আউটসোর্সিং নিয়ে চলছে নতুন প্রতারণা

আউটসোর্সিং নিয়ে নতুন ফাঁদ

ডুল্যান্সার বন্ধ হয়েছে দেখে আউটসোর্সিং নিয়ে প্রতারনা বন্ধ হয়েছে, এটা বলা ঠিক হবেনা। এখনও কুচক্র মহল আউটসোর্সিং নিয়ে নতুন নতুন ফাঁদ পাতছে। অ্যাডসেন্সের মাধ্যমে ইনকামের প্রতি সবার আগ্রহ অনেক বেশি। অনেক জায়গাতে শুনি, অ্যাডসেন্স একাউন্ট কেনা বেচা হয়।আবার অনেক ট্রেনিং সেন্টারের অফার থাকে, কোর্সে ভর্তি হলে অ্যাডসেন্স একাউন্ট ফ্রি কিংবা এটাও শুনেছি, ঢাকার কিছু কিছু ট্রেনিং সেন্টার অ্যাডসেন্সের কোর্স করায় যার ফি ৮,০০০টাকা।

এখন কি করবেন?

আপনি ২০০০-৫০০০ টাকা দিয়ে অ্যাডসেন্স কিনলেন, কিনে খুবই সন্তুষ্ট হলেন। বাঙ্গালীরা কাজ না করে কিছু পেলেই সবচাইতে বেশি খুশি হয়। এবার আপনার নিজের ওয়েবসাইটে অ্যাডসেন্সের অ্যাড বসালেন। দেখে এবার খুব খুশি। দুইুদন পর দেখলেন, অ্যাডসেন্স উধাও। তার মানে বিসমিল্লাহ বলে ২০০০-৫০০০ টাকা পুরো জলে ফেলে দিলেন। অ্যাডসেন্সের ব্যাপারে না শিখে কাজ করলে এ অবস্থা হবেই।

তারমানে এখন আপনার ভাবনাতে আসল নতুন ভাবনা। খোজ শুরু করলেন, কারা অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা শিখায়? যারা এটি ট্রেনিং দেয়, তারা অন্তত প্রতারকনা। একটি ট্রেনিং সেন্টার পেলেন, যেখানে ৮০০০ টাকাতে অ্যাডসেন্স শেখায়। এরকম একজন এসেছিল সেদিন আমার কাছে। সে বলছিল, কোন একটি ট্রেনিং সেন্টার নাকি একাজ করে। আসলে অনেক ট্রেনিং সেন্টার এ ধরনের লোভনীয় ফাঁদ পেতে নিজেদের পকেট ভরাট করছে।

কারন অ্যাডসেন্স পাওয়ার জন্য কিংবা অ্যাডসেন্স হতে আয়ের জন্য ট্রেনিং দরকার হয়না। আপনার ইনকামের জন্য ওয়েবসাইটে ভিজিটর আনা শিখতে হবে, যেটাকে বলা হয় এসইও। সুতরাং শিখতে হবে এসইও কোর্স। এস ই ও এমন একটা জিনিস যেঁটা শিখতে গেলে আপনার সব সেক্টর থেকে মোটামুটি একটু একটু করে শিখা হবে। তারপর অ্যাডসেন্স কিভাবে পেতে হবে সেটা এমনি এমনি আপনি শিখে যাবেন। কারন তখন আডসেন্স এর নিয়ম কানুন গুলো আপনার জানার ইচ্ছে জাগবে। আপনার সাইটের ভিজিটর নেই আডসেন্স দিয়ে কি পূজা করবেন। তাই ভিজিটর কথা মাথায় রেখে এস ই ও করতে হবে।

যখন  এসইও শিখে গেলেন, মানে ওয়েবসাইটে ভিজিটর আনতে পারেন্। তখন আপনি অ্যাডসেন্স, অ্যাফিলিয়েশন্স, ব্লগিংয়ের মাধ্যমে আয়, লিংক বিল্ডিংয়ের মাধ্যমে আয়, ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আয় করতে পারবেন। আবার পুরো ওয়েবসাইটকে গুগলের সার্চের ফলাফলে টপ পজিশনে আনার কাজও করতে পারবেন। এসইও করার পর আবার আলাদা টাকা দিয়ে অ্যাডসেন্স, অ্যাফিলিয়েশন্স কেন শিখতে হবে? যারা এ কাজ করে তারা শেখানোর মানসিকতার চাইতে ব্যবসা করার মানসিকতা বেশি।

আরও সাবধান থাকুনঃ

আয়ের ব্যপারে আরও বিশালভাবে চিন্তা করুন। অনলাইন আয় করার ক্ষেত্রে কেন আপনার লক্ষ্য হবে মাত্র ডাটা এন্ট্রি করে ২০০০-৩০০০ টাকা আয়। আউটসোর্সিং করার কারনে অনেক স্টুডেন্টের বর্তমান মাসিক আয় ৫০,০০০ টাকা থেকে ১লাখ টাকা। তারাও একসময় আপনার মত অবস্থানে ছিল। সেখান থেকে ৩-৪ মাসের চেষ্টাতে আজকের এ অবস্থান।  সেই স্টুডেন্টগুলো পারলে আপনি না পারার কোন কারন নাই।

তারপরও আপনি পারছেননা। কারন আপিন খুজছেন ক্লিক করে ইনকাম, ডাটা এন্ট্রির মাধ্যমে ইনকামের মত পথগুলো। এগুলো মাধ্যমে হয়ত আপনি পারবেন ইনকাম করতে। কিন্তু সেটা হবে মাত্র ২-৩ মাসের জন্য। কিন্তু আপনার লাইফ ২-৩মাসের না। আপনার আয়ু ৮০-৯০ বছরের। সুতরাং কমপক্ষে ৫০ বছর যাতে আয় করতে পারেন, সেভাবে প্রস্তুতি নিন।

সচেতন হউন। নিজেকে ঠকানোর সুযোগ যদি আপনি নিজেই করে দেন, তাহলেতো কারও কিছুই করার নাই।

কোন পরামর্শের জন্য, ফেসবুক গ্রুপে প্রশ্ন করুন।

Level 0

আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 102 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

একদম ফাটাফাটি পোষ্ট !

সুন্দর

Level 0

good job……

Level 0

Ami ai sate dia adsene use korte pari http://www.bookbd.net/

    Level 0

    @bookbe.net: এটা কি ব্লগ কমেন্টিং মাধ্যমে এসইও?? এটাই ব্লগ কমেন্টিং করার সঠিক পদ্ধতি। অবশ্যই এথানে অ্যাডসেন্স পাবেন।

এডসেন্স কিনে ঠিকমতো চালাতে পারলে কি কোন সমস্যা হবে ভাই???

    Level 0

    @অর্নব: কেন অ্যাডসেন্স কিনতে যাবেন? আপনার কোন ওয়েবসাইটে ভিজিটর থাকলে শুধুমাত্র এপ্লাই করেন। আর সেটার জন্য শুধুমাত্র ফরম পুরন করতে হবে, যে রকম ভাবে আপনার মেইল একাউন্ট করার জন্য পুরণ করেছিলেন। সুতরাং এটার জন্য কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নাই। টাকা খরচ করতে চাইলে ওয়েবসাইটে ভিজিটর আনার পদ্ধতি শেখার জন্য টাকা খরচ করুন।

Level 0

ekram.cit VAI AMAR SITE ADSENSE USE KORTE PARBO

    Level 0

    @bookbe.net: অবশ্যই পারবেন। অ্যাডসেন্স সহজে পাওয়ার জন্য আপনার ওয়েবসাইটে কয়েকটি পেজ খুলুন।contact, privacy policy, terms & condition

Level 0

Bangli(sobai noi) ja dore ekbare……………

Probashi sector, garment sector etc almost shesh!(keno motamoti sobai ….,)

Eknon freelancing baki?

thanks for meaningful post.

Level 0

ekram.cit VAI AI GULA BUJLAM NA AKDU CLEAR KORI BOLEN PLEASE contact, privacy policy, terms & condition

Level 0

ekram.cit VAI APNER FACEBOOK LINK TA DEN

Level 0

upore profile e to amr facebook id dewa ase. https://www.facebook.com/ekramict

apnar marketing policy ta hevy socetonmulok and marketing post

Level 0

আপনার আয়ু ৮০-৯০ বছরের

সহমত না।
এখন আমি যদি পালটা আপনাকে প্রশ্ন করি, আপনার আয়ূ কতদিনের, কী জবাব দিবেন?
এসব বিষয়ে সবসময় অনিশ্চয়তা সূচক বাক্য ব্যবহার করা বাঞ্ছনীয়।
আশা করি ভুল বুঝবেন না।

Level 0

bdboy: এখানে পোস্টদাতা আয়ুর ব্যাপারটাকে কেবলমাত্র উদাহরন হিসেবে ব্যাবহার করেছে। পোষ্টটি কিন্তু আপনি কতো বছর বেঁচে থাকবেন এই সংক্রান্ত বিশ্লেশন না। পোষ্টের মূল আলোচনায় আসুন।

Level 0

আপনার কথায় পুরোপুরি একমত ভাই। 🙂

AWESOME

Level 0

thanks

Level 0

https://www.facebook.com/groups/webseoguide/doc/540964285939188/

লেখাটা অধিকাংশ লেখা এখান থেকে কপি করে আনা হয়েছে।

টেকটিউনস এর অ্যাডমিন দের ব্যাপারটা দেখার জন্য অনুরোধ করা হল

Level 0

লেখা কপি করা বলতে লেখার থিম এর মাঝ থেকে লেখা নিয়ে নিজেই বানিয়ে দিছেন।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।