প্রায় গত এক বছর ধরে টেকটিউনস নিয়মিত পরিদর্শন করি।টেকটিউনস থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিজেকে অবহিত করি।আর এভাবেই একদিন চোখ যায় অ্যাডসেন্স ক্যাটেগরির পোস্ট গুলর দিকে।ঐ ক্যাটেগরির পোস্টগুলো পড়তে শুরু করি।অনেক ভাল লাগত পড়তে আর অ্যাডসেন্স সম্পর্কে জানতে।
যদি তারপর একদিন চেষ্টা করে youtube দিয়ে অ্যাডসেন্স এর account approve করাই।এর আগে আমার দুটো ব্লগ খোলা ছিল ব্লগার থেকে।দুটি ব্লগে পোস্ট আছে দুইটি ,তাও আবার কপি পেস্ট করা।আসলে চেষ্টা করেছিলাম কিভাবে পোস্ট করতে হয়।তাই কিছু টেক্সট কপি করে পোস্ট করা শিখেছিলাম।গত ৭ তারিখ এ অনেক দিন পর ব্লগ দুটিতে ঢুকলাম ,হঠাৎ মনে হল একবার আদসেন্সের জন্য আবেদন করে দেখি কি হয়।আবেদন করার ১৫-২০ মিনিট পর দেখি আমার ব্লগটিতে অ্যাড প্রকাশিত হয়েছে। দেখে মনে হল গুগল অ্যাডসেন্সের অ্যাড পাওয়া এত সহজ!!
যদিও আমি অ্যাডসেন্সের প্রতি আগ্রহী নই।এসব করেছিলাম শুধু পরীক্ষা করে দেখার জন্য।আমি মূলত প্রগ্রামিং এর প্রতি আগ্রহী।ওয়ার্ডপ্রেস এবং পিএইচপি কিছুটা শিখেছি,মাঝে মাঝে জাভা শেখার চেষ্টা করি।
যাই হোক ভেবেছি এখন থেকে নিয়মিত পোস্ট করব।বিশেষজ্ঞ ভাইদের দিকনির্দেশনা আশা করব।কিভাবে আমি ব্লগ এ পরিদর্শক বাড়াতে পারি।account কিভাবে টিকিয়ে রাখতে পারি ইত্যাদি বিষয়ে।
আর বিশ্বাস না হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
আমি rahmanole। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনার মোবাইল নাম্বার আথবা email id দেওয়া যাবে কি আমার email id ( ahamedsafi0072gmail.com)