আমি টেকটিউন্স-এ একদম নতুন এবং এটাই আমার প্রথম পোস্ট। তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল কিছু লিখে ফেলি, তবে যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়।
আমি Adsense নিয়ে নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করব। ২০১১ সালে প্রথম blogspot-এ একটা ব্লগ খুলি। টানা ২ মাস খেটেখুটে ব্লগটা দাড়া করিয়ে Adsense এর জন্য অ্যাপ্লাই করি এবং প্রথম সুযোগেই একাউন্ট এপ্রুভড হয়। নতুন হিসেবে প্রথম যে ভুলটা করি, তা হল কয়েকজন বন্ধুকে বলি আমার অ্যাডগুলোতে নিয়মিত ক্লিক করতে। ফলস্বরূপ, মাত্র ৪ দিনে একাউন্ট ব্যালেন্স হয়ে দাড়ায় ৫০ ডলার এবং ৫ম দিন গুগল মামা একাউন্ট ব্লক করে দেয়।
এরপর বহুদিন আর ব্লগটি আপডেট করিনি। ২০১২ সালের মাঝামাঝি সময়ে, অন্য একটা গুগল একাউন্ট থেকে আবার অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু গুগল মামা এইবার “গুগল অ্যাডসেন্স পলিসি-র অনুসারে ব্লগটি উপযোগী নয়” এই দোহাই দিয়ে একাউন্ট অ্যাপ্রুভ করল না। আমি আবার নাই হয়ে গেলাম।
বহুদিন পর টেকটিউন্সে “মাত্র ২ ঘন্টায় অ্যাডসেন্স একাউন্ট অ্যাপ্রুভ” করা নিয়ে একটা পোস্ট দেখে, ইউটিউব থেকে অ্যাডসেন্স একাউন্ট অ্যাপ্রুভ করিয়ে নিলাম (তৃতীয় আরেকটি গুগল একাউন্ট দিয়ে)। এবার রয়ে সয়ে তিন হপ্তায় ব্যালেন্স গিয়ে দাড়াল ২৫ ডলারে। কিন্তু ধরা খেলাম টেকটিউন্সের আরেক টেকি ভাইয়ের টিপস অনুসরন করতে গিয়ে। ফেসবুক লাইক বাড়াতে গিয়ে, একাউন্ট করলাম linkcollider.com এ এবং ফেসবুক লাইকের পাশাপাশি ট্রাফিক এক্সচেঞ্জ অপশন চালু করায় গুগল মামা আবারও ব্লক মেরে দিল।
গল্প শেষ, এবার কাজের কথায় আসি। বাংলাদেশে বহু কুতুব আছেন যারা গুগল অ্যাডসেন্স থেকে মাসে হাজার হাজার টাকা কামাচ্ছেন। কিন্তু, কাউকে শেখাতে তাদের খুবই অনীহা। ব্যাপারটা অনেকটা এমন যে, কাউকে শেখালে বোধহয় তার ভাগের পয়সা গুগল কমিয়ে দেবে। এইটা কোন সিস্টেম হইল?! আরে ভাই, আপনার শেখান বিদ্যায় কেউ যদি দুটো পয়সা কামায় তাতে আপনার কোন ক্ষতি তো হচ্ছে না। বরং আমার মত বহু কাঁচা লোকও বিভিন্ন কনফিউশন থেকে বেঁচে যাচ্ছে। আপনারা তো জানেন, সৎ উপায়ে গুগল অ্যাডসেন্স থেকে টাকা কামাতে গেলে ১ম ১০০ ডলার জমতেই ১০০ বছর লেগে যাবে, তা আপনি যত SEO-ই
করেন না কেন। কারন আজকালকার জমানার পাবলিক খুবই কিপটা। আপনার ব্লগ পড়ে হয়ত হাততালি দিবে কিন্তু অ্যাডে ক্লিক করবে না। এ পরিস্থিতি তে যারা গুগল অ্যাডসেন্স থেকে মাসে হাজার হাজার টাকা কামাচ্ছেন, তারা অবশ্যই কোন একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করছেন। এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন, কোন হাতেম তাঈ টাইপ টিউনার কি নাই যে লাক্সের থুক্কু গুগল অ্যাডসেন্স-এর এই গোপন রহস্যটা প্রকাশ করবে?
আমি শামীম আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অন্তর্মুখী মানুষ। কম কথা বলার প্রবণতা থেকে তৈরি হয়েছে লিখে নিজেকে প্রকাশ করার অভ্যাস। নিজের ব্লগ দ্য হিডেন ট্যাবলেট এ মাঝে মাঝে লিখি। আপনাদেরও ভাল কিছু দেয়ার চেষ্টা থাকবে সবসময়।
আপনার টিউন এর জন্য ধন্যবাদ। টাকা ইনকাম করতে হলে কিছু কষ্ট তো করতে ই হবে আর এত তারাতারি অস্থির হচ্ছেন কেন আমি Adsense এ Account করেছি আজ থেকে আর ৬ বসর আগে তখন Internet থেকে টাকা আয় করা যায় তাই কাউ বিশ্বাস করত না অনেক কথা ও সুনেছি আমি আমার বন্ধুদের কাছ থেকে আমার প্রথম চেক পেতে সময় লেগেছে ১ বসর।
তবে কম সময় এ ও অনেক আয় করা যায় কিছু বুদ্ধি খরজ করতে হয়
ধন্যবাদ আপনাকে আবার ও