অ্যাডসেন্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা , না দেখলে চরম মিস।

আমরা সকলেই জানি যে গোগুল অ্যাডসেন্স হল সবচেয়ে বিশ্বস্ত অ্যাড প্রভাইডার । আমরা অনেকেই আছি যারা শুধু মাত্র অ্যাডসেন্স দিয়ে উপার্জন করার জন্য ব্লগ বা ওয়েবসাইট বানাই । কিন্তু বেশিভাগের ক্ষেত্রেই অ্যাডসেন্স টাকা উপার্জন করা সম্ভব হয়ে ওঠেনা । কিছু নিয়ুম কানুন মেনে চললেই অ্যাডসেন্স থেকে সহজে আয় করা যায় । কিন্তু বিপত্তির বিষয় হল অ্যাডসেন্স এর নিয়ম কানুন গুলো মেনে চলা অনেক কঠিন আর এই কঠিনের জন্যই বেশিভাগ মানুষ সফল হতে পারেনা । অ্যাডসেন্স সম্পরকে যা জানলাম তা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আজ বর্ণনা করবো ।

প্রথমত  অ্যাডসেন্স কে আমি সাধনা বলে থাকি কারন সাধনা ছাড়া  অ্যাডসেন্স থেকে উপার্জন সম্ভব না । আর যারা  অ্যাডসেন্স এর আশায় সাইট তৈরি করলেন তাদের অবশ্যই অনেক ধৈর্য ও সাধনা থাকতে হবে । আমরা মুসলমান আর আমাদের গাইড লাইন হচ্ছে পবিত্র কুরআন , কুরআন মেনে চললে আমরা যেমন প্রকৃত মুসলমান হতে পারব ঠিক ওইরকম ই  অ্যাডসেন্স এর টার্ম অ্যান্ড কন্ডিশন গুলো হল ব্লগার দের গাইড লাইন। অর্থাৎ যে  অ্যাডসেন্স মেনে চলবে সেই সফল হবে । আর সাবধান হওন, কারন প্রথমে অনেকেই আপনাকে টাকা দিয়ে  অ্যাডসেন্স আকাউন্ট কিনার অফার করবে, কখনোই এসব আকাউন্ট কিনবেন না । কারন এসব আকাউন্ট যেকোনো সময় ব্যান হয়ে যেতে পারে । আর একটা  অ্যাডসেন্স আকাউন্ট সাইট থেকে ব্যান হওয়া মুটেও ভালো লক্ষন না ।

তাই সকলেই সাবধান হউন এবং নির্দিষ্ট নিয়ম মেনে লিগালি অ্যাডসেন্স আপ্রোভ করান এবং সতর্ক থেকে টাকা উপার্জন করুন ।  অ্যাডসেন্স সম্পরকে আরও বিস্তারিত তথ্য জানতে হলে এই সাইট থেকে ঘুরে আসতে পারেন ।

Level 0

আমি Hafiz Rakib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কথাগুলু মোটেও গুরুত্বপূর্ণ নয়। আপনার একটা বাক্লিঙ্ক দরকার বলেই কি এভাবে মানুশের সময় নষ্ট করলেন ? যদি অন্তত ২/৪ টা লিঙ্ক ওই রিলেটেড শেয়ার করতেন তবু মনকে বুঝাতে পারতাম।

বিরক্ত হইলাম ভাইজান, খুবি বিরক্ত হইলাম । এর পর থেকে আপনার পোস্ট দেখলেই দৌড় দেওয়া লাগবে।

    @engr.robin: ভাই এটা নতুন দের জন্য ।

    @engr.robin: সহমত মিঃ রবিন, শুধু শুধু ১০ টা মিনিট গেল । অজথা বকে গেল, কাজের কোন কথা ই নেই, মিয়া !!!!!

Level 0

ভাই আপনার লেখায় আর একটু মসলা হলে ভালো হত। আমিও একটা ‍সাইট বানাইছি। 91 টা ইউনিক পোষ্ট ও করছি। কিন্তু এ্যাসেন্স বলতেছে, কনটেন্ট কম। কি যে করি। বুঝতে পারছি না। কেউ অভিজ্ঞ থাকলে দয়া করে একটু হেল্প করেন। আমার সাইটি http://foodsworld.info

Level 0

ভাই আমার একটা সাইট আছে যে খানে আমি এডসেন্স পেয়েছিলাম, কিন্তু কয়েকদিন পর দেখি আর এডস নেই। আমার ধারনা এডসেন্স ব্যান করে দিয়েছে। আমার প্রশ্ন হল আমি কি আবার এডসেন্স পাব? পাইলে কি ভাবে তা সম্ভব দয়া করে জানাবেন জানালে খুব খুব কৃতঞ্ থাকবো
আমার সাইট টি এখানে
http://www.tutorialcenters.com/

    @Mijan: ভাইয়া আপনার ভিসিটর খুব ই কম। আগে ভিসিতটর বাড়ান । তারপর প্রাইভেছি পলিছি পেজ যুক্ত করুন, সাইট লিঙ্ক এন বাড়ান । তারপর অ্যাডসেন্স চালানুর মত অবস্থায় আসলে আগের আকাউন্ট এর জন্য আপিল করুন…। ধন্যবাদ