গুগল অ্যাডসেন্স বাঙ্গালীদের জন্য একটা সোনার হরিণ কিন্তু একটু ভাল ভাবে চেষ্টা করলে এই সোনার হরিণটা ধরাও তেমন কঠিন বিষয় নয়। কিছু ওয়েব ২.০ সাইট আছে যাদের মাধ্যমে সহজেই এই সোনার হরিণটাকে ধরা যেতে পারে। তাদের মধ্যে Hubpages, webly, Squidoo, Docstoc, Xomba, Webanswers, Youtube এগুলো বেশি উল্লেখযোগ্য । আজকে আমরা জানবো কিভাবে একটি ওয়েব ২.০ সাইটের মাধ্যমে প্রশ্নোত্তরের মাধ্যমে গুগল অ্যাডসেন্স পাওয়া যায় । সাইটের নাম webanswers.com । এটা মুলতঃ একটি রেভেনিউ শেয়ারিং সাইট ।
১) প্রথমে এই WebAnswers সাইটে একটি একাউন্ট (রেজিস্ট্রেশন) করতে হবে । একাউন্ট করার সময় অবশ্যই আপনার দেশ হিসেবে USA/UK/Canada নির্বাচন করুন। (Note: You have to use USA/UK Proxy internet connection during registration and fill up all information again in those fields)
২) উক্ত সাইটে একাউন্ট করার পরে আপনি নিয়মিত লগইন করে ওখানে থাকা বিভিন্ন বিষয়ের উপর উত্তর প্রদান করতে থাকুন।
৩) এভাবে আপনাকে প্রথমে ৫০টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে । ৫০ টি প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেলে আপনি webanswers.com থেকে একটি রিকুয়েস্ট ইমেইল পাবেন যেখানে আপনাকে বলা হবে গুগল অ্যাডসেন্সে নতুন একটি একাউন্ট খুলতে । ঐ ইমেইলে তারা একটি লিঙ্ক (http://www.webanswers.com/account-activity.cfm) দিবে যেখানে ক্লিক করে তারপরে একাউন্ট খুলতে হবে (যাতে রেফারেন্স হিসেবে webanswers.com এর নাম থাকে এবং গুগল প্রাধান্য দেয় ।)
৪) এভাবে আপনি গুগল অ্যাডসেন্স এর সম্পূর্ণ ফর্ম ফিলাপ করে তারপরে এপ্লাই করেন , আশা করি, এভাবে ২-৬ ঘন্টার মধ্যে আপনি Approved Adsense একাউন্ট পেয়ে যাবেন । আর হ্যাঁ, এখানে (গুগল অ্যাডসেন্স এর ফরম পুরনের সময়) আপনি অবশ্যই আপনার নিজের দেশের নাম লিখবেন ।
আশা করি, এই টিপস টি আপনাদের খুবই উপকারে আসবে ।
তথ্যসুত্রঃ all in internet
ফেসবুকে আমিঃ ইন্টারনেট
আমি মুহাম্মাদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম "ইউসুফ"। আমি একজন নতুন ব্লগার । তেমন ভাল কিছু লেখার অভিজ্ঞতা কম কিন্তু চেস্টা করছি । সুযোগ পেলে আমার ব্লগটিতে http://infozone24.com একটু ঢু মেরে আসবেন, প্লীজ।