল আপ্রুভড হতে ১-৭ দিন সময় নিতে পারে। আপ্রুভ করলে আপনার সাইটে অ্যাড দেখানো শুরু করবে।

আপনার আরও ভালো ভাবে বোঝার জন্য ইউটিউবে এই ভিডিও দেখতে পারেন ব্লগ সাজানো ও অ্যাডসেন্স এর ব্যান থেকে বাঁচার জন্য। আশা করি শিখতে পারবেন কিছু।

অ্যাডসেন্স পেতে হলে আপনার সাইটে যা যা রাখবেনঃ

  • টপ লেভেলের ডোমেইন অগ্রাধিকার দিন। Blogger/blogspot/wordpress না পারলে ব্যবহার করবেন না।
  • ভালো কোন হোস্টিং ব্যবহার করুন। যেমন Godaddy,Bluehost,Hostgattor ইত্যাদি।
  • কনটেণ্ট ইউনিক করুন। কমপক্ষে ২০০ শব্দ লিখুন একটা পোস্টে।
  • কপিরাইট মুক্ত থাকুন। ছবি/লিখা ইউনিক করবেন।
  • অবশ্যই "About","Privacy Policy" ও "Contact" এর পেজ রাখুন।
  • অন্য কোন অ্যাড থাকলে টা বন্ধ করে দিন।
  • গুগলে ইনডেক্স করুন।
  • সাইটের বয়স ৪/৫ মাস হলে ভালো হয়।
  • ১৮+ সামগ্রী রাখবেন না সাইটে।

অ্যাডসেন্স পাওয়ার পর যা করবেন নাঃ

  • নিজের অ্যাডে নিজে ক্লিক করবেন না, কাউকে উৎসাহ দিবেন না।আইপি পরিবর্তন করে অ্যাড এ ক্লিক করবেন না।
  • ছবির পাশে অ্যাড দেখাবেন না।
  • এখন গুগল হারমিংবার্ড এনেছে। তাই পিং করা থেকে বিরত থাকুন। গুগল কিন্তু অনেক চালাক। সারা বিশ্ব ওর হাতের মধ্যে।
  • Page CTR খেয়াল রাখুন। ২-৫ হচ্ছে সাভাভিক। ৫ এর বেশি হলে অ্যাড দেখানো থেকে বিরত থাকুন।

 

আরও যদি কোন কিছু জানার থাকে, তাহলে ফেসবুকে এই গ্রুপে দেখতে পারেন।
আমার আগের পোস্টঃ আসুন, মাত্র ২ থেকে ৬ ঘণ্টায় নেই অ্যাডসেন্স।(কোন টাকা পয়সা লাগবে না)
সময় পেলে একটু সময় নষ্ট করুন এইখানে 

Level 0

আমি Soumik zaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক ভাল পোস্ট

Level 0

ঠিকানা verification করতে কোন কোড কি আসে ?

পেজ RPM টা কি, আশা করি একটু বুঝিয়ে বলেবন !

Level 0

ধন্যবাদ Soumik zaman ভাই, আমিও আপ্রুভ পেলাম। কিন্তু আমার একটি প্রশ্ন ছিল, এটাতো হোষ্ট একাউন্ট, এর মাধ্যমে আয় করা অর্থ 100% ই কি আমি পাব? মানে যদি কোন মাসে আমার 200 ডলার আয় হয়, তাহলে কি আমি সম্পূর্ন 200 ডলারই পাব।
আর একটি বিষয় আমি জানি যে, হোষ্ট একাউনট নরমাল একাউন্টে রুপান্তরিত করা যায়, রুপান্তরিত করার পরে আমার ঐ .com সাইট থেকে যা আয় হবে তার সম্পূর্নই কি আমি পাব?
জানালে খুব উপকৃত হব।

naa hosted account theke amar .net blog approve hoy na

আমি youtube এর মাধ্যমে adsense পেয়েছি। কিন্তু My ads এ You currently have a host-only account, so this ad code will show as a blank space outside of host partner sites. To find out how to get live ads on other websites, please refer to our Help Center. এইটা দেখাচ্ছে।will show ad on নামে একটা অপশন গেলে দেখাচ্ছে cannot be patner blogger.com এখন কি করতে পারি? পিল্জ হেল্প

Level 0

আমি যদি .com ডোমেইন ব্যবহার করি কিন্তু হোস্টিং ব্লগারের, তাহলে কি অবস্থা হবে?