আমরা সকলেই জানি যে গোগুল অ্যাডসেন্স হল সবচেয়ে বিশ্বস্ত অ্যাড প্রভাইডার । আমরা অনেকেই আছি যারা শুধু মাত্র অ্যাডসেন্স দিয়ে উপার্জন করার জন্য ব্লগ বা ওয়েবসাইট বানাই । কিন্তু বেশিভাগের ক্ষেত্রেই অ্যাডসেন্স টাকা উপার্জন করা সম্ভব হয়ে ওঠেনা । কিছু নিয়ুম কানুন মেনে চললেই অ্যাডসেন্স থেকে সহজে আয় করা যায় । কিন্তু বিপত্তির বিষয় হল অ্যাডসেন্স এর নিয়ম কানুন গুলো মেনে চলা অনেক কঠিন আর এই কঠিনের জন্যই বেশিভাগ মানুষ সফল হতে পারেনা । অ্যাডসেন্স সম্পরকে যা জানলাম তা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আজ বর্ণনা করবো ।
প্রথমত অ্যাডসেন্স কে আমি সাধনা বলে থাকি কারন সাধনা ছাড়া অ্যাডসেন্স থেকে উপার্জন সম্ভব না । আর যারা অ্যাডসেন্স এর আশায় সাইট তৈরি করলেন তাদের অবশ্যই অনেক ধৈর্য ও সাধনা থাকতে হবে । আমরা মুসলমান আর আমাদের গাইড লাইন হচ্ছে পবিত্র কুরআন , কুরআন মেনে চললে আমরা যেমন প্রকৃত মুসলমান হতে পারব ঠিক ওইরকম ই অ্যাডসেন্স এর টার্ম অ্যান্ড কন্ডিশন গুলো হল ব্লগার দের গাইড লাইন। অর্থাৎ যে অ্যাডসেন্স মেনে চলবে সেই সফল হবে । আর সাবধান হওন, কারন প্রথমে অনেকেই আপনাকে টাকা দিয়ে অ্যাডসেন্স আকাউন্ট কিনার অফার করবে, কখনোই এসব আকাউন্ট কিনবেন না । কারন এসব আকাউন্ট যেকোনো সময় ব্যান হয়ে যেতে পারে । আর একটা অ্যাডসেন্স আকাউন্ট সাইট থেকে ব্যান হওয়া মুটেও ভালো লক্ষন না ।
তাই সকলেই সাবধান হউন এবং নির্দিষ্ট নিয়ম মেনে লিগালি অ্যাডসেন্স আপ্রোভ করান এবং সতর্ক থেকে টাকা উপার্জন করুন । অ্যাডসেন্স সম্পরকে আরও বিস্তারিত তথ্য জানতে হলে এই সাইট থেকে ঘুরে আসতে পারেন ।
আমি Hafiz Rakib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কথাগুলু মোটেও গুরুত্বপূর্ণ নয়। আপনার একটা বাক্লিঙ্ক দরকার বলেই কি এভাবে মানুশের সময় নষ্ট করলেন ? যদি অন্তত ২/৪ টা লিঙ্ক ওই রিলেটেড শেয়ার করতেন তবু মনকে বুঝাতে পারতাম।
বিরক্ত হইলাম ভাইজান, খুবি বিরক্ত হইলাম । এর পর থেকে আপনার পোস্ট দেখলেই দৌড় দেওয়া লাগবে।