গুগল অ্যাডসেন্সে সাফল্য পেতে হলে যা যা জানা জরুরি

ডিভাইন কোডার টিম এর পক্ষ থেকে আমি, শেখ অনন্যা আফরিন মণি আপনাদের কে আমার আজকের টিউনে স্বাগতম জানাচ্ছি । বর্তমানে আমাদের বাংলাদেশে গুগল অ্যাডসেন্স সোনার হরিণ হয়ে গেছে । আর সেই সোনার হরিণ গুগল অ্যাডসেন্স পাওয়ার পরও যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে । গুগল অ্যাডসেন্সে সাফল্য লাভের কত গুলু মূল মন্ত্র রয়েছে । তার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছেঃ পাঠক যাতে আপনার ব্লগ পরে স্বাচ্ছন্দ্য পায় এবং তার প্রয়োজনীয় তথ্য গুলু নোট করে রাখতে পারে সেজন্ন পয়েন্ট অথবা লিস্ট আকারে ব্লগ লিখুন । কখনো সার্চ ইঞ্জিন কে টারগেট করে অযাচিত কিওয়ার্ড দিয়ে ব্লগ বানাবেন না । কারন সার্চ ইঞ্জিনগুলো আপনাকে ভিসিটর এনে দিতে পারবে কিন্তু পাঠক যদি আপনার সাইটে বেশী সময় অবস্থান না করে তবে কখনোই অ্যাডে ক্লিক করবে না । 

  •  একজন ব্লগারের লিখা পরতেই পাঠকরা ব্লগে আসবেন । আর ওয়েব সাইটে ভিসিটর আশা মানেই সাফল্য তখন সাফল্য পেতে এই লিখার প্রতি সব চেয়ে মনোযোগ দেওয়া জরুরী । আপনি যত সুন্দর লিখতে পারবেন সাফল্য তত দ্রুত আপনার দরজায় উঁকি দিবে ।
  • ব্লগে প্রতিটি আর্টিকেল পাবলিশ করার সময় রিলেটিড ছবি ব্যাবহার করবেন । গবেষণায় দেখা গেছে যে, আর্টিকেলে ছবি থাকলে তা অ্যাডে ক্লিক পরার সম্ভবনা থাকে । তবে কখনই ছবির ঘা গেসে অ্যাড বসানো যাবে না । ছবি থাকলে আর্টিকেল পরতে মানুষ বেশী আগ্রহী হয় এবং সাইটে বেশী সময় অবস্থান করে । আর আগ্রহ বসত অ্যাডে ক্লিক করে ।
  • প্রথমেই খুব বেশী টাকা পাওয়া যায় এমন কিওয়ার্ড টারগেট করে ব্লগ বানাবেন না । কম দামি কিওয়ার্ড টারগেট করুন এবং  সাইটে ভিসিটর আসতে শুরু করলে বেশী টাকা পাওয়া যায় এমন কিওয়ার্ড টারগেট করুন ।
  • নিয়মিত ভালো মানের লিখা পাবলিশ করুন । লিখা কখনোই অন্য সাইট থেকে কপি করবেন না । লিখার মান ভালো হলে সার্চ ইঞ্জিনগুলো থেকে প্রচুর ভিসিটর পাবেন । যেহেতু মোট ক্লিকের উপর টাকার পরিমাণ নিভর করে সেহেতু যত বেশী সম্ভব ট্রাফিক আনা যায় আয় বেশী হওয়ার সম্ভবনা বেশী থাকে ।
  • কপিরাইট ছবি ব্যাবহার করা যাবে না । কপি রাইট ছবি ব্যাবহার করলে গুগল আপনার অ্যাকাউন্ট যে কোন সময় বাতিল করতে পারে ।
  • অযাচিত উইডগেট ব্যাবহার করা যাবে না । এগুলু সাইটের বাউঞ্চ রেট কমিয়ে দেয় । একই সঙ্গে অ্যাডে ক্লিক করার সম্ভবনা কমিয়ে দেয় ।
  • মোটামুটি সার্চ হয় এমন কিওয়ার্ড টারগেট করে ব্লগ তৈরি করুন । গুগলের কিওয়ার্ড টুল ব্যাবহার করুন । কিওয়ার্ড রিসার্চ এবং এনালাইজ করে সঠিক কিওয়ার্ড নির্বাচন করুন এবং তার উপর ভিত্তি করে কনটেন্ট তৈরি করুন । যত বেশী কনটেন্ট পাবলিশ করা যায় আয়ের সম্ভবনা তত বেশী
  • একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ব্লগ তৈরি করুন । অযাচিত কনটেন্ট নিয়ে ব্লজ্ঞিং করলে রিলিভেন্ট অ্যাড পাওয়া যায় না । ফলে অ্যাডে ক্লিক পরার সম্ভবনা কমে যায় ।
  • নিয়মিত সাইটের ট্রাফিক, সিটিআর এবং পেজ ইম্প্রেশন মনিটর করুন । অস্বাভাবিক পরিমাণ ক্লিক পরলে সাথে সাথে সেটা গুগলের কাছে রিপোর্ট করুন । এতে করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নষ্ট হওয়া থেকে বেঁচে যাবেন ।

দক্ষতা উন্নয়ন, ওয়েব উদ্যোগ এবং ফ্রিল্যান্সিং সংক্রান্ত যে কোন ধরনের হেল্পের জন্য চলে আসুন আমাদের ফেসবুক ফ্যান পেজে পাশেই থাকব ।

আমাদের ফেসবুক ফ্যান পেজে যেতে এখানে ক্লিক করুন ।

 

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি আমার Apk Force এই সাইট এ আডসেন্স পাব ????

Level 0

বিষয়গুলো জেনে অনেক ভাল লাগলো। কথা হলো আমি অল্প কিছু আরটিকে লিখেই কিছুদিন আগে গুগল এডসেন্স পেয়েছি এবং আমার কিছু ইনকাম ও আসছে। এখন আমার কিছু প্রশ্ন দাড়িয়ে পরেছে। আশারাখি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সাহায্য করবেন:

1। আমি এখনো পিন পাইনি । 10ডলার হলে পরে আবেদন করতে হবে এবং করবো। এখন কথা হলো আমি বাগেরহাট থাকি। সেখানের ঠিকানা দেওয়া। কোন কারনে কি চিঠি না পাওয়ার সম্ভবনা আছে। যদিও আমি সঠিক বাড়ির ঠিকানা দিলেও??? (কারন আমাদের দেশে বাইরে থেকে কিছু আসলে তো মাঝে মধ্যে হাওয়া হয়ে যায়) সে ক্ষেত্রে করনিয় কি?

2। ট্যাক্স পেপার বলতে কি বুঝায়? (কারেন্ট বিল বা পানি বিলের কপি প্রযোজ্য কিনা কারন সেখানেও ট্যাক্স দিতে হয়) বিস্তারিত জানতে চাই???

3। 3 বার যদি পিন আবেদন করেও না পাই সেক্ষেত্রে আর কোন উপায় আছে এডসেন্স টিকেয়ে রাখা এবং চেক পাওয়া???

ধন্যবাদ।

ভাই এই গুলো অনেক আগের টপিক্স, আপনি কি বলতে পারেন গুগল অ্যাডসেন্সে সর্বোচ্চ সিপিসি কত দেয় ? জানলে প্লিজ জানিয়ে দিবেন। ধন্যবাদ

ভাই, কপিরাইট ছবি বলতে কি বুঝায় ? কিভাবে বুঝবো একটি ছবি কপিরাইট ।

Level 2

@ nill Balok ami ans Dissi ,,,:

1.Apnar Thikana Jodi 100% o dan tao, Pin letter pabar chance 1% , Karon amader Dag Bivag strongly Kharap hoye gase ..tobe jodi prote din okhane gia khobor nen tahole akta shomvabona ase ,

2.Tax paper kivabe set korben ta Techtunes e dao ase ota nia bashi kisu kora lagbe na .

3. Hmm por por 3 bar jodi apni pin dite vul koren tobe Adsens er kono khoti hobe na ..apni apnar Versity iD . ba je kono English govment ID card diao submite korte parben. ami o ake kaj koresi ..tobe mone rakhben Bangla likha thakle nao hote pare . Just ms word e apnar Details likhe ID card er Pic tule aksathe submite kore den kaj ses ..

ami chesta koresi ans debar jonno .. Vul hole khoma korben . Dhonnobad

Level 2

@ Rahatul Vai.

Bangladesher Adsens er CPC khub e kom dia thake ..Because amra Bengali ..
mybe Jara first bloging korsen amar moto tara .. > 0.01 $- 0.35$ paye thake .
ar mybe Jara Valo .. tara er theke beshi pae ..tobe onnano country theke kom ..Dhonnobad

Level 2

@মুহাম্মাদ ইউসুফ

copy right picture bolte goole theke download kora Picture ke bola hoe thake .. je kono jaega theke picture download korle ota copy right picture hoe jabe ,,,

Apni apnar picture ta goole e upload kore Search korte paren ,,tahole e bojha jabe ..

Dhonnobad ,

Level 2

@ মুহাম্মাদ ইউসুফ vai .

ami just Help korar chesta korlam matro .vul hole maf korben ..Dhonnobad apnake o

ভাই, ইউটিউব এর হোস্টেড একাউন্ট থেকে পা্ওয়া এড কি ব্লগে কাজ করে?
করলে জানাবেন প্লিজ।