অ্যাডসেন্স ব্যান থেকে বাঁচার এক জটিল প্লাগিন !!!

আপনি আপনার সাইটে অ্যাডসেন্স ইউজ করছেন? আপনি কি ভয় পাচ্ছেন যে আপনার অ্যাডসেন্স ব্যান হয়ে যায় কিনা। আপনার শত্রু জানেন যে আপনি কোন কোন ব্লগে আপনার অ্যাডসেন্স ইউজ করছেন । আপনি হয়তো ভয় পাচ্ছেন যে তার শত্রুতার কারনে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় কিনা । আর কোন ভয় নেই । নিয়ে নিন জটিল একটি প্লাগিন যা আপনাকে আপনার অ্যাডসেন্স ব্যান হওয়া থেকে সতর্ক করবে এবং বাঁচাবে , যদি কেউ ইচ্ছাকৃত ভাবে (শত্রুতা বশতঃ) আপনার অ্যাডসেন্স এডে ক্লিক করে।

কিন্তু কি সেই প্লাগিনঃ

এই অদ্ভুত প্লাগিন্টির নাম ক্লিক ফ্রড মনিটর প্লাগিন । তাহলে এখুনি সরাসরি ডাউনলোড করে নিন আপনার প্লাগিন টি এখান থেকে ঃ

http://wordpress.org/plugins/adsense-click-fraud-monitoring/

কি এর বৈশিষ্টঃ

  • এটা বট দ্বারা আপনার এডের উপর ক্লিককে প্রতিহত করে।
  • আপনার বন্ধু যদি আপনাকে আপনার এডের উপর ক্লিক করে মানি আরনিং এ সাহায্য করতে চায়, তবে তা ও প্রতিহত করে।
  • এটা আপনার শত্রুর শত্রুতামুলক ক্লিককে প্রতিহত করে।
  • যারা শত্রুতামূলক ভাবে আপনার এডের উপর ক্লিক করতে চায় তাদেরকে ব্লকে করে এই প্লাগিন।
  • এটা যে কোন থিমেই কাজ করে ।
  • এই প্লাগিন দ্বারা আপনি চাইলে এক ক্লিকেই আপনার অ্যাডসেন্স এড ভিউ বন্ধ করতে পারবেন।
  • এটা আপনার সাইটের যে কোন স্থানের এডের জন্যই ব্যবহার করা যায়।
  • এর ইন্সটলেশন ও এক্টিভেশন খুবই সহজ ।

আশা করি, এই প্লাগিন টি আপনারা যারা অ্যাডসেন্স ইউজ করেন তাদের খুবই কাজে লাগবে আর আপনাদের কাজে লাগলেই আমার লেখার এই সার্থকতা ।

Source: Click Fraud Monitoring Plugin

Level 0

আমি মুহাম্মাদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম "ইউসুফ"। আমি একজন নতুন ব্লগার । তেমন ভাল কিছু লেখার অভিজ্ঞতা কম কিন্তু চেস্টা করছি । সুযোগ পেলে আমার ব্লগটিতে http://infozone24.com একটু ঢু মেরে আসবেন, প্লীজ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

adsense naii to plugin diye kii hobe. lol!

Level 2

vai (www.eraitblog.blogspot.com) amar site a ke ai plugin ta use kortha parbo na?

nare vai, eta to blogspote kora. WordPress blog lagbe.