প্রায় ২ বছর আগে আমি Google Adsense এ একটা এক্যাউন্ট খুলি। কিন্তু নিজের কোন ওয়েব-সাইট না থাকায় অ্যাড এর জন্য Apply করতে পারিনি। অবশেষে ২ দিন আগে আমি ব্লগার.কম এ যেয়ে একটি পেজ বানাই এবং অ্যাডসেন্সে অ্যাড এর জন্য Apply করি যদিও আমার পেজে মাত্র ৪ টি পোস্ট/আর্টিকেল রয়েছে।
আমি জানি যে আমাকে আরো কমপক্ষে ১৫-২০ টি ইউনিক আর্টিকেল লিখতে হবে। যাইহোক, অ্যাডসেন্সে অ্যাড এর জন্য Apply করার পর ওরা আমার অ্যাডসেন্স এক্যাউন্টে প্রথমে ২টি এবং পরে আরো ২টি অ্যাড কোড পাঠায় এবং আমি তা আমার পেজে বসাই। যদিও আমি ছাড়া অন্য কেউ সেই অ্যাড গুলো দেখতে পাচ্ছেনা। যতদূর শুনেছি, অ্যাডসেন্স নাকি পরীক্ষামূলক ভাবে এই কোডগুলো পাঠিয়েছে। ওরা নাকি ২-৩ দিন পর সাইট রিভিউ করে সিদ্ধান্ত নেবে যে আমার সাইট ওরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ করবে কিনা।
আমি যেহেতু এই ব্যাপারে নতুন এবং তেমন কোন অভিজ্ঞতা নেই, তাই এখানে যারা বিশেষজ্ঞ বড় ভাইয়েরা আছেন তারা অনুগ্রহ করে আমার সাইটটি দেখে যদি পরামর্শ দিতেন তাহলে খুব উপকৃত হতাম।
আমার সাইটের লিঙ্কঃ http://studio89-bd.blogspot.com/
ধন্যবাদ।
আমি anik07bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সাহায্য করব আমাকে কল করুন ০১৭৫৪৭২০২৫৫