কেন Adsense ব্যান হয় ? না দেখলে মিস করবেন

কেমন আসেন টেকটিউনস বন্ধুরা । আশা রাখি সবাই ভাল আছেন। কিন্ত আমি বেশি ভাল নাই কারন আজকেই আমার Adsense account ব্যান করে দিয়েছে। এই বার নিয়ে ৭বার আমি ব্যান খেলাম। কিন্ত আমি আশা ছারছি না। আমি Adsense থেকে সফল হবই......। তাই আজ লিখতে বনলাম কি কি কারনে Adsense account ব্যান হতে পারে ।

আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই লিখেছি এই টিউনটি ভুল হলে ক্ষমা করবেন। এখন আশাজাক মুল কথায় ঃ  Bloging জগতে ইনকামের সবচেয়ে সহজ পদ্ধতি হল Adsense। আমাদের দেশে Adsense পাওয়াই দুসকর আবার পেলেও আমাদের কিছু ভুলের কারনে Adsense থেকে প্রাপ্ত ফলাফল পাই না বরঙ ব্যান করে দেয় আমাদের Account  এবং আমরা হতাশ হয়ে পরি কিন্ত হতাশ হবার কন কারন নাই আপনি একতু ভাল ভাবে খেয়াল রেখে Adsense ব্যবহার করলে সমস্যা নেই।

দেখুন কেন ব্যান হয় Adsense ।

  • নতুন website অথবা blog এ Adsense add বসালে ব্যান খাও সমভাবনা থাকে।
  • নিজের add এ নিজে click করলে adsense account ব্যান হবে।
  • SEO এর কাজ শেস না করে add বসালে adsense account ব্যান হতে পারে।
  • বিভিন্ন সামাজিক website এ seo করার সময় adsense account ব্যান হতে পারে।
  • Refaral link এর মাধ্যমে বেশি visitor আসলে adsense account ব্যান হতে পারে।
  • একটি page এ ৩টির বেশি add বসালে account ব্যান হতে পারে।
  • Copy paste content ব্যবহার করলে adsense account ব্যান হবে।
  • Pornografi or sexul content post করলে ব্যান খাবেন।

ভাইয়ারা post টি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার লেখা সারথক হবে। অবশ্যই আমাকে comment করবেন

ইচ্ছে করলে আমার website থেকে ঘুরে আসতে পারেন । ধন্যবাদ সবাইকে

Level 0

আমি tariqul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

sundor hyse post ta. amar ai site ao adsense lagaisi. kobe j ban khai.

http://codesschool.blogspot.com

    @Mathapocha: আপনার মত আমিও ড্রপডাউন মেনু বসাতে চাই, কিন্তু আমি Blogspot এ নতুন তাই, ড্রপডাউন মেনু ব্যবহার করতে পারছি না, একটু সাহায্য করুন।

Level 2

MATHA VAI KOTHAAI ADD LAGAICEN DEKLAM NA TO

    Rockuzz ভাই ১৪ july সকালে আমার Adsense accoun ban হয়েছে ।

তারিকুল ইসলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার বাস্তব জীবনের গুগল অ্যাডসেন্স সম্মন্ধে অভিজ্ঞতা সেয়ার করার জন্য। তবে আমি আপনার সবগুলো পয়েন্টের সাথে একমত নই।

যেমনঃ
নতুন website অথবা blog এ Adsense add বসালে ব্যান খাও সমভাবনা থাকে। >> এটা ঠিক না, নতুন ব্লগ বা ওয়েব সাইটে ও এড দেয়া যাবে জদি তা কমপ্লিট সাইট হয়।

নিজের add এ নিজে click করলে adsense account ব্যান হবে। >> এটা ১১০% সঠিক।

SEO এর কাজ শেস না করে add বসালে adsense account ব্যান হতে পারে। >> SEO তোঁ সাইটের জন্য সারা জীবন করতে হবে জত দিন আপনার সাইট থাকবে।

বিভিন্ন সামাজিক website এ seo করার সময় adsense account ব্যান হতে পারে। >> সামাজিক সাইটে SEO করলে adsense account ব্যান করেনা, adsense account ব্যান করে Invalit click করলে এবং আতিরিক্ত Spaming করলে।

Refaral link এর মাধ্যমে বেশি visitor আসলে adsense account ব্যান হতে পারে। >> এটা ঠিক নয়।

একটি page এ ৩টির বেশি add বসালে account ব্যান হতে পারে। >> ভাই আপনি পেজে কেন এড বসাবেন ? আপনি এড বাসাবেন হোম পেজে তাহলে ভিজিটর আপনার সাইটের যেখানে অবস্থান করুকনা কেন এড শো করবে। আর Content এবং সাইটের উপর ডিপেন্ড করে ৫টি পর্যন্ত এড দেয়া যায়।

Copy paste content ব্যবহার করলে adsense account ব্যান হবে। >> ১০০% সঠিক।

Pornografi or sexul content post করলে ব্যান খাবেন। >> ১০০% সঠিক।

আর হাঁ আপনাদের যদি গুগল অ্যাডসেন্স প্রোয়জন হয় তাহলে এখানে দেখুন
মাত্র ২ ঘণ্টায় Google AdSense Account Approved কোন ওয়েব সাইট বা ব্লগের প্রোয়জন নেই, প্রোয়জন শুধু মাত্র পেই নেম আর সময় দুই দিন। ব্যাস পেয়ে যাবেন আপনার গুগল অ্যাডসেন্স এ্যাকাউন্ট।

    Google adsense চায় Search Engine এর মাধ্যমে site এ visitor আসুক। কারন google adsense boot দেখে কি keyword দিয়ে একজন visitor ওয়েবসাইটে প্রবেশ করে সেই keyword এর উপর ভিত্তি করে adsense add show হয়। তাই আমরা যখন নতুন site এ adsense add বসাই তখন প্রথম seo করার সময় রেফারাল লিংক থেকে অনেক ভিসিতর আসে তখন ব্যন খাওয়ার সমভাবনা থাকে। আর ১টি site যখন page rank পায় জায় তখন refaral link এর চেয়ে Search engine থেকে বেশি visitor আসে তাই এই কারনে ব্যন খাওয়ার সমভাবনা নাই বললেই চলে। আর আমরা যখন Social site এ লিঙ্ক শেয়ার করি এবং বুক মারকিং করি তখন রেফারাল লিঙ্ক থেকে অনেক ভিসিতর আসে জার কারনে ব্যন খাওয়ার সমভাবনা থাকে। কারন গুগোল দেখে Search engine থেকে কতজন visitor আসে এবং Refaral link থেক কতজন ভিসিতর আসে এবং Add click ইতিহাস analytic করে তারপর ব্যন হয় অথবা হয় না।
    আর একটি পেইজ এ ৩টির বেশি Add code বসান জাবেনা আর Home পেইজ এ adsense add বসান একদম নিশেধ। ৩টির বেশি add বসালে per click income অনেক কম হয়।

    জ়াহাংগির কবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

ইমেজ বা ছবির গা ঘেষে ইমেজ এড বসালে এডসেন্স ব্যান হবে এটা লেখেন

আপনাকে ধন্যবাদ

টেকটিউনস -এ সাইটের লিঙ্ক শেয়ার করলেও ব্যান হতে পারেন।

ভাই এর কোন লিমিট নাই? যে এতোবার ব্যান করলে আর এড দিবে না? নাকি যতবার ব্যান করবে আপনার তাদের রিকোয়েষ্ট করলে আনব্যান করব? বা ব্যান করলে আবার একাউন্টটি ফিরিয়ে আনা যায় কিভাবে?

    আসলে google adsense এর policy program এবং Term & condition এর আওতায় যদি আপনার account ব্যান হয় তাহলে আপনার account ফিরিয়ে দিবে না গুগোল adsense । তবে ভুলহসত আপনার account ব্যান হয় তাহলে apply করলে আপনি আপনার account ফিরে পেতে পারেন। আর কিভাবে apply করে সেতা আমি ভাল জানিনা।

Vai Adsense Use Na Korle Eto Tension Thakena…

Level 0

সবার মাঝে কেন জানি এ্যাডসেন্স একাউন্ট বিক্রি করার প্রবণতা বেড়েই চলছে। কেউবা 500 কেউবা 3000 । আসলে কি কিছু টাকার বিনিময়ে ব্লগিং এ অনঅভিজ্ঞ লোকদের একাউন্ট দিয়ে কি লাভ? কিছু দিন পর ব্যান।
এসব ব্যবসা বাদ দেন ভাইয়েরা। মাঝে মাঝে খুব রাগ ওঠে, তখন ইচ্ছে করে আপনাদের 2 ঘন্টায় একাউন্ট করার গৌরব শেষ করে দিতে। এ্যাডসেন্স সোনার হরিণ ছিল সেটাকে সোনার হরিণ ই থাকতে দেন। কষ্ট করে পেলে সেটার কদর থাকবে।