Adsense এখন সোনার হরিণ হয়ে গেছে। অনেক নিয়ম কানুন দেখেছি। সব সময় আমার মনে হয়েছে আমি এটা পাব না। এত নিয়ম নিতি নিয়ে যে ভাবে টিউন দেখেছি!!!!! যাই হোক, আমি কারো সাহায্য ছাড়া Adsense পেয়েছি ,তবে Techtunes কে আন্তরিক ধন্যবাদ কারন এটা আমাকে শিখিয়েছে।
আসলে আমি এ ব্যাপারে অভিগ্য নই,তার পর ও নতুনদের উপকার হবে।মুল কথায় আসি, আমি ৬-৭ মাস আগে ব্লগ করার সিদ্ধান্ত নেই,ভাবলাম টাকা যেহেতু এত সহজে ইনকাম করা যায় তো চেষ্টা করি।webnode থেকে free website খুললাম । আর পোষ্ট করলাম copy করে। Adsense এ apply করলাম but ওই problem copyright । হল না , এ ব্যপারে ওনেক চেষ্টা করলাম ও অনেক সময় নষ্ট করলাম । তারপর আমি এটা ছেরে দিলাম।গত মাসে আমি আবার সিদ্ধান্ত নিলাম ব্লগিং করব কারন এটা ছাড়া আর আয় করার পদ্ধতি আমি জানি না।তাই আমি Blogspot থেকে Site খুলি এবং পষ্ট করি copy করা ছারা । আবার Adsens এ Apply .কিন্ত নিরাশ।একই সমস্যা। Techtune থেকে নিয়ম গুলা দেখে আবার চেষ্টা,প্রতিদিন পোষ্ট করলাম তাও একই ফল,এরপর পষ্ট গুলা check করে Delet করলাম, মাত্র 2 টা রেখে সব বাদ, এরপর আমাকে copyright না দেখেয়ে review রাখতে লাগল এরকম ২০-২৫ বার Apply করে review পর্যন্ত ।এর পর কিছু পরিবর্তন আনলাম
১/Templet টা white দিলাম
২/এমন Article লিখলাম যেটা নিয়ে বিজ্ঞাপন হয়
3/4 টা পোষ্ট করলাম
4/blog টা simple রাখলাম
5/Adsens এ apply
6/ আবার review
7/Finaly approve
আমার ব্লগে কি কি ছিলো সেটা বলি।
১/Blogger.com থেকে খোলা,
২/April 13 তারিখে খুলেছি
৩/ .Tk Domain
৪/ এ মাসের ৯ তারিখে Approve
আমি মনে করে ছিলাম ফ্রী গুলায় Adsens Approve করা সহয হবে না। এ সম্পের্কে অনেক পোষ্ট ও দেখেছি।আবার কমপক্ষে ২০-২৫ টা পোষ্ট থাকা লাগবে, Visitor লাগবে...। ইত্যাদি ইত্যাদি।
এগুলা কিছুই লাগে না। ভালো মানের Contain ই আসল।আর অবশ্যই Blog e Privacy নামক পেজ রাখবেন । আমি সব গুছিয়ে লিখেতে না পারার জন্য দুঃক্ষিত
আমি কিভাবে আমার BLOG এ VISITOR বাড়াতে পারি ??? এ সম্পর্কে কেউ সাহায্য করলে উপকারিত হতাম।
আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেয।
আমি Tanvir hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
.tk domain!!!! Eta ki possible???