আপনি কি আপনার দিনের জবের পাশাপাশি অন্য কোন আয়ের উপায় খুঁজছেন ?

আপনি কি আপনার দিনের জবের পাশাপাশি অন্য কোন আয়ের উপায় খুঁজছেন ? আপনি কি ইন্টারনেটের সাথে মোটামুটি ভাবে পরিচিত ? আপনার ইংরেজিতে দক্ষতা মোটামুটি ? আপনি কি পরিশ্রমী ? আপনি কি সপ্তাহে ৪ ঘণ্টা সময় দিতে পারবেন ?

উপরের প্রশ্ন গুলোর উত্তর যদি হ্যাঁ হয় তবে আপনি এই পোষ্ট টি পড়ুন না হলে সার্চ বার ব্যবহার করে অন্য কিছু খুঁজুন ।

দেখুন টাকা রোজগার করা যে কতটা কঠিন সেটা আপনাকে বোঝাতে হবে না মনে করি । আর আপনি যদি এখনো পেশাজীবী না হয়ে থাকেন তবে বুঝবেন আপনার বাবা সকাল থেকে বিকাল পর্যন্ত অফিসে বসে থেকে কত কষ্ট করে মাসের শেষে কিছু টাকা পায় । আপনি অনলাইনে খুঁজলে বহু ওয়েব সাইট পাবেন যারা আপনাকে হাজার হাজার টাকার লোভ দেখাবে, এই ধরুন না এক ক্লিক করলে ১০ ডলার বা ২০ ডলার বা ১০০ ডলার । আপনি কি ভেবেছেন এই এক ক্লিক করলে যদি এত টাকা পাওয়া যেত তবে পৃথিবীর সব মানুষ শুধু ঘরে বসে ক্লিক ই করত । আপনার বাবা ও তাই করত অফিস বাদ দিয়ে কারণ একজন চাকুরীজীবী মানুষ কত টাকা আয় করতে পারে সেটা আপনি ভালো মতো জানেন । তাই কষ্ট না করে যে আপনাকে টাকার প্রলোভন দেখাবে তাকেই এড়িয়ে চলুন ।

কিছু দিন আগে বাংলাদেশে ঘটে গেল এই ক্লিক বিপ্লব, হাজার মানুষ এই লোভ সামলাতে না পেরে টাকা ইনভেস্ট করল, কিন্তু কি পেল শেষে ! শুধুই প্রতারণা । আপনারা যারা জানেন না তাদেরকে বলছি এই ক্লিক এর যে কাজ তারা আপনাদের দিত এটা আসলে কোন কাজ না, মাসের শেষে তারা আপনাকে আপনি যে টাকা তাদের দিয়ে ছিলেন সেই টাকা ই ফেরত দিত । আপনি যদি তাদের এই পলিসি বুঝতে চান তবে আপনাকে এল এম এল ব্যবস্যা সম্পর্কে জানতে হবে । আপনি গুগলে বা ইউকিপিডিয়াতে সার্চ দিয়ে পড়ে নিন দেখবেন খুব অল্প সময়ে কোটিপতি এবং মানুষকে ধোঁকা দেবার একটা খুব ভালো ব্যবস্যা । এটা প্রথম চালু হয় রাশিয়াতে । যা হোক অনলাইনে কিন্তু এই রকম আরও অনেক ক্লিক সাইট রয়েছে তারা কেউ কেউ এক ক্লিক করলে ১০০ ডলার ও দেয় ( আসলে ক্লিক করলে যে টাকা দেখায় ওটা ভারটুয়াল টাকা)। কিন্তু সব ক্লিক সাইট কি একই রকম ? না, কিছু কিছু সাইট আছে যারা টাকা দেয় এবং এরা খুবই বিশ্বাসী । নিয়মিত টাকা দিয়ে আসছে যারা কাজ করছে তাদের কে । কিন্তু এই টাকার পরিমান খুবই সামান্য । মানে ১ ডলার পূরণ হতে আপনার ১ মাসের ও বেশী সময় লাগতে পারে । কিন্তু একটা সুবিধা আছে, এই ১ ডলার আপনি আবার ইনভেস্ট করতে পারবেন । তাতে মোটামুটি আপনি যদি ভালো করে ওদের ব্যাপারগুলো বুঝতে পারেন তবে মাসে ৩০-৫০ ডলার আয় করা যায় । এই রকম একটা সাইট হচ্ছে ...ক্লিক সেন্স । আপনি চাইলে সাইন আপ করতে পারেন । তবে ধৈর্য ধরে প্রতিদিন ক্লিক করে যেতে হবে, পর পর ৩ মাস ক্লিক না করলে আপনার আই ডি ক্যান্সেল হয়ে যাবে । সময় লাগতে পারে ১৫ মিনিট ।

উপরের এত সব বলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে বিনা কষ্টে কোন দিন কিছু হয়নি আর আজ ও হবে না । আর যারা বলে তারা মিথ্যা বলে । উপরে আমি আপনাদের পি টি সি থেকে আয় করার ব্যাপার নিয়ে একটু আলোচনা করেছি এবার আমি ব্লগিং নিয়ে আলোচনা করবো ।

আমি একজন ব্লগার এবং এটা আমার নেশা । আমি একটা দিন ও আমার ব্লগ এবং ইন্টারনেট ছাড়া কল্পনা করতে পারি না । রাতজাগা তারার মতো সারাটা রাত আমার নির্ঘুম কাটাতে ভালো লাগে, তাই সারা রাত ধরে শুধু পড়ি আর লিখি । আর আমি এটাকে খুবই উপভোগ করি ।

আমার এই পোষ্ট পড়ে যদি কারও এতটুকু উপকার হয়ে থাকে তবে আমি সার্থক । আমি জানি বাংলাদেশে এখন অনলাইন বিপ্লব চলছে, ফেসবুকে দেখি নতুন নতুন উঠতি বয়েসি ছেলে, মেয়েরা কিভাবে অনলাইন থেকে আয় করবে তাই নিয়ে বিভিন্ন পোষ্ট শেয়ার করে । আর ওই সব ভুয়া জিনিস শেয়ার করে, যেমন == ১ ক্লিক করলে ১০ ডলার !!

দেখলে খুব খারাপ লাগে, এরা না জেনে না বুঝে শুধু শুধু মূল্যবান সময় নষ্ট করছে । অনেকে আবার কোর্স ও করছে কিভাবে অনলাইনে আয় করবে তার উপর । কেউ কেউ আবার পথ খুঁজে পাচ্ছে না, কোন কোর্স টা করবে । অনেকে আবার প্রশ্ন করছে, কত দিন পর আমি টাকা আয় করতে পারবো এই কোর্স করার পর ? এই কোর্স এর মেয়াদ ৩ মাস বা ৬ মাস এবং কোর্স ফি ৫,০০০ থেকে ২০,০০০ টাকা । কোর্স করার পর আপনি টাকা আয় করলেন না ছাই করলেন সেটা কোম্পানি দেখবে না । আমি যদি ভর্তি হই আর যদি আপনাকে ও ভর্তি করাতে পারি তবে কোম্পানি আমাকে ও কিছু টাকা দেবে কারণ আমি আপনাকে লোভ দেখিয়ে বা যে করেই হোক কোর্সে ভর্তি করিয়েছি এবং এর কারনে কোম্পানি ভর্তি ফি পেল যাতে কোম্পানির লাভ হল ।

অনলাইনে কাজ করতে গিয়ে আমি দেখেছি অধিকাংশ ফ্রীলাঞ্চার (মানে যারা অনলাইন থেকে টাকা আয় করে) যুবক এবং এরা ছাত্র, টাকার পিছনে ছুটতে ছুটতে এরা নিজেদের পড়াশুনা ভুলে যায় এবং একসময় কলেজ দল ছুটদের দলে নাম লেখায়, ফলে তাদের সুন্দর ভবিষ্যৎ অনেকাংশে অন্ধকারে ঢাকা পড়ে । এদেরই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার কথা ছিল ।

আমি অবশ্যই এদেরকে ফ্রীলাঞ্চিং করতে বলবো কারণ এতে একটা ভালো অঙ্কের টাকা পাওয়া যায় । কিন্তু প্রতিদিন যদি ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে ফ্রীলাঞ্চ ওয়েব সাইটে বসে কাজে বিড করার জন্য তাহলে পড়ার সময় কই !

আচ্ছা যদি এমন হয় যে একটা ছেলে একই সাথে জ্ঞান অর্জন করল এবং আয় করল এবং এই রোজগার দীর্ঘদিন ধরে চলতে লাগলো ।

হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন । আমি ব্লগিং এর কথা বলছি ।

ব্লগিং মানে হল আপনার একটা ব্লগ থাকবে আর আপনি সেই ব্লগে নিয়মিত লিখলেন (সপ্তাহে ১ দিন বা আপনার মর্জির উপর নির্ভর করবে ) আর যারা আপনার লেখা পড়লো তারা আপনাকে দিয়ে গেল কিছু টাকা । না, তারা নিজেদের  গাঁট থেকে আপনাকে টাকা দেবে না ।

চলুন শুরু করি আমাদের যাত্রা...

ব্লগিং করার জন্য সর্ব প্রথমে দরকার একটা ব্লগ । আপনি এই লেখাটি এখন যেখানে পড়ছেন সেটি ও একটি ব্লগ । ব্লগ আপনি ফ্রী তে ও বানাতে পারবেন আবার টাকা খরচ করে বানাতে পারবেন । আপনি ব্লগস্পট থেকে ফ্রী ব্লগ বানাতে পারবেন, শুধু দরকার একটি মেইল এবং অবশ্যই জিমেইল হতে হবে । যদি আপনার জিমেইল আক্যাউন্ট থেকে থাকে তবে http://www.blogger.com এ যান এবং আপনার মেইলের আই ডি এবং পাস ওয়ার্ড দিয়ে লগ ইন করুন এবং Create a new blog  বাটনে চাপ দিন এবার আপনার ব্লগের জন্য একটা নাম দিন এবং ব্লগের অ্যাড্রেস; আপনার পছন্দ মতো দিন এবং Create a new blog   বাটনে চাপ দিলে আপনার ব্লগ তৈরি ।

এবার ব্লগে লিখুন এবং আয় করুন ।

একটা ব্লগ থেকে আয় করা যায় অনেক ভাবে তবে তার মধ্য সব থেকে গুরুত্ব পূর্ণ হল গুগল অ্যাড সেন্স। আমার মনে হয় আপনি অনেক ব্লগে এই গুগল অ্যাডসেন্স সম্পর্কে শুনে থাকবেন । গুগল অ্যাড সেন্স হল গুগলের একটি সার্ভিস । এরা আপনার ব্লগ আপনার ব্লগের বিষয় বস্তুর উপর নির্ভর করে অ্যাড দেবে এবং যদি কেউ এই অ্যাড দেখে এবং ক্লিক করে তবে এরা আপনাকে টাকা দেবে ।

আমি জানি আপনার মনে মনে প্রশ্ন আসছে, এক ক্লিকে এরা আমাকে কত ডলার দেবে ?

আপনার এই প্রশ্নের সদুত্তর আমি দিচ্ছি, এরা আপনার এক ক্লিকে ০.০১ ডলার থেকে ১১৯ ডলার পর্যন্ত দিতে পারে । তবে এই ক্লিক রেট টাকার পরিমান নির্ভর করে আপনি কি বিষয় নিয়ে ব্লগে লিখছেন ।

আমি আপনাকে আরও সহজ করে বোঝাচ্ছি,

ধরুন আমি ক, আমার একটা “ খ ” নামে কফি হাউজ আছে খুলনাতে, আমি খুলনা জেলার সেই সব লোকদেরকে আমি আমার কফি হাউজ সম্পর্কে জানাতে চাই যারা কফি খায় বা কফি ইন্টারেস্টেড । ত আমি কি করলাম, আমি একটা অ্যাড কোম্পানির কাছে গেলাম এবং তাদেরকে বললাম যে আমার একটা কফি হাউজ আছে এবং আমার কফি হাউজের কাস্টমার বাড়িয়ে দিতে হবে অ্যাড দিয়ে । এবার অ্যাড কোম্পানি কি করলো, তারা খুলনা জেলাতে যেসব কফির দোকান আছে বা কফি নিয়ে যেখানে আলোচনা সেখানে এক একটা করে পোষ্টার দিয়ে দিলো আর যেসব দোকানে পোষ্টার লাগালো তাদের মালিককে বলল, কিছু মনে কর না ভাই, এই পোষ্টার দেখে যারা খ নামের কফি হাউজে যাবে তাদের প্রতি একজনের জন্য আমি তোমাকে ১০ টাকা করে দিবো ।

মানে গুগল ব্লগে বিভিন্ন ব্যাক্তি বা কোম্পানির অ্যাড দেবে আপনার ব্লগের বিষয়ের উপর নির্ভর করে এবং যারা এই অ্যাডে ক্লিক করে ওই ব্যাক্তি বা কোম্পানির ওয়েব সাইটে যাবে তাদের প্রতেকের জন্য গুগল আপনাকে টাকা দেবে । এই টাকা আসলে গুগল দেয় না, ক নামের ব্যাক্তি অ্যাড কোম্পানিকে যে টাকা দিল ওই অ্যাড কোম্পানি সেই টাকার ২২% কেটে রেখে বাকিটা দেয়, মানে ৬৮% দেয়।

আমার মনে হয় আপনি এবার বুঝতে পেরেছেন গুগল কিভাবে টাকা দিচ্ছে । শুধু ক্লিক থেকে না, আপনার ব্লগে যদি প্রতিদিন নতুন নতুন লোক আসে তবে ও গুগল আপনাকে টাকা দেবে, কারণ ওই নতুন লোক গুলো আপনার ব্লগের অ্যাড গুলো দেখছে ।

তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে লিখলে প্রতি ক্লিকে ১ থেকে ১১৯ ডলার পর্যন্ত আয় করা যায় । আমার ব্লগে এই লিস্টটি পাবেন । গুগল হাই সি পি সি কী ওয়ার্ড বলে এগুলোকে । তবে আমরা যেসব বিষয় নিয়ে ব্লগিং করি তাতে এই ক্লিক প্রতি রেট কম ১ থেকে ৩০ সেন্ট হয় মাত্র ।

কি ভাবছেন, এই ১ সেন্ট ১ সেন্ট করে আয় করা যায় কত টাকা ?

আপনাকে জানানোর জন্য আমি এই পোষ্ট লিখছি, শন হোগান প্রতি বছরে শুধু গুগল অ্যাড সেন্স থেকে আয় করে প্রায় ...............।।???? আপনি কেন পারবেন না ? আমি ও প্রথমে ভাবতাম এই করে ত ১ ডলার পূরন হতে ৩ মাস সময় লাগবে কিন্তু আসলে না । এখানে ব্লগের পাঠক বা ভিসিটর একটা বড় ব্যাপার । দেখুন, সব কিছু যদি ঠিক মতো হয় তবে ৩ মাসের মধ্য প্রতিদিন আপনার ব্লগ থেকে আয় হবে ৫ ডলারের মতো । তবে অনেক পরিশ্রম করতে হবে । আমি ধরে নিচ্ছি আপনি ২ বছর পর প্রতিদিন ৫ ডলার করে আয় করতে পারবেন যদি প্রতি মাসে নিময় করে ব্লগিং করে যেতে পারেন। ৩ মাস হোক আর ২ বছর হোক, আপনার ত কোন সমস্যা নেই । কারণ এটা সুখের খবর যে, একবার ব্লগ থেকে আয় শুরু হয়ে গেলে আপনি প্রতি মাসে মাসে চাকুরীর মতো গুগল থেকে চেক পাবেন । তাই বলা চলে, এটা ও ২য় চাকুরী ।

অ্যাড সেন্স থেকে আয় করতে হলে শুধু ব্লগে লিখলেই হবে না, আপনি ব্লগে লিখলেন কিন্তু কেউ আপনার লেখা পড়ল না, কোন ক্লিক ও হল না তাই আয় ও হল না । তাই ব্লগের জন্য লিখে তার পর এর জন্য মার্কেটিং শুরু করতে হবে । মানে ব্লগের পাঠক ধরে আনতে হবে । এই কাজটি করার জন্য আপনি কোন ভালো এস ই ও এক্সপার্ট কে কিছু টাকা দিয়ে হায়ার করতে পারেন ।

আপনি হয়ত ভাবেছেন, কিন্তু আমি টাকা আয় করলাম কিন্তু টাকা পাবো কি করে ?

সঙ্গত কারনে এই প্রশ্ন আপনার মনে জাগাটাই স্বাভাবিক, দেখুন গুগল পৃথিবীর মধ্য সব থেকে বড় কোম্পানি, এরা সব সময় চেষ্টা করে আপনার সেবা করতে । আপনি পেপাল বা চেক এর মাধ্যমে টাকা তুলতে পারবেন । আপনার যখন ১০০ ডলার আয় হবে তখন আপনি টাকা তোলার জন্য আবেদেন করতে পারবেন । কিছু দিনের মধ্য আপনার ঠিকানায় চেক এসে যাবে এবার যে কোন ব্যাঙ্ক থেকে চেক ক্যাশ করে নিন ।

আরও একটি বিষয় না বলে পারছি না, আপনার আয় যখন ২০ ডলার হবে তখন গুগল আপনাকে বলবে আপনার ঠিকানা যাচাই করতে । দেখবেন ৭-১৫ দিনের ভিতর গুগল থেকে একটা চিঠি আপনার বাসায় এসে হাজির ।

আমি একটা ছেলেকে চিনি যার বয়স ১২ বছর এবং সে একজন ব্লগার এবং ভালো টাকা আয় করছে এই বয়েসে ।  পড়াশুনার পাশাপাশি সে প্রতি সপ্তাহে ১ টি করে পোষ্ট লেখে তার ব্লগে । তার সাথে কথা হল... তার কাছ থেকে জানতে পারলাম তার বাবা তাকে এই কাজে হেল্প করে এবং অনুপ্রেরনা জোগায় । আরও বলল যে এতে করে সে প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে পারছে । আমি অবাক হয়ে গেলাম বিশ্ব সম্পর্কে তার জ্ঞান দেখে । তার মূল্যবোধ, জ্ঞানের পরিধি আমাকে অবাক করে দিল । এই এত টুকু বয়েসে সে যা জানে তার ধারে কাছে আমি কিছুই জানি না ! ভালোই লাগছিল এই পুঁচকে ছেলেটার সাথে সময় কাটাতে ।

যাহোক অ্যাড সেন্স থেকে কিভাবে আয় করা যায় তাই আমরা দেখলাম । কিন্তু এই অ্যাড সেন্স একাউন্ট কিভাবে পাবো তাই নিয়ে একটু বলি ।

আমাদের মতো গরীব দেশের মানুষদের জন্য সব কিছু একটু কঠিন ই বটে । আমরা যখন জানলাম এই ভাবে আয় করা যায় অমনি একটা ব্লগ বানিয়ে, অ্যাড সেন্স বসিয়ে আয় করা শুরু করলাম । আমাদের ত অন্য কোন কিছু ভাবার সময় নেই, আমাদের দরকার শুধু দরকার টাকা । তাই ব্লগে হাবি-জাবি দিয়ে ভরে রাখলাম ।

কিন্তু এখানে গুগল বাধ সাধলো, গুগল চায় মানুষের সেবা করতে । গুগল দেখলো এই সব মানুষগুলো যেসব জিনিস নিয়ে ব্লগ করছে তাতে প্রচুর পরিমান গ্রামার ভুল, ভুল তথ্য এবং এতে মানুষের কোন উপকার হবে না । তাই তারা কিছু নিয়ম করে দিল, তারা বলল আপনি ব্লগ অ্যাড সেন্স থেকে আয় করতে পারবেন কোন সমস্যা নেই কিন্তু আপনার ব্লগের সব কিছু সুন্দর সাজানো গোছানো হতে হবে ।

১. ব্লগের বিষয় বস্তু ইউনিক হতে হবে । ইউনিক মানে, আপনার নিজের লেখা হতে হবে । অনেকে বিভিন্ন ব্লগ থেকে কনটেন্ট কপি করে এনে নিজের ব্লগে পেস্ট করে বা কনটেন্টের কিছু অংশ এডিট করে বা কিছু শব্দ পরিবর্তন করে । ইউনিক মানে এসব কিছু হবে না ।

২. ব্লগের লেখা হতে হবে ইংরেজিতে । কোন বানান  ভুল, ভুল তথ্য, গ্রামার ভুল থাকবে না । আপনি যখন অ্যাড সেন্সের জন্য আবেদন করেন তখন অ্যাড সেন্স টিম এসব দেখবে, ভাববেন না ওরা বোকা । গুগল একটা বড় টেকনোলজির নাম । ওদের সাম্প্রতিক সময়ে তৈরি গুগল গ্লাস সম্পর্কে একটু জেনে নিন গুগল থেকে তাহলে বুঝতে পারবেন ।

৩. ব্লগের ডিজাইন সুন্দর হতে হবে, আব্যাউট পেজ, প্রাইভেসি পেজ, কন্টাক্ট পেজ থাকতে হবে। আপনি চেষ্টা করুন একটা ভালো থিম আপনার ব্লগের জন্য ব্যাবহার করতে । মোট কথা আপনি আপনার ব্লগটাকে কতটা ভালো বাসেন সেটা ওদেরকে বুঝাতে হবে আর আপনার উদ্দেশ্য থাকবে আপনার লেখার মাধ্যমে মানুষকে সাহায্য করা আর গুগল এইটাই প্রত্যাশা করে আপনার কাছ থেকে ।

৪.  ব্লগে ২০ টা ইউনিক পোষ্ট দিন এবং প্রতিটি পোষ্টে যেন ২৫০ টা শব্দ থাকে মিনিমাম ।  পোষ্ট গুলো আপনার ফেসবুক, টুইটার এবং গুগল প্লাসে শেয়ার করুন । কারণ অ্যাড সেন্সের আবেদনের জন্য ডেইলি কিছু ভিসিটর দরকার আপনার ব্লগে । আপনি বিভিন্ন বাংলা ব্লগে আপনার ব্লগের কনটেন্ট নিয়ে লিখতে পারেন আর তার ভিতর আপনার ব্লগের অ্যাড্রেস দিয়ে দিতে পারেন এতে করে আপনি কিছু ভিসিটর পাবেন সেই সাথে সাথে লিংক ।

৫. এবার কিছু দিন ওয়েট করুন, আপনার ব্লগে ডেইলি ৩০ -৫০ ভিসিটর হলে অ্যাড সেন্সের জন্য আবেদন করুন ।

আমি আগেই বলেছি, আমরা বাঙালি এবং ইংরেজি আমরা ভালো জানি না । কিন্তু কাজ চালানোর মত পারি। ইংরেজিতে লিখতে গেলে আমরা অনেক ভুল করে থাকি, যেমন—গ্রামার ভুল, বানান ভুল, প্রিপজিশান ভুল, ব্যাক্য সম্পূর্ণ হয় না ইত্যাদি । আমরা নিজেরা ত এই ভুল গুলো ধরতে পারি না তাই আমরা একটি টুলের ব্যাবহার করবো যেটি আমাদের ভুল গুলো ঠিক করে দেবে । এই টুলটি হল জিনযার (মানে আদা) নামের একটি সফটওয়্যার । এটি ফ্রী তে ডাউনলোড করে ইন্সটল করুন এবং মাইক্রোসফট ওয়ার্ড এ যখন আপনার লেখা শেষ হবে এই ওপেন করে চালু করে দিন । এটি চালু করা অবস্তায় আপনার মনিটরের একেবারে উপরে মাঝ খানে থাকে, এমনিতে লুকানো থাকে কিন্তু মাউসের কার্সর নিয়ে গেলে সামনে আসে, এবার ওখান থেকে চশমা আইকনে ক্লিক করুন দেখেন কাজ শুরু হয়ে গেছে । এবার ভুল গুলো আপনি আপ্প্রভ করে নিন ।

কি এবার হয়ে গেল ত ইউনিক এবং গ্রামাটিক্যাল ত্রুটি মুক্ত আর্টিকেল ।

কোন প্রকার হেল্প লাগলে আমার ব্লগে কন্টাক্ট পেজ থেকে মেইল করুন ।

বিঃদ্রঃ ব্লগিং নিয়ে কি একটু অ্যাড ভান্সাড লেভেল নিয়ে আলোচনা করবো ? আপনারা কি বলেন ? 

Ψ    আমার ব্লগে আপনার আমন্ত্রন রইল     Ψ

আমি Gautam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর পোস্ট 🙂 তবে একটি বিষয়ে আমি একটু কনফিউসড … দৈনিক ৩০-৫০ জন ভিজিটর থাকলে কি এডসেন্স আপ্রুভ করে নাকি? আমার জানা মতে ১০০+ ভিজিটর থাকতে হয়

    @বহুদূর.কম: দৈনিক ৩০ -৫০ জন ইউনিক ভিসিটর মানে ২০০-৩০০ পেজ ভিউ এবং এটা যথেষ্ট । না, আপনার জানাটা মনে হয় ঠিক না । ১০০+ ভিসিটরের দরকার হয় না । ভালো কনটেন্ট, সব গুলো পেজ এবং সামান্য কিছু পেজ ভিউই যথেষ্ট ।

Level 0

গৌতম ভাই আমিও অনেক দিন ধরেই চেষ্টা করছি কিন্তু পারছি না। আমাকে একটু সাহায্য করবেন?

    @afzal146: গত কাল নীল প্যাটেলের একটা মেইল পেলাম, তাতে ও বলল, আমরা যারা নতুন ব্লগার তারা ব্লগের মার্কেটিং করার সময় একটা প্লান করে শুরু করি বটে কিন্তু আমরা আমাদের উপর বিশ্বাস নেই বলে আবার নতুন প্লান খুঁজি । এই ভাবে প্লান করতে করতে আর এক এক প্লান এ সামান্য সামান্য করে কাজ করে থাকি, কোন নির্দিষ্ট প্লান এ মার্কেটিং করি না তাই আমরা ব্লগে ভিসিটর এবং ব্লগের মার্কেটিং থেকে পিছিয়ে থাকি এবং এই কারনে ব্লগ থেকে আয় হয় না ।
    নীলের কাছে আমি হেল্প চেয়েছিলাম ব্লগের মার্কেটিং এর ব্যাপারে এবং ও ঠিক এই ধরনের কথা গুলো বলেছিল । মার্কেটিং করার জন্য সব প্রকার টুলস ই ফ্রী এবং আমাদের তা আছে কিন্তু আমরা নিজেরদের উপর বিশ্বাস করি না তাই ফেল মারি ।
    শুধু কাজ করে যান, তাহলে সফলতা আসবে । আর যদি হেল্প দরকার হয় ত আমার ব্লগ থেকে ইমেইল করুন ।

ভাল পোষ্ট কিন্তু পুরান কথা এতটা লম্বা না করলেও হত।

    @আশরাফ:

    কোনটা পুরানো কথা ? আপনি একজন বস মানুষ, আপনি আগে থেকে জেনে থাকতে পারেন কিন্তু আমি এবং আমার মতো আরও অনেকের কাছে একটা একেবারে নতুন । কেন মানুষকে নিরুৎসাহিত করেন !!!! আপনি যেটা জানেন অনেকে সেটা জানে না আবার অনেকে যেটা জানে আপনি সেটা জানেন না । এই পোষ্ট টা শুধু আপনার জন্য নয় । আমার সারাটা রাত ধরে এটি লিখতে হয়েছে আর আমি লিখেছি কারণ বেশ কিছুদিন ধরে কিছু মানুষ আমাকে ইমেইল করে আসছিল এবং তাদের এই বিষয়ে কোন ধারনা নেই । তারা বেশীর ভাগ ছোট চাকুরীজীবী । তাদের কথা মাথায় রেখেই এই পোষ্ট এবং আমি প্রাথমিক বিষয়ের থেকে লিখতে লিখতে আদ্ভাঞ্চাড লেভেলে লিখেতে চাই । কারণ প্রাথমিক লেভেলে ভালো কোন বাংলা রিসোর্স নেই এবং যা আছে তা ইন্টারমিডিয়েট লেভেলের এবং একজন নতুনের সেগুলো বুঝতে কষ্ট হয়, আমি ও একসময় এই সমস্যা ফেস করেছি তাই অন্যরা যেন না করে তাই এই ভাবে লিখি ।
    আর আফজাল ভাইয়ের কমেন্টটা পড়েন @আশরাফ সাহেব । ও, এই পোষ্ট টা আপনার জন্য নয় । আপনি ভুল করে পড়ে ফেলেছেন এবং কমেন্ট করেছেন ।

    আমি আপনার থেকে এই নিয়ে অ্যাডভাঞ্চাড টিঊন চাই ।

      @Gautam: না ভাই। আমি তো আপনাকে নিরুৎসাহিত করিনি। আমি বলতে চাইছিলাম এত দীর্ঘায়িত না করলে কি হত না? শেষেরগুলো ঠিক রেখে প্রথম দিকগুলো। কারন পিটিসির কথা এখন বাচ্চা পোলাপাইনও জানে।

        @আশরাফ: সব কিছু লেখার আগে একটা প্লট তৈরি করে নিতে হয়, আমার মনে হয়েছে এই ভাবে এই লেখাটা লেখা উচিৎ তাই পি টি সির কথা বলেছি । সুন্দর বলে ত একটা কথা আছে !
        ভাই ব্লগিং জিনিস টা হচ্ছে এই রকম, মানুষ যখন আমার লেখা পড়ে মুগ্ধ হবে তখনি ব্লগার হিসাবে আমার সার্থকতা আসবে । লেখাটা হতে হবে সুন্দর এবং ডেসক্রিপটিভ, মানুষ ত গুগলে সার্চ করে তাদের সমস্যার সমাধান খোঁজে, আমার লেখা পড়ে যদি তাদের সমস্যার সমাধান না হয় তবে আমার ব্লগ থেকে তারা তক্ষুনি চলে যাবে । আর ভিসিটর না থাকলে পয়সা কই !!!
        আমি ব্লগিং এর উপর ৮ খানা বই পড়ে ব্লগিং সম্পর্কে কিছু আইডিয়া এসেছে । আমার ব্লগিং এর মূল মন্ত্র হচ্ছে “মানুষকে হেল্প করো তাহলে প্রতিদানে সেও কিছু তোমাকে দেবে”, তাই মাঝে মাঝে এখানে পোষ্ট করে নিজের ব্লগের মার্কেটিং করি আর একটু হেল্প করতে চেষ্টা করি যারা ব্লগিং নিয়ে সমস্যায় আছে । তবে আমি এস ই ও এক্সপার্ট না ।

          @Gautam: সবার কাছে সব বিষয় এক হতে পারেনা। তবে “সব কিছু লেখার আগে একটা প্লট তৈরি করে নিতে হয়” আপনার এ কথার সাথে আমি একমত।আর এটি পড়ার ক্ষেত্রেও মনে হয় প্রযোজ্য…….

    @শাহনেওয়াজ রহমানী: আপনি একটা দারুন আইডিয়া দিয়েছেন, ব্লগিং এর সাথে এটা যুক্ত করলে আয় আরও অনেক গুন বেড়ে যায় ।
    তবে একটু বুদ্ধি খাটালেই হয় ।
    কিন্তু ভাই, আমি PPD নিয়ে কাজ করিনি কখনো, তবে সামনে করবো, আমি একটা ই-বুক লিখছি বাংলায় । ওটা দিয়ে করবো । আপনি গুগলে সার্চ দিয়ে রিভিঊ পড়ে দেখেন ওরা স্পাম কিনা ।

Level 0

গৌতম ভাই,আপনার লেখা আমার অনেক উপকারে আসবে,আপনি সবসময় একদম প্রাথমিক লেভেল থেকে শেখান এটা আমার খুব ভালো লাগে,আতেল মানুষদের কথাই কান দেবেন না, টেকি রা আপনার সাথেই আছি,KEEP IT UP

    Level New

    @daydreamer: amio ak mot ,আতেল মানুষদের কথাই কান দেবেন না,

    @daydreamer: শুধু লিখলে ত হয় না, মানুষের সমস্যার কথা মাথায় রেখে লিখতে হয় । আর একটা পোষ্ট লিখতে কতো কষ্ট করতে হয় সেটা যে লেখে সেই জানে ।

    ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যের জন্য ।

Level New

Bhai sundor post. amar o blogger blog ase kintu :
1. Blogger blog er Off page SEO kora jay On page nah!
2. Apnar blogger blog popular hote koto somoy lagte pare ?
3. akta blog ke koto dine profitable blog ana jay…?

সুন্দর একটা পোস্ট এর জন্য অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য অনেকেই করতে পারে কিন্তু প্রয়োজনীয় লেখা সুন্দর ভাবে সবাই লিখতে পারে না। অতএব কোন কোন মন্তব্য পড়ে আপনি থেমে যাবেন না। এরকম সুন্দর আরো লেখার প্রত্যাশায় থাকলাম।

    @ranashazzad: থামতে আমি চাই না, শুধু মাঝে মাঝে বিরক্ত হই ।
    ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যের জন্য ।

খুবই চরম একখান পোস্ট দিছেন , গৌতম ভাই. . . . . .

Level 0

Gautam vi.. apni to microworkers upor ekta tune korte chesilen? koto dine korben bro.?

Level 0

Gautam vi.. apni to microworkers upor ekta tune korte chesilen? koto dine tune korben bro.?

    @blu_eye: ভাই, নেট নিয়ে একটু প্রবলেমে ছিলাম তাই আর আপলোড করা হয় নি তবে যেদিন বলেছিলাম তার পরদিন করে রেখেছিলাম । এই ব্লগে আছে, এটা আমার বাংলা ব্লগ।

    ব্লগ বাঙাল

Level 0

তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে লিখলে প্রতি ক্লিকে ১ থেকে ১১৯ ডলার পর্যন্ত আয় করা যায় । আমার ব্লগে এই লিস্টটি পাবেন । গুগল হাই সি পি সি কী ওয়ার্ড বলে এগুলোকে । তবে আমরা যেসব বিষয় নিয়ে ব্লগিং করি তাতে এই ক্লিক প্রতি রেট কম ১ থেকে ৩০ সেন্ট হয় মাত্র ।
এটার জন্য একটু সাহায়্য করুন

ভাই আমার ব্লগ আছে ভিসিটরও আছে এবং এডসেন্স অছে কি আমি এডসেন্স এর এড দিতে পারছিনা সাহাজ্য করেন ভাই

ভাই আমার ব্লগ আছে ভিসিটরও আছে এবং এডসেন্স অছে কি আমি এডসেন্স এর এড দিতে পারছিনা সাহাজ্য করেন ভাই
ওয়েব>>> http://www.skdurjoybd.com

    @দুর্জয়: অ্যাড সেন্স এ লগ ইন করে অ্যাড ক্রিয়েট করে ব্লগে ইনপুট করেন ।

অনেকে বলেন কিভাবে ইউনিক ব্লগ লিখব সেটাই বুঝছি না কারণ আমি আগে শিখছি বিভিন্ন সাইট দেখে তারপর কিছু লিখছি, এবার যখন লিখছি তখনতো শেখা সাইটের কথাগুলোই লিখব। আবার যদি সাইটের থেকে না শিখি তবে লিখবটা কি? এর উত্তর আপনি কি ভাবে দেবেন? তবে উত্তরটা আমি আমার জন্য চাইনি।

    @writerbuddha: খুবই ছোট্ট একটা বিষয়, ইউনিক মানে আপনি যে পোষ্ট লিখবেন তার ওয়ার্ড গুলো যেন সিরিয়ালি অন্য কোন আর্টিকেলের সাথে না মেলে, তবে ই আর্টিকেল ইউনিক হয়ে গেল ।

      @Gautam: ভাই করেছি কিন্তু এড ‍শো করেনা প্লিজ হেল্প করেন।

ভাই আমার adsense 7 বার ব্যান হয়েছে। কিন্তু কেন ? আমার Website: http://w3datingsite.com দয়া করে আমাকে সাজেশন দিন । আমি কি করব

    @tariqul Islam: পর্ণ কনটেন্ট থাকলে অ্যাড সেন্সে ব্যান হবে, আপনার ও তাই হয়েছে ।

ভাই আমার Downloadsable ব্লগটা একটু দেকবেন আর কি কি করলে ভালো হয়।

@Gautam বিস্তারিত ভাবে এমন একটা অসাধারন লিখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আসেই ধৈর্যের কোন বিকল্প নেই।

গৌতম ভা্, িদারুন হয়েছে। সত্য্ িঅসাধারণ। আমি আপনার মঙ্গল কামনায়, বিদায়।

Level 0

@Gautam vai.: জিনযার tool er download link ta ki dewa jabe?

গৌতম ভাই: কিছু কিছু পাকা লোকের কথায় আপনি কিছু মনে করবেন না। কিছু কিছু লোক ভাল জিনিষ সহ্য করতে পারে না। আপনি নতুনদের জন্য কিছু করবেন। আশা করি। ভাই আমার সাইট হচ্ছে gazitech.com ইচ্ছা আছে ভাল কিছু করার। তবে ভাই আমি “টেকটিউনস” এর কাছে অনেক ঋনী। ===== আমি 3.6 বছর ধরে টিটি দেখছি, পড়ছি ও শিখছি। আমি টি.টি এর মঙ্গল কামনা করি।

pageview koto hote hobe? apnar post ta pore blogger e id khullam. ekta post korlam.kindly ektu visit koren.
http://souravomio.blogspot.com

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ না দিয়ে থাকতে পারছি না। ভাই আমিও একটা সাইট লিখছি প্রায় 7 মাস হচ্ছে। ভাবছি কিভাবে কি করব? পারলে একটু হেলপ করিয়েন। http://www.skytipsbd.com/

Level 2

লেখাটা অনেক দীর্ঘ হলেও যথেষ্ট শ্রম দিয়ে বিষয়টি বুঝানোর জন্য অপনাকে ধন্যবাদ। আপনার পুরা লেখাটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। ভালো একটা কিছু করার জন্য আপনি সুন্দর পথ দেখিয়েছেন। আসলে ভালো কিছু পেতে হলে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে। ধন্যবাদ। নতুনদের জন্য কিছু করবেন এই প্রত্যাশা।

    @Sohag: Yes, Really i want to do something for the newbie.

@ afzal146 ২ ঘন্টার মধ্যে খুব সহজে কিভাবে YouTube এর মাধ্যমে Google Adsense Account Approve করানো যায় এবং পরবর্তীতে কিভাবে সেই Account টি ব্লগে কিংবা website এ ব্যাবহার করা যায় এ বিষয়ে আমার ব্লগে একটি পোষ্ট আছে। চাইলে পড়ে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। পোষ্টটি পড়তে চাইলে ক্লিক করুন এখানে ।
@ Gautam ধন্যবাদ ধৈর্য্য ধরে লেখাটি লেখার জন্য। আপনার পুরো লেখাটি এক নিঃশ্বাসে পড়ে ফেল্লাম। 🙂

Level 0

Ginger tool paid or free?

আমার ব্লগ কিবাবে আর কার্যকরী করতে পারি। যারা এক্সপার্ট আছেন সাজেশন দেন।
http://webdevelopment24.net/

vai answer dilen na? ajke amar blog page e pageview 100+ hoyeche. eta ki enough adsense e apply korar jonno?
jodi na hoy tobe koto hote hobe ebong visitor count kore kivabe?

    @আব্দুল্লাহ আল-ফাত্তাহ অমিয়: অ্যাড সেন্সের জন্য ভিসিটর না, আপনার ব্লগের কনটেন্ট, Privacy Policy, About us, Contact us এই পেজ গুলো খুব দরকারি, হ্যাঁ ১০০+ পেজ ভিউ, আপনি গুগল আনালিটিক্স থেকে ভিসিটর কত জেনে নিন। পেজ ভিউ ত আপনার নিজের ও হতে পারে । তবে ১০০+ পেজ ভিউ যথেষ্ট যদি কনটেন্ট ভালো থাকে ।

Level 0

Gautam-ভাই আপনাকে অনেক ধন্যবাদ । খুব ভালো লেগেছে ।

টেমপ্লেট চেন্জ করলে সমস্যা হবে?

Level 0

খুব ভাল লিখসেন, ধন্যবাদ

টিউনটি পড়ে অনেক ভাল লাগল। সম্প্রতি আমি একটি ব্লগ তৈরি করেছি যার নাম HOW TO BE DJ
এই ব্লগ দিয়ে কতদিনে অ্যাডসেন্স পাওয়া সম্ভব?
আর ব্লগিং নিয়ে অ্যাড ভান্সাড লেভেল এর আলচনা টা অবশ্যই করবেন। ধন্যবাদ।

    @অনিক সরকার: আপনাকে অনেক দিন ধরে টিটিতে দেখছি, আপনার ব্লগে কোন কনটেন্ট ত নেই । ভালো কনটেন্ট আর গুগলের নিয়ম মেনে চললে ১ মাসের মধ্য অ্যাড সেন্স পাওয়া যায় ।

      @Gautam: ভাই আমার এডসেন্স আছে কিন্তু আমি যদি আমার ডোমেইন (www.skdurjoybd.com) টি ব্যবহার করি তাহলে আমার সাইটে কোনো এড দেখায়না কিন্তু যদি গুগল এর দেওয়া (www.skdurjoybd.blogspot.com) ব্রবহার করি তাহলে এড দেখায় । আমাকে কেউ কি সমাধানটা দিতে পারবেন যে কিভাবে আমার ডোমেইন (www.skdurjoybd.com) টি ব্যবহার করলে এডসেন্স এর এড দেখাবে

Level 0

nfs run game nia tune koran to vai jata download korta pari ……………….tunear jonno tnx……………boss

tools এর link টা দিলে কৃতজ্ঞ থাকবো boro

ভাই আমার এডসেন্স আছে কিন্তু আমি যদি আমার ডোমেইন (www.skdurjoybd.com) টি ব্যবহার করি তাহলে আমার সাইটে কোনো এড দেখায়না কিন্তু যদি গুগল এর দেওয়া (www.skdurjoybd.blogspot.com) ব্রবহার করি তাহলে এড দেখায় । আমাকে কেউ কি সমাধানটা দিতে পারবেন যে কিভাবে আমার ডোমেইন (www.skdurjoybd.com) টি ব্যবহার করলে এডসেন্স এর এড দেখাবে

Level 0

Nice post for new blogger like me

Level 0

আতেল মানুষদের কথাই কান দেবেন না,

Gautam@ vai akta bul ase apnar poste adsenase payment kintu paypal tay na bd only cheque apne bolsen paypal cheque ok apner kase amar akta jinish dorkar seta holo apne j software kota bolsen seta ami kibabe pate pari taratari janale khushi hobo download link ta den please

    Commen@ansar-koluma: Comment check koren, ekjon cheyecilo diye diyechi, paypal Bangladeshe support kore na, tai sudhu CHECK. Jodi vul likhe thaki tobe sudhre neben.

Level 0

@Gautam: puratai to copy kora. likhlen kmne?

    @MASUMRBD2: কোথা থেকে কপি করা বলতে পারেন ? ব্লগ বাঙাল নামে আমার একটা ব্লগ আছে আমি প্রথমে লিখে সেই ব্লগে পোষ্ট করি আর তার পর টিটি তে পোষ্ট করি । আমার অনেক গুলো পোষ্ট দেখি অনেকে তাদের ব্লগে ব্যবহার করে ।

    আপনি বুঝবেন না কতো কষ্ট করতে হয় ভালো টিউন করতে আর তার উপর যদি এভাবে কমেন্ট করেন তবে আর লিখবো না ।

    নিজে যা জানি তাই এখানে শেয়ার করতে আসি যাতে কারও উপকার হয় আর তাতে যদি জল ঢালেন তবে থাক ।

    আমার ব্লগে কপি পেস্ট অপশন বন্ধ করা তাই টিটি থেকে সব কপি করে নিজের ব্লগে চালিয়ে দেয় ।

    আপনি iamgoutam নামে গুগলে সার্চ দিয়ে দেখেন, আমার ব্লগের অনেক ছবি এবং পোষ্ট হুবহু বাংলা অনেক ব্লগে কপি করে দেওয়া হয়েছে ।

    ধন্যবাদ আপনাকে, আর আপনি পোষ্ট করার অনেক দিন পর এটি পড়ছেন ত, তার আগে এই কপি পেস্ট হয়ে গেছ,

    আমি ত গুগল থেকে দেখলাম পোষ্ট করার পরদিন ৩-৪ টি ব্লগে এই একই পোষ্ট ।

    ধন্যবাদ, একটি সুন্দর রিভিউ এর জন্য …………

      Level 0

      @Gautam: Vai actually ami lokmanbinyousuf.blogspot.com/2013_08_01_archive.html?m=1 blog a pai. Vai mone kisu korien na. apner post amar khoob valo lage. ageo anek blog dakhse. ami natun tai anek prosno ase. jodi apner apotti na thake tahole amake personally help korben please.

        @MASUMRBD2: No problem, You can contact with me any time. Contact through my blog’s Contact form.

          Level 0

          @Gautam: Apner phone number dan.

Level 0

Need to talk more about the blogging can you please give your any IM username so that i can add you if you dont mind.

@mdmilon: biswas131

Skype

Awsome post…..bro ami tips and tricks chara onno subject temon akta valo parina tai ami tricks er upor akta website korsi..aita te ki adsence diye valo income korte parbo?? onno kono subject somporke aktu suggesition dite parben..konta niye likhle income valo hote pare??
Amar site

Level 0

Gautam vai at first I want to give you a lot of thanks for this most helpful post. I am new to TT. But I always read your posts and feel very interesting. I have learned more things from you. I am very very pleased to you. But I have a problem, If you solve it I will be gratefulness to you till end of earth.

আপনার এই জিনযার (মানে আদা) নামের সফটওয়্যারটি আমি ডাউনলোড করেছি। এটা মাত্র 777.some KB. সহজেই ডাউনলোড হয়েছে বটে, কিন্তু ইনস্টল হচ্ছে না। অনেক সময় নিয়ে একটা বৃত্তের মত হয়ে ভউ হয়ে থাকে, কিছু প্রগ্রাম দেখায় এবং শেষে বন্ধ হয়ে যায়। আপনি যেভাবে বললেন “মাইক্রোসফট ওয়ার্ড এ যখন আপনার লেখা শেষ হবে এই ওপেন করে চালু করে দিন । এটি চালু করা অবস্তায় আপনার মনিটরের একেবারে উপরে মাঝ খানে থাকে, এমনিতে লুকানো থাকে কিন্তু মাউসের কার্সর নিয়ে গেলে সামনে আসে, এবার ওখান থেকে চশমা আইকনে ক্লিক করুন দেখেন কাজ শুরু হয়ে গেছে” , আমার লেপটপে সেরকম হচ্ছে না। আমার মনে হচ্ছে সঠিক ভাবে ইনস্টল হচ্ছে না। দয়া করে বলবেন কি কিভাবে আমি এই সফ্টওয়ারটি ব্যাবহার করতে পারি ? Please don’t DEPRECATE me. I will be waiting to your help/answer. Have a great day, Manir.

    @manir788: That is online installer. So you have to wait….about ….30 to 1 hour to install it. I think you got it.

Level 2

গোতম ভাই ধন্যবাদ,সুন্দর একটা পোষ্টের জন্য ,ভাই আপনি বলেছেন আপনার ব্লগে হাই পি আর কিওয়ার্ড লিস্ট আছে কিন্তু আমি পেলাম না যদি দিতেন উপকৃত হতাম।