সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।এখন চারদিকের এনড্রয়েড এর জয়জয়কার।আচ্ছা যাই হোক যারা গেমস পাগলা তারা হয়তো গুগুল প্লের কথা ভাল করে জানেন।গুগুল প্লেতে আমাদের অনেক গেম টাকা দিয়ে কিনতে হয়।আর কোন কোন গেম ফ্রিতে দিলেও তারা পুরো ভার্ষন দেয় না।যাই হোক এখন পেইড গেম ফ্রিতে দেয়ারও অনেক সাইট হয়ে গেছে।আজকে যেই গেমটির কথা বলবো সেটা হচ্ছে Drift Mania: Street Outlaws গেমটি রেসিং গেম।দারুন সব ফিচারের গেমটি।কিছু ফিচার আপনাদের সামনে তুলে ধরলাম।
ফিচার সমূহ:
১) চরম পর্যায়ের গ্রাফিকস সিস্টেম।
২) নিজের ইচ্ছা মত গাড়িকে সাজাতে পারবেন।
৩) ৫ রেস ক্যামেরা কনফিগারেশন
৪) ২১ টাইপের হাই রেজুলেশনের গাড়ি।
৬) কয়েকটি দেশের লোকেশনের উপর গেমসের ডিজাইন
এ ছাড়া আরো অনেক কিছুই আছে আপনি যখন খেলবেন তখন দেখতে পারবেন।
গেমসটির কয়েকটি স্ক্রিন শর্ট:
রিকয়ারমেন্টস গুলো:
সাধারনত গেমসটি এন্ড্রয়েড ২.৩ এবং তার উপরে সাপোর্ট করে।
গেমসটির সাইজ :৩৪০ এমবি(ডাটা সহ)
গেমটির গুগুল প্লের দাম :$০.৯৫
আমি tanzil4091। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
aaare vai resume support kore na too?
others link aache kii?