আসসালামুয়াল্যকুম।কেমন আছেন?আশা করি ভাল আছেন।আমি ভাল আছি আপনাদের দোয়াতে।আজ আপনাদের সাথে আমি গুগল অ্যাডসেন্স এর ব্যাপারে একটা গোপন ট্রিকস শেয়ার করব।আশা করি ট্রিকস টা আপনাদের অনেক কাজে আসবে,আমরা বিশেষ করে যাদের Hosted গুগল অ্যাডসেন্স আপগ্রেড করতে পারছি না।মাননীয় গুগল মামা এক এক বার একেকটা কারন দেখাচ্ছে।
আমি আপনাদের ছোট একটা জাভা কোড দিব যেইটার মাধ্যমে আপনি আপনার Hosted অ্যাডসেন্স এর অ্যাড টপ লেভেল ডোমেইনে ব্যবহার করতে পারবেন !!!! কি মজার ব্যাপার তাই না?
আপনার অবশ্যই ১ টা Hosted গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে।
আপনার ১ টি ওয়েবসাইট থাকতে হবে ব্লগার ব্লগে।
আপনার ১ টি টপ লেভেল ডোমেইন থাকতে হবে,যেমনঃ- .com .net .org .biz সহ এরকম আরও অনেক আছে।
তো আসুন আসল কাজ টা শুরু করা যাক।প্রথমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগিন করুন।এবং আপনার অ্যাডসেন্স পাবলিশার নাম্বারটি খুঁজে বের করুন।পাবলিশার নাম্বার দেখতে এই রকম Ca-Pub-12345467890.
পাবলিশার নাম্বার খুঁজে বের করে কপি করে ১ টা টেক্সট ফাইলে সেভ করুন।
এখন আপনার যে ব্লগার ব্লগে Hosted অ্যাডসেন্স দিয়ে অ্যাডসেন্স দিয়ে রেখেছেন সেই সাইট বা ব্লগ এর লিংক কপি করে টেক্সট ফাইলে সেভ করুন।এখন আপনি নিচের কোড গুলো কপি করে আপনার আগের টেক্সট ফাইলে সেভ করুন।
<script type=”text/javascript”> google_ad_client = “Your Pub Number Is Here”; google_ad_host = “Your Pub Number Is Here”; google_ad_width =your Add widt Size Is Here; google_ad_height =your Add height Size Is Here; google_ad_type = “text_image”; google_color_border = “FFFFFF”; google_color_bg = “ffffff”; google_color_link = “0000ff”; google_color_text = “000000″; google_color_url = “008000″; google_page_url = “your Hosted adsense publishing URL Is here”//–> </script><script type=”text/javascript” src=”http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js”></script>
আশা করি আপনি করতে পেরেছেন।যদি না পারেন তাহলে পুর পক্রিয়াটা আবার দেখে নেওয়া যাক।
আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগিন করবেন এবং অ্যাডসেন্স এর পাবলিশার নাম্বার টা কপি করে টেক্সট ফাইলে সেভ করবেন।এর পর আপনি যে ব্লগার ব্লগে আপনার অ্যাডসেন্স বরতমানে দিয়ে রেখেছেন সেই সাইট বা ব্লগের অ্যাড্রেস টা কপি করে আপনার টেক্সট ফাইলে সেভ করবেন।এবং আমার দেওয়া কোডটি কপি করে টেক্সট ফাইলে সেভ করবেন।আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
আমার দেওয়া কোড গুলো এইবার এডিট করার পালা।আপনাকে কি কি এডিট করতে হবে,তা জানতে এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়ুন।
আমার দেওয়া কোড গুলো থেকে আপনি প্রথমে Your Pub Number Is Here লেখাটি খুঁজে বের করুন।এবং এখানে আপনার অ্যাডসেন্স পাবলিশার নাম্বার টা বসিয়ে দিন।খেয়াল করুন Your Pub Number Is Here লেখাটি দুই বার আছে দুই জায়গাতেই আপনার অ্যাডসেন্স পাবলিশার নাম্বার দিয়ে দিন।
এখন আপনি যে কাজটা করবেন,আমার দেওয়া জাভা কোড থেকে your Add widt Size Is Here লেখাটি খুঁজে বের করুন,এবং এখানে আপনার অ্যাড এর সাইজ দিয়ে দিন যেমনঃ- 728,300,600 আপনার যে সাইজ লাগবে সেই সাইজ টা দিয়ে দিবেন।এখন আমার দেওয়া জাভা কোড থেকে your Add Height Size Is Here লেখাটি খুঁজে বের করুন এবং এখানে আপনার অ্যাড এর Width দিয়ে দিন,যেমনঃ- 90,250,160 আপনার যে সাইজ Width লাগবে আপনি তাই দিয়ে দিন।
এখন আপনি আমার দেওয়া জাভা কোড হতে your Hosted adsense publishing URL Is here লেখাটি খুঁজে বের করুন,এবং এখানে আপনার ব্লগার ব্লগ এর লিংক দিয়ে দিন।
কোথায় কোথায় এই কোড গুলো আছে তা নিচের ছবি হতে দেখে নিন।
<script type=”text/javascript”> google_ad_client = “123456789“; google_ad_host = “123456789“; google_ad_width =300; google_ad_height =250; google_ad_type = “text_image”; google_color_border = “FFFFFF”; google_color_bg = “ffffff”; google_color_link = “0000ff”; google_color_text = “000000″; google_color_url = “008000″; google_page_url = “http://www.itsolutaion.blogspot.com“//–> </script><script type=”text/javascript” src=”http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js”></script>
আশাকরি আপনি যতটুকু বুঝতে পেরেছিলেন না আমার দেওয়া উধাহরন দেখে আপনি ক্লিয়ার হয়েছেন।এখন আপনার টপ লেভেল ডোমেইনে যদি অনেক ভিজিটর থাকে তা হলে আপনি এইভাবে অ্যাড দিয়ে ভাল ইনকাম করতে পারবেন।কম ভিজিটর থাকলে অ্যাড দিয়ে কোন লাভ হবে না।আর আপনি এই কোড দিয়ে আপনার বাংলা সাইট থাকলে তাতে অ্যাড দিতে পারবেন।
বাংলা সাইটে অ্যাড দিতে পারবেন কি না তার বড় উধাহরন হল টেকটকবিডি ডট কম।বাংলা সাইটে অ্যাড দিলে কি অ্যাডসেন্স ব্যান হবে?উত্তর না।
ভাল লাগলে বা কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আমার ব্লগে আপনাকে লেখার আমন্ত্রন জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।ভাল থাকবেন।আল্লাহ্ হাফেয।
পোস্টটি আপনার কাজে লাগলে আপনার বন্ধু বা আপনার ফেসবুকে শেয়ার করবেন পিলিজ।
প্রিতিদিনের আপডেট পেতে যুক্ত হন আমাদের ফেসবুক ফ্যান পেজে।
লেঝাতি পূর্বে আমার ব্লগে প্রকাশিত
এই রকম আরও কিছু পেতে ঘুরে আসুন টেকটকবিডি.কম থেকে।
আমি Md Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এভাবে এড দিলে অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে