Hosted অ্যাডসেন্স আপগ্রেড করতে পারছেন না।তাই বলে কি টপ লেভেল ডোমেইনে অ্যাড দেওয়া বন্ধ থাকবে?কখনই না !!!!!

আসসালামুয়াল্যকুম।কেমন আছেন?আশা করি ভাল আছেন।আমি ভাল আছি আপনাদের দোয়াতে।আজ আপনাদের সাথে আমি গুগল অ্যাডসেন্স এর ব্যাপারে একটা গোপন  ট্রিকস শেয়ার করব।আশা করি ট্রিকস টা আপনাদের অনেক কাজে আসবে,আমরা বিশেষ করে যাদের Hosted গুগল অ্যাডসেন্স আপগ্রেড করতে পারছি না।মাননীয় গুগল মামা এক এক বার একেকটা কারন দেখাচ্ছে।

http://www.techtalkbd.com/wp-content/uploads/2014/03/ttbd-adsense-300x125.png

আমি আপনাদের ছোট একটা জাভা কোড দিব যেইটার মাধ্যমে আপনি আপনার Hosted অ্যাডসেন্স এর অ্যাড টপ লেভেল ডোমেইনে ব্যবহার করতে পারবেন !!!! কি মজার ব্যাপার তাই না?

এই কাজ করতে আপনার কি কি লাগবে?

আপনার অবশ্যই ১ টা Hosted গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে।

আপনার ১ টি ওয়েবসাইট থাকতে হবে ব্লগার ব্লগে।

আপনার ১ টি টপ লেভেল ডোমেইন থাকতে হবে,যেমনঃ- .com .net .org .biz সহ এরকম আরও অনেক আছে।

তো আসুন আসল কাজ টা শুরু করা যাক।প্রথমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগিন করুন।এবং আপনার অ্যাডসেন্স পাবলিশার নাম্বারটি খুঁজে বের করুন।পাবলিশার নাম্বার দেখতে এই রকম Ca-Pub-12345467890.

পাবলিশার নাম্বার খুঁজে বের করে কপি করে ১ টা টেক্সট ফাইলে সেভ করুন।

এখন আপনার যে ব্লগার ব্লগে Hosted অ্যাডসেন্স দিয়ে অ্যাডসেন্স দিয়ে রেখেছেন সেই সাইট বা ব্লগ এর লিংক কপি করে টেক্সট ফাইলে সেভ করুন।এখন আপনি নিচের কোড গুলো কপি করে আপনার আগের টেক্সট ফাইলে সেভ করুন।

জাভা কোডঃ-

<script type=”text/javascript”> google_ad_client = “Your Pub Number Is Here”; google_ad_host = “Your Pub Number Is Here”; google_ad_width =your Add widt Size Is Here; google_ad_height =your Add height Size Is Here; google_ad_type = “text_image”; google_color_border = “FFFFFF”; google_color_bg = “ffffff”; google_color_link = “0000ff”; google_color_text = “000000″; google_color_url = “008000″; google_page_url = “your Hosted adsense publishing URL Is here”//–> </script><script type=”text/javascript” src=”http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js”></script>

আশা করি আপনি করতে পেরেছেন।যদি না পারেন তাহলে পুর পক্রিয়াটা আবার দেখে নেওয়া যাক।

আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগিন করবেন এবং অ্যাডসেন্স এর পাবলিশার নাম্বার টা কপি করে টেক্সট ফাইলে সেভ করবেন।এর পর আপনি যে ব্লগার ব্লগে আপনার অ্যাডসেন্স বরতমানে দিয়ে রেখেছেন সেই সাইট বা ব্লগের অ্যাড্রেস টা কপি করে আপনার টেক্সট ফাইলে সেভ করবেন।এবং আমার দেওয়া কোডটি কপি করে টেক্সট ফাইলে সেভ করবেন।আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।

আমার দেওয়া কোড গুলো এইবার এডিট করার পালা।আপনাকে কি কি এডিট করতে হবে,তা জানতে এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়ুন।

আমার দেওয়া কোড গুলো থেকে আপনি প্রথমে Your Pub Number Is Here লেখাটি খুঁজে বের করুন।এবং এখানে আপনার অ্যাডসেন্স পাবলিশার নাম্বার টা বসিয়ে দিন।খেয়াল করুন Your Pub Number Is Here লেখাটি দুই বার আছে দুই জায়গাতেই আপনার অ্যাডসেন্স পাবলিশার নাম্বার দিয়ে দিন।

এখন আপনি যে কাজটা করবেন,আমার দেওয়া জাভা কোড থেকে  your Add widt Size Is Here লেখাটি খুঁজে বের করুন,এবং এখানে আপনার অ্যাড এর সাইজ দিয়ে দিন যেমনঃ- 728,300,600 আপনার যে সাইজ লাগবে সেই সাইজ টা দিয়ে দিবেন।এখন আমার দেওয়া জাভা কোড থেকে your Add Height Size Is Here লেখাটি খুঁজে বের করুন এবং এখানে আপনার অ্যাড এর Width দিয়ে দিন,যেমনঃ- 90,250,160 আপনার যে সাইজ Width লাগবে আপনি তাই দিয়ে দিন।

এখন আপনি আমার দেওয়া জাভা কোড হতে your Hosted adsense publishing URL Is here লেখাটি খুঁজে বের করুন,এবং এখানে আপনার ব্লগার ব্লগ এর লিংক দিয়ে দিন।

কোথায় কোথায় এই কোড গুলো আছে তা নিচের ছবি হতে দেখে নিন।

আসুন একটা উধারন অ্যাড দেওয়া যাকঃ-

<script type=”text/javascript”> google_ad_client = “123456789“; google_ad_host = “123456789“; google_ad_width =300; google_ad_height =250; google_ad_type = “text_image”; google_color_border = “FFFFFF”; google_color_bg = “ffffff”; google_color_link = “0000ff”; google_color_text = “000000″; google_color_url = “008000″; google_page_url = “http://www.itsolutaion.blogspot.com“//–> </script><script type=”text/javascript” src=”http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js”></script>

আশাকরি আপনি যতটুকু বুঝতে পেরেছিলেন না আমার দেওয়া উধাহরন দেখে আপনি ক্লিয়ার হয়েছেন।এখন আপনার টপ লেভেল ডোমেইনে যদি অনেক ভিজিটর থাকে তা হলে আপনি এইভাবে অ্যাড দিয়ে ভাল ইনকাম করতে পারবেন।কম ভিজিটর থাকলে অ্যাড দিয়ে কোন লাভ হবে না।আর আপনি এই কোড দিয়ে আপনার বাংলা সাইট থাকলে তাতে অ্যাড দিতে পারবেন।

বাংলা সাইটে অ্যাড দিতে পারবেন কি না তার বড় উধাহরন হল টেকটকবিডি ডট কম।বাংলা সাইটে অ্যাড দিলে কি অ্যাডসেন্স ব্যান হবে?উত্তর না।

ভাল লাগলে বা কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আমার ব্লগে আপনাকে লেখার আমন্ত্রন জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।ভাল থাকবেন।আল্লাহ্‌ হাফেয।

পোস্টটি আপনার কাজে লাগলে আপনার বন্ধু বা আপনার ফেসবুকে শেয়ার করবেন পিলিজ।

প্রিতিদিনের আপডেট পেতে যুক্ত হন আমাদের ফেসবুক ফ্যান পেজে

লেঝাতি পূর্বে আমার ব্লগে প্রকাশিত

এই রকম আরও কিছু পেতে ঘুরে আসুন টেকটকবিডি.কম থেকে।

Level 0

আমি Md Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে এড দিলে অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে

হে হে! হয় না ব্রাদার 😀

amar youtube hosted account ache kintu blogspot blog e kono add show kore na keno?

    @onlinesaumen: আপনি আপনার blogspot সাইট থেকে গুগল এ এপ্লাই করছেন ? আপনার সাইটের ইউ আর এল টা দেন, তাহলে দেখে বলতে পারব, যে সমস্যা কোথায়।

naa vaii kaaj hoy naa onek ashaa korecilam but holo naa. aaj onek din por adsense login kore dekhi amar blogspot e add dekhache ete kono laav naii amar .net domain e add show korle kaaj hoto.

আমার জানা মতে গুগল মামা খুব চালাক, তাই আপনারা যদি কেউ অ্যাকাউন্ট ব্যান খেতে না চান, তাহলে তারা এই পোস্ট থেকে ১০০ হাত দূরে থাকেন। আমি মনে করি দূরে থাকাটাই মঙ্গল।

@onlinesaumen আপনি আমাকে ফেসবুকে অ্যাড করুন fb.com/mehedi.nirob

@রাহাতুল ইসলাম ভাই সব চালাকিরে কাঁচ কলা দেখিয়ে ১ ইয়ার হল চালাচ্ছি এইভাবে সো……………………..বুঝতেই পারছেন

আর যারা পারছেন না তারা এই কোডটুকু ভাল করে দেখুন
google_ad_client = “এখাএ আপনার পাবলিশার ণাম্বার দিন“; google_ad_host = “এখাএ আপনার পাবলিশার ণাম্বার দিন“; google_ad_width =300; google_ad_height =250; google_ad_type = “text_image”; google_color_border = “FFFFFF”; google_color_bg = “ffffff”; google_color_link = “0000ff”; google_color_text = “000000″; google_color_url = “008000″; google_page_url = “যে ব্লগার ব্লগে বর্তমানে অ্যাড দেওয়া আছে সেই ব্লগের অ্যাড্রেস এখানে দিন“//–>

    @গার্মেন্টস শ্রমিক: vaii ei script tai blogg e kichui dekhai na mane widget tai show kore na.

এবং ভাল মত এডিট করে কোডটি কপি করে আপনার সাইটে দিয়ে দিন । হয়ে যাবে

Level 0

কাজ হয় না।

আমার Hosted Adsence আছে। আমি আমার Adsence এড কোড আমার সাইটের Widget এ রেখেছি। কিন্তু সেখানে এড শো করছে না, শুধু হলুদ হয়ে আছে। আশা করি আমার সাইটটা একটু দেখে সমাধানটা বলবেন। http://www.howtobedj.net

ভাই এ্যাডসেন্স তো পাইছি। কিন্তু আয় তো হয় না। 100% ইউনিক কন্টেট http://topaffiliateforum.com

চেষ্টা করে দেখি……….

Level 0

ভাই আমি এ script দিয়ে আমার blog এ্যাড দিয়েছি সেটা কাজ ও করছে এখন একটু বলবেন কেউ যে এই ভাবে ad use করলে banned hoye jowar সম্ভবনা আছে নাকি. http://www.onteckbd.blogspot.com