অ্যাডসেন্স নিয়ে খুব গুরুত্ব পূর্ণ কিছু কথা , মিস করলেই ক্ষতি ।

আচ্ছালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন
আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি
এটা আমার টেকটিউনস এ তৃতীয় টিউন
আজকে খুব গুরুত্ব পূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করবো
আর সেটা হল অ্যাডসেন্স
তাহলে চলুন শুরু করা যাক
প্রথমে বলে রাখি আমার কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন
টেকটিউনস এ আসে কিন্তু অ্যাডসেন্স সম্পর্কে যানে না
আমার মনে হয় এমন লোক খুজে পাওয়া যাবে না
আমার টিউন এর আসল অর্থ হল
আমারা অনেক এ আছি যারা গুগল এর অ্যাডসেন্স ব্যবহার করি
কিন্তু আমাদের দেশ এর মানুষ এখনো গুগল অ্যাডসেন্স এর কাছে অথিতি
কেন এখনো অথিতি এই প্রশ্নের উত্তর এখনো খুজে পাইনি
তবে আমি কিছু সমস্যা অনুভব করছি
সেটা হল আমাদের বিতর এমন কিছু মানুষ আছে
যারা নিজের এড এ নিজেই ক্লিক করে
সুদু তাইনা তাদের আইপি হাক করেও এড এ ক্লিক করে
আর কিছু মানুষ আছে যারা সাইভার ক্যাফে গিয়ে এড এ ক্লিক করে
আরও অনেক নমুনা আছে আমি গুরুত্ব পূর্ণ কয়টা বললাম
আমাদের এরকম চিন্তা ভাবনা থাকলে কিভাবে অথিতি থেকে মালিক হব ???
পারলে আমার এই প্রশ্নের উত্তর দিবেন ।
আমারা যারা অ্যাডসেন্স ব্যবহার করি তাদের বিতর অনেকেই প্রতিদিন
নিজের দরকারে অনেক সাইট এ প্রবেশ করি
এমন কেউ কি আছেন যে বলতে পারবেন তার এড এ ক্লিক করছেন ???
অথছ তার সাইট থেকে ইনফরমেশন ঠিক ই নিলেন কিন্তু এড এ ক্লিক দেননি ।
আসলে আমাদের মন মানুষিকতার খুব কমতি আছে
আমার কথায় হয়তোবা অনেকে রাগ করতে পারেন
আমি তাদের উদ্দেশ এ বলবো প্লিজ আগে আমার কথাটা বুজার চেষ্টা করুন
তারপর না হয় রাগ করবেন
যেই সাইট থেকে আমরা ইনফরমেশন নিলাম
সেই সাইট এ অ্যাডসেন্স এর এড থাকা সত্তেও ক্লিক করলাম না
আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দেন
আপনি যদি এড এ ক্লিক করেন তাহলে আপনার কি খুব ক্ষতি হয়ে যাবে ???
আমার যানা মতে কোন ক্ষতি হবে না
তাহলে কেন দিবেন না ???
আপনার একটি ক্লিক এর জন্য তার যদি বিন্দু পরিমাণ লাভ ও হয়
তাহলে তো আপনি নিজেকে দন্ন মনে করার কথা
আমাকে ভুল বুজবেন না প্লিজ
আমার কথায় অনেকে রাগ হতে পারেন
কিন্তু আমি বলবো রাগ না হয়ে আমাদের মন মানুষিকতা একটু পরিবর্তন করুন
আমি আপনাদের কাছে অনুরদ করছি
সঠিক পথ বেছে নিন আর সঠিক ভাবে ইনকাম করুন
বার বার বলছি আমাকে ভুল বুজবেন না প্লিজ
ভাল থাকবেন
আল্লাহ্‌ হাফেজ ।

Level 0

আমি আবদুল হান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সব সময় চেষ্টা করি ভাল কিছু শিখার এবং সেটা সবার মাজে ছরিয়ে দেয়ার , আমি মরার আগ পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে , আমার জন্য সবাই দোয়া করবেন প্লীজ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai ami pc ar folder ar picture change korte cai.plz vai amake ate change korar softwor ta dele amar khub uppokar hobe.plz

    @সজীব মন্ডল: আপনার প্রশ্ন বুজলাম না , ভাল করে বুজিয়ে বলুন , পারলে উত্তর দিতে চেষ্টা করবো ।
    কমেন্ট করার জন্য দন্নবাদ ।

    Level 0

    @সজীব মন্ডল: kono software lagbe na, j folder er icon change korte chan setar upor right click kore Properties>Customize(from tab)>Change icon(below)

@Alone boy: কমেন্ট এর জন্য দন্নবাদ , আপনার কাছে দেখি অনেক অ্যাডসেন্স আছে , ভাল চালিয়ে যান ।

Level New

Mr হৃদয় খান: আগে আপনাকে জানতে হবে এডসেন্স এডে ক্লিকের জন্য গুগল আপনাকে কিভাবে টাকা দেয়। একজন ব্যক্তি যখন কোনো সাইটে এসে সে সাইটটা পড়ে এডে ক্লিক করে বিজ্ঞাপনদাতার সাইটে গিয়ে সেই সাইট কিভাবে ব্রাউজ করে কি তথ্য নিয়ে সাইটটি বন্ধ করে দিচ্ছে পুরো আচরণটা যদি গুগলের কাছে এথেন্টিক মনে হয় তখনই পাবলিশার টাকা পাবে। সুতরাং একটা সাইট থেকে যখন সন্দেহজনক ক্লিক এর পরিমাণ বেড়ে যাবে সেটা একাউন্ট ব্যানের জন্য অত্যন্ত সহায়ক। মোদ্দা কথা বুঝে নিন – আপনি আমার কম্পিউটার টিপসের সাইটে এসে বাংলালিংকের এডে ক্লি করে বাংলা লিংকের সাইটে গিয়ে পড়ে সেটা বন্ধ করে দিলেন – এখানে আপনার আসলেই বাংলালিংকের সাইটটা দরকার ছিল কিনা নাকি আপনি নিতান্তই ক্লিকের জন্য ক্লিক করেছেন এইটা বোঝার মতো এলগরিদম গুগলের আছে। হ্যা আপনি ৯৯ টা সাকসেসফুল ক্লিক হয়তো পেতে পারেন কিন্তু একটা সন্দেহজনক ক্লিক আপনার বাশ মারতে যথেষ্ঠ।
চীন দেশের বাধা বাধা এডসেন্স পাবলিশার গোষ্ঠি বছর দুয়েক আগে হাজার হাজার কম্পিউটার এবং প্রায় দশ কোটি ইউনিক আইপি দিয়ে সন্দেহের উদ্রেক করে না এমন ক্লিকের খেলায় মেতেছিল। মাসখানেক সফল ছিল তারা।
সহজ উদাহরণ দেই। ধরি বাংলাদেশে এডসেন্স পাবলিশার ৫০০০০, তাদের সাইট আছে ১ লাখ। মাসে তারা ১ কোটি টাকা কামায়। এখন হঠাত করে যদি সেখানে ক্লিকের পরিমান অস্বাভাবিক হারে বেড়ে পাবলিশারদের ইনকাম বেড়ে যায় তখন কিন্তু গুগল ৩ মাস কিংবা ৬ মাস পরে হলেও সেটা খতিয়ে দেখবেই।

    @সেতু: অনেক অনেক দন্নবাদ আপনাকে , আপনার এই সুন্দর মন্তব্বের জন্য , আমারা অনেকে অনেক কিছু শিখলাম , ভাই আপনার কোথায় আমি একমত ।

      Level 0

      @হৃদয় খান: সেতু সাহেব এর উপদেশ আপনার খুব কাজে লাগবে। ধন্নবাদ!

এডসেন্সে কি ক্লিক পড়াটাই বাধ্যতামূলক। আর আপনি যদি আপনার সাইটে ক্লিক না পান তবে বলব আপনার সাইটে দৈনিক ভিজিটর ১ হাজার এর নিচে। ভিজিটর দৈনিক ২ হাজার এর উপর তুলন। সেটা হায়াইট হ্যাট এস.ই.ও করে করতে হবে। ধন্যবাদ।

Level 0

অনেক কিছু শিখলাম ধন্যবাদ।

ji valoi likhecen