গুগল অ্যাডসেন্স পাওয়ার হিডেন টিপস

অনেকেকেই বিভিন্ন গ্রুপে প্রশ্ন করতে শুনী যে তারা নাকি অনেক বার চেষ্টা করেও আডসেন্স পাচ্ছেন না দুঃখের হলেও সত্য যে বর্তমানে আগের মত সহজে আডসেন্স একাউন্ট পাওয়া যাচ্ছেনা।আডসেন্স একাউন্ট এপ্রভ করানোটা আসলেই অনেক কষ্টের তবে আপনাদের আজকে এমন কিছু টিপস দেব যা মেনে চললে আপনি সহজেই আডসেন্স একাউন্ট পেতে পারেন ।প্রথমেই বলে রাখছি এই পোস্টটি একান্তই আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে এটি বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত নয় তবে কাজ হবে আশা করছি ।

আসুন তাহলে শুরু করি !!!

ব্লগের ডিজাইন এবং ন্যাভিগেশন :

অ্যাডসেন্স পাওয়ার ক্ষেত্রে ব্লগের ডিজাইন এবং ন্যাভিগেশন বড় একটা ফ্যাক্ট গুগল অ্যাডসেন্সের কাজই হল তাদের ব্যবসা করা তাই যে সাইটে তাদের ব্যবসা হবেনা বলে মনে করে তারা সেই সাইটে অ্যাডসেন্স একাউন্ট দেয়না।আর একাউন্ট পেতে হলে আপনাকে অবশ্যই আপনার সাইটকে একটি প্রফেশনাল লুক দিতে হবে যাতে ভিজিটররা প্রথম দেখাতেই আপনার ব্লগের প্রেমে পড়ে যায় ।অনেকেকেই দেখা যায় তাদের ব্লগের ব্যাকগ্রান্ড কাল করে রাখে যা ভিজিটররা প্রথম দেখাতেই বিরক্ত বোধ করে তাই যথাসম্ভব চেষ্টা করবেন সাদা ব্যাকগ্রান্ডের থিম ব্যবহার করতে।আর সাইটের স্টাকচার এবং ন্যাভিগেশনের প্রতি সবাই নজর দিবেন সাথে ইন্টারনাল লিঙ্কিংয়ের প্রতিও।তাছারা সার্চ ইঞ্জিন ক্রাওলার , আডসেন্স ক্রাওলার, আপনার ব্লগ কন্টেন্ট থেকে ইনফরমেশন নিয়ে ওই কন্টেন্ট রিলেভেন্ট অ্যাডস শো করে ।আর আপনার সাইটের ইন্টারনাল লিঙ্কিং অনেক বেশি কাজের।যদি আপনার ভালো ইন্টারনাল লিঙ্কিং এবং সাইট ন্যাভিগেশন স্টাকচার না থাকে তাহলে সার্চ ইঞ্জিন ক্রাওলার এবং আডসেন্স ক্রাওলার আপনার সাইট থেকে সঠিক ইনফরমেশন নিতে পারেনা বিধায় আপনার সাইটে ই-রিলেভেন্ট অ্যাডস দেখায় । আর ই-রিলেভেন্ট অ্যাডস মানে কি বুঝতেই পারছেন ?তাহলে খুব বেশি নজর দিন আপনার সাইটের উপর.

সঠিক ভাবে ব্লগের টপিক সিলেক্ত করা :

মনে করেন আপনি আপনার সাইটের টপিক সিলেক্ত করলেন হেলথ নিয়ে এবং পোস্ট কলেন স্পোর্টস নিয়ে তাহলে কি হবে ?অবশ্যই না। আপনি যে টপিক সিলেক্ত করবেন ঠিক সেই টপিক রিলেভেন্ট পোস্ট করবেন ।আর চেষ্টা করবেন ব্রড টপিক নিয়ে না করে নিশ টপিক নিয়ে কাজ করার জন্য।

অর্গানিক ট্র্যাফিকস :

যদি আপনার সাইটে গুগল থেকে ভালো পরিমাণ ভিজিটর না পান তাহলে আপনার অ্যাডসেন্স পেতে অনেক কষ্ট করতে হবে ।গুগল সব সময় অর্গানিক ট্র্যাফিকস পছন্দ করে তাই চেষ্টা করুন ব্লগের এস.ই.ও করে সাইটে অর্গানিক ভিজিটর আনার ।তাহলেই আপনি সহজেই অ্যাডসেন্স পাবেন ।

কন্টেন্ট কোয়ালিটি এবং কোয়ান্টিটিটি :

আগে এক সময় ছিল যখন ১০০% কপি-পেস্ট করেও অ্যাডসেন্স একাউন্ট পেয়ে যেত।তবে সত্যি কথা বলতে কি আমি যখন অ্যাডসেন্স একাউন্ট পাই তখন আমার সাইটে অনেক গুলা পোস্টটি কপি করা ছিল এবং আমার অনেক পরিচিত আছে যারা ১০০% কপি করে অ্যাডসেন্স একাউন্ট সহ মাসে মাসে ১০০$ + টাকা ইঙ্কাম করেছেন। কিন্তূ তারও কিছুদিন পর সরাসরি কপির দিন শেষ হলেও একটু চুরি করে কপি করে চালিয়ে নেওয়া যেত কিন্তূ গুগলের সম্প্রতিক পান্ডা এন্ড পেঙ্গুইন আপডেডের ফলে কি অবস্থা সেটা জানেন ?অতীতের কথা ভুলে যান বর্তমান নিয়ে ভাবুন।  বর্তমানে অ্যাডসেন্স পেতে হলে আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি ইউনিক কন্টেন্ট পোস্ট করতে হবে ।শুধু কি অ্যাডসেন্স একাউন্ট পেলেই কি আপনার কাজ শেষ ? মনে রাখবেন , স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন ।

অ্যাডসেন্সে আপ্লাই করার আগে আপনাকে অবশ্যই ১৫-২০ টি হাই কোয়ালিটি ইউনিক কন্টেন্ট পোস্ট করে তারপর আপ্পাই করতে হবে। আর প্রতিটি পোস্ট অবশ্যই ৫০০-৬০০ ক্যারেক্টারের হতে হবে আর ১০০% ইউনিক হতে হবে ।

আর পোস্টিং প্রতিদিন এক নিয়মে করবেন অর্থাৎ প্রতিদিন যদি আপনি একটি করে পোস্ট করেন তাহলে একটি দুই বা তথাধিক করলে দুই বা তথাধিক ।এবং আমি ব্যাক্তিগত ভাবে যেটা মনে করি অ্যাডসেন্স একাউ পাওয়ার ক্ষেত্রে কন্টেন্ট সব চেয়ে বেশি কাজ দেয়।

ব্লগের বয়স :

আমারা সবাই জানি যে অ্যাডসেন্স সাইটের বয়সের দিকে তেমন নজর দেয়না।

 আগে আমরা অনেকেই ২৪ ঘণ্টা, ১দিন , ২ দিন , ৩ দিন , ১ সপ্তাহে অ্যাডসেন্স একাউন্ট পেতাম যদি ব্লগ আজকে ক্রিয়েট করে ২- ৩টি পোস্ট করেও ।

 তবে রিসেন্টলি কেউ কি পেয়েছেন এমন ?

 আমার পরিচিতদের মাঝে কাউকেই আমি দেখনি ।

 হুম , আপনি অবশ্যই পাবেন ২৪ ঘণ্টানা তারও আগে তবে আপনার সাইটের বয়স ৩মাস হতে হবে ।

 আর আগেও পেতে পারেন তবে আপনার সাইটের বয়স প্রায় ৩ মাস হলে তারপরে অ্যাডসেন্সের জন্য আপ্ললাই করা ব্যাটার ।

অতিগুরুত্বপূর্ণ :

অনেক ক্ষেত্রে দেখা যায় গুগল অ্যাডসেন্স আপনার ব্লগের প্রাইভেসি এবং পলেসি পেইজ না থাকলে একাউন্ট এপ্রভ করেনা ।

 যাদের ব্লগের প্রাইভেসি এবং পলিসি পেইজটি নেই তারা এখনি রেডি করে ফেলেন।

 

পোস্টটি ভাল লাগলে আমার ব্লগে ভিজিট

 

Level 0

আমি নাসির কামাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Since 2009, MD NASIRUDDIN has been writing blog tutorial, Tips & Resource for Freelancers, Bloggers & Designers. After completing Hon’s and Master’s from Dhaka University, MD NASIRUDDIN is joined to Bangladesh Civil Service and whenever he gets time, he passionately contributing in blogging. Freelancewatch.net is a Bangladeshi based leading blog...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার অ্যডসেন্সের হোস্টেড একাউন্ট পরে আছে. . . আপাতত কাজে লাগতেছেনা. .

কেউ আমার একটা এ্যাডসেন্স একাইন্ট খুইলা দেন ভাই। দুডা ট্যাকা কামাই

    @Al Shahriat Karim: কি ভাবে টাকা কামাই বেন । সাইটের ভিজিটর থাকলে এমনি পারবেন।