কেমন আসেন টেকটিউনস বন্ধুরা । আশা রাখি সবাই ভাল আছেন। কিন্ত আমি বেশি ভাল নাই কারন আজকেই আমার Adsense account ব্যান করে দিয়েছে। এই বার নিয়ে ৭বার আমি ব্যান খেলাম। কিন্ত আমি আশা ছারছি না। আমি Adsense থেকে সফল হবই......। তাই আজ লিখতে বনলাম কি কি কারনে Adsense account ব্যান হতে পারে ।
আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই লিখেছি এই টিউনটি ভুল হলে ক্ষমা করবেন। এখন আশাজাক মুল কথায় ঃ Bloging জগতে ইনকামের সবচেয়ে সহজ পদ্ধতি হল Adsense। আমাদের দেশে Adsense পাওয়াই দুসকর আবার পেলেও আমাদের কিছু ভুলের কারনে Adsense থেকে প্রাপ্ত ফলাফল পাই না বরঙ ব্যান করে দেয় আমাদের Account এবং আমরা হতাশ হয়ে পরি কিন্ত হতাশ হবার কন কারন নাই আপনি একতু ভাল ভাবে খেয়াল রেখে Adsense ব্যবহার করলে সমস্যা নেই।
দেখুন কেন ব্যান হয় Adsense ।
ভাইয়ারা post টি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার লেখা সারথক হবে। অবশ্যই আমাকে comment করবেন
ইচ্ছে করলে আমার website থেকে ঘুরে আসতে পারেন । ধন্যবাদ সবাইকে
আমি tariqul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundor hyse post ta. amar ai site ao adsense lagaisi. kobe j ban khai.
http://codesschool.blogspot.com