গুগুল এডসেন্সকে পছন্দ না করার কারণ গুলি!

অনলাইন বিজ্ঞাপণে গুগল এডসেন্সকে অনলাইন বিজ্ঞাপণের রাজা বললেই ভুল হবে না । কিন্তু ৭টি কারণে আমি গুগল এডসেন্সকে পছন্দ করি না।

১. কম ক্লিক রেট সিপিসি

গুগুলের ক্কিক রেট খুবই কম, যদি আপনি আমেরিকা (USA) কিংবা ওয়েষ্টার্ন ইউরোপ এর নাকগরিক না হন। তাহলে বড় ধরণের আয় করা খুবই কঠিন। অসম্ভব প্রায়। এক্ষেত্রে ইন্ডিয়ান ব্লগার –

ব্যতিক্রম। উন্নত দেশগুলোর ক্লিক (CPC) রেট ১ ডলার থেকে ২ ডলার কখনো আরো বেশী। কিন্তু আমাদের মতো দেশে CPC রেট ০.০১ থেকে ০.০৫ ডলার পর্যন্ত। একবার চিন্তা করে দেখুন আপনি যদি, প্রতিদিন ৫০০-১০০০ ডেইলি ভিজিটর পান, তহালে আপনার প্রতিমাসে ইনকাম (Monthly income)  কত হতে পারে? বড় জোর – ২০ থেকে ২৫  ডলার। এ ব্যপারে আপনার মতামত কি?

২. এডসেন্স ভিজিটরদের ওয়েব সাইট থেকে দূরে সরিয়ে দেয়:

কিভাবে? যখন একজন পাঠক (reader), আপনার ওয়েব সাইটের এডসেন্স এডএ ক্লিক করে। ঠিক তখনই ভিজিটর আপনার ওয়েব সাইটি ছেড়ে অন্য ওয়েব সাইটে চলে যায় । কারণ এডসেন্স এড সিপিসি বেজড হওয়ার কারণে, ভিজিটর আপনার সাইট ত্যাগ করে। নোট: এডসেন্স এড কখনো নতুন ট্যাবে চালূ হয়না।

৩. এডসেন্স একাউন্ট অনুমোদন পদ্ধতি:

বর্তমানে এডসেন্স একাউন্ট অনুমোদন করানো খুবই কঠিন। গুগুল বিভিন্ন ভাবে তাদের অনুমোদন পদ্ধতি (Approval system) অনেক কঠিন করে ফেলা হয়েছে। একটি ব্লগের বয়স ৬ মাস থেকে এক বছর এবং সব ধরণের নিয়ম ফলো করা সত্ত্বেও, আপনি যে একটি সোনার হরিণ এডসেন্স একাউন্ট পাবেন তার কোন গ্যারেন্টি নেই।

৪. এক গাদা নিয়ম কানুন:

যারা এডসেন্স একাউন্টের জন্য আবেদন করবেন। তাদের অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নিবেন। এক গাদা নিয়ম নীতির সব গুলোই আপনাকে ফলো করতে হবে তা না হলে আজীবনের জন্য ব্যান খাবেন। আর একবার এডসেন্স একাউন্ট ব্যান হলে, তা আর কখনো ফিরে পাবেন না।

৫. নিকৃষ্ট মানের ইমেল সাপোর্ট সিসটেম:

গুগল অনলাইন বিজ্ঞাপণ জগতের রাজা হলেও, তাদের সাপোর্ট সিষ্টেম খুবই নিন্মমানের। কখনো কখনো ইমেল রিপ্লে দিতে ৩-৫ দিন পর্যন্ত সময় নেই। আবার কখনো কোন রিপ্লে পাওয়াই যায় না। ইমেল রিপ্লে পাওয়ার জন্য আরেকটি সাপোর্ট মেইল এর প্রয়োজনও পড়তে পারে।

৬. আজীবন নিষিদ্ধ/ব্যান:

একবার ব্যান করলে! সব শেষ। কোন দিনই সোনার হরিণ এডসেন্স একাউন্ট ফিরে পাবেন না।

৭.  জটিল পেইমেন্ট সিস্টেম:

উপরের সকল কারণ ছাড়াও আরেকটি সমস্যা হচ্ছে পেইমেন্ট সিস্টেম। এডসেন্সের পেইমেন্ট সিসন্টেম অনেক জটিল। আমাদের দেশে পেইমেন্ট পেতে ২-৩ মাসও লেগে যায়। গুগল প্রতিমাসের আয় পরের মাসে পে করে থাকে। এর পর চেক হাতে পেতে ৩-৪ সপ্তাহ লেগে যায়। কিন্তু চেক হাতে পাওয়ার সাথে সাথেই যে টাকা হাতে পাবেন না নয়, আপনার চেক ভাঙ্গাতে ৪ সপ্তাহের বেশী লেগে যায়।

আমার নিজস্ব চেক ভাঙ্গাতে ৬০ দিন পর্যন্ত সময় লেগেছে।

গুগল এডসেন্স বিষয়ক আমার লিখা গুলো এখানে পড়তে পারবেন: গুগুল এডসেন্স গাইড

Level 0

আমি johirulBp। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bai tahole google adsense na hole kon add use kora jai. r apnar skype id ta den to.

    @jibon0313: Chitika, Clicksor etc.

    Level 0

    @jibon0313: খুব তাড়াতাড়ি এডসেন্স এর বিকল্প গুলো নিয়ে পোষ্ট করা হবে

Google Adsense asolei ekta faltu. Amito sara dine 1 dolaro kamate parina.

Level 0

I’m using Clicksor Its Good 🙂

    @Abdullah: আমি clicksor ব্যবহার করেছি, কিন্তু আয় খুবই কম, ১০০০ Impression এর জন্য আমার earning ছিল মাত্র ০.৩১$ !! আপনার কেমন আসে?

Level 0

Google adsense নিয়ে না জেনে পোষ্ট করা দুঃখ জনক | Google adsese নিয়ে এতো বেশি ভুল তথ্য দিয়েছেন যে আপনার কিছু কিছু সত্য তথ্য খুজে পাওয়া যাচ্ছে না

ভাই ব্লগ, এসইও এগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকলে এডসেন্স থেকে ভালো কমানো সম্ভব না , আপনি নিজে কামাতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা, এজন্য আপনি না বুঝে উল্টা পাল্টা দোষারোপ করে যাচ্ছেন, এডসেন্স এর আয় নির্ভর করে কীওয়ার্ড এর উপর, আপনি যদি কম দামী কীওয়ার্ড ব্যবহার করেন তবে ইনকাম কম হবে, আমার এভারেজ EPC 0.12 – 1.5$ . আপনার ইউএসএ এবং ইউরোপ থেকে ভিসিটর থাকলে আয় কখনই কম হওয়ার কথা না.আর এডসেন্সের বিকল্প এখনো আসে নাই, কবে আসবে তাও জানি না, আমি clicksor , infolinks, adbrite( not availabe now) , kontera , bidvertiser সব ব্যবহার করেছি এরা সবাই মিলে এডসেন্সের ১০ ভাগের ১ ভাগ ও না, সুধু infolinks থেকে কিছু আয় করেছিলাম যার পরিমান ছিল এডসেন্সের আয় এর ৮ ভাগের ১ ভাগ!!! উলেক্ষ আমার বেশির ভাগ ভিসিটর ইউএসএ বেসড।