গুগল অ্যাডসেন্স নিয়ে নতুন ইউজারদের করা কিছু প্রশ্নের উত্তর

গুগল অ্যাডসেন্স এর বিশ্বস্ততার কারনে সকলেই এটা পছন্দ করেন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না তারপরও কিন্তু থেমে নেই। যথা সাদ্ধ্য চেষ্টা করে চলেছেন প্রতি নিয়ত। আর নতুন ইউজার রা অ্যাকাউন্ট পাবার পরও বিভিন্ন প্রশ্নের সম্মুক্ষীন হচ্ছেন। তারা আমাকে ফেসবুক এ মেসেজ এবং মোবাইল ফোন এবং এসএমএস করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছেন। এছাড়া ইউজার রা ফেসবুক এর গুগল অ্যাডসেন্স গ্রুপে বিভিন্ন ধরণের প্রশ্ন করেছেন। তারা হয়তো তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন বা পাননি। আমার এই পোস্টই মূলত তাদের করা বিভিন্ন প্রশ্নের সংকলন। এখানে আমি আমার মতো করে তাদের কিছু প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবো। তাহলে আসুন জেনে নেই কি ছিল তাদের প্রশ্ন আর আমার উত্তর-

(১) বাংলা সাইটে কি গুগল অ্যাড দেয়?

উত্তরঃ হ্যাঁ দেয়। যার উৎকৃষ্ট উদাহরণ- টেকটিউন্স। আমি নিজেও বাংলা সাইটে অ্যাডসেন্স ব্যবহার করি। আর সেখানে ভালো ভাবেই অ্যাড আসে।

(২) অ্যাডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করে না তবে অ্যাড আসে কিভাবে?

উত্তরঃ অ্যাডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করে না এটা সত্য। আর বাংলা ভাষাতে তৈরি সাইটেও অ্যাড দেয় এটাও সত্য। আপনার প্রশ্ন হলো তাহলে কিভাবে দেয়? আসলে আমার যেটা মনে হয়। অ্যাডসেন্স সাইটের কন্টেন্ট ছাড়াও ভিজিটরের লোকেশনের উপর নির্ভর করেও অ্যাড প্রদর্শন করে। আপনি হয়তো খেয়াল করেছেন কি না জানি না। বাংলাদেশ থেকে ভিজিট করার সময় বিক্রয় ডট কম, ফেসবুক, গ্রামীনফোন সহ বিভিন্ন ধরণের অ্যাড দেয়। Adwords এর বিজ্ঞাপন দাতারা অনেক সময় জিও লোকেশন টার্গেট করে সাইটে অ্যাড দিয়ে থাকে। এজন্য বাংলা সাইটেও অ্যাডসেন্স থেকে অ্যাড দেখা যায়।

(৩) বাংলা সাইট দিয়ে অ্যাপ্লাই করলে কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া যাবে?

উত্তরঃ আপনি তো জানেনি অ্যাডসেন্স সাপোর্টেড ল্যাংগুয়েজ লিস্টে বাংলা ভাষা নেই। তাই বাংলা ভাষায় তৈরি করা সাইট দিয়ে অ্যাপ্লাই করলে আপনার আবেদন গ্রহন যোগ্য হবে না। অ্যাডসেন্স পাবার সম্ভাবনা নেই বললেই চলে। (পরীক্ষিত)

 (৪) বাংলা সাইটে অ্যাড দেখানোর জন্য আমি কি করতে পারি?

উত্তরঃ বাংলা সাইটে অ্যাড দেখানোর পুর্বে আপনাকে একটা ইংরেজি বা অ্যাডসেন্স সাপোর্টেড ভাষায় তৈরি সাইট দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। তারপর আপনি বাংলা সাইটে অ্যাড দিন। যা সবাই করে।

(৫) অ্যাডসেন্স পাবার পর কি কপি পেস্ট করা যাবে?

উত্তরঃ এভাবে আর কতদিন? অন্যের কন্টেন্ট কপি পেস্ট না করে ঐ বিষয়টা নিয়ে নিজে ভেবে আপনার মত করে তৈরি করুন তাহলে দেখবেন সম্পুর্ন ইউনিক হয়ে গেছে।

(৬) কপি না করে যদি টাইপ করে দেই তাহলে কি ইউনিক হবে?

উত্তরঃ পরীক্ষায় নকল করা বলতে আপনি কি বুঝেন? যারা এমন প্রশ্ন করেন তারা অবশ্যই এটার উত্তর কমেন্ট দেবেন।

(৭) ১০/১৫ টা পোস্ট দিয়ে কি অ্যাডসেন্স পাওয়া যাবে?

উত্তরঃ আপনার পোস্ট দেওয়া কি এখানেই শেষ? এরপর কি আর পোস্ট দিবেন না? যদি দেন তাহলে দিতে থাকুন পোস্ট বেশি হলে অ্যাডসেন্স পাবার সম্ভাবনা বেশি থাকবে। তাই নয় কি?

(৮) পোস্ট  গুলোর কত শব্দের হতে হবে?

উত্তরঃ যত বড় করা যায়। ৪৫০-৫০০ বা এর বেশি হলে ভাল হয়।

(৯) একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করে কতটি সাইটে অ্যাড ব্যবহার করা যাবে?

উত্তরঃ একটি অ্যাকাউন্টে প্রায় ৫০০ সাইট ম্যানেজমেন্ট করা যায়। আর অসংখ্য সাইটে কোড ব্যবহার করা যায়।

(১০) রেভনিউ শেয়ারিং সাইট  দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করালে কি আমার আর্নিং থেকে কেটে রাখবে?

উত্তরঃ এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করবে। এটা কাটবে শুধু ঐ রেভেনিউ শেয়ারিং থেকে আয়ের অংশ আপনার এই অ্যাকাউন্ট দিয়ে নিজের সাইট থেকে আয়ের নয়। তাই নিজের সাইট থেকে যা আয় হবে তা কারো সাথে শেয়ার করতে হবে না। আপনি যদি শেয়ারিং সাইট আর ব্যবহার না করেন তাহলে তো কাটাকাটির কোন প্রশ্নই আসে না।

এই ছিল কিছু প্রশ্ন আর উত্তর। এখানেই শেষ নয়। আরও অনেক প্রশ্ন আছে। যেগুলো পরবর্তিতে আপনাদের জানানো হবে। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।

আমাকে পাবেন ফেসবুকে / টুইটারে        টিউনটি পুর্বে এখানে প্রকাশিত        আমার প্রযুক্তি ব্লগ

Level 0

আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

(৯) একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করে কতটি সাইটে অ্যাড ব্যবহার করা যাবে?

উত্তরঃ একটি অ্যাকাউন্টে প্রায় ৫০০ সাইট ম্যানেজমেন্ট করা যায়। আর অসংখ্য সাইটে কোড ব্যবহার করা যায়।
Bhai, baparta bojlamna
Er mane ki ami eki site-er moddome adsense aproved kore amar onno site ads use kore income korte parbo?

Ek jon blogger total koyeti google adsense aproved paoyar onomoti ache?

Asha kori onogoh kore janaben

    @mana: একটি সাইট দিয়ে আপ্রুভ করা অ্যাকাউন্ট দিয়ে অন্য সাইটে অ্যাড দিতে পারবেন। একজন ইউজার একটি মাত্র অ্যাকাউন্ট পাওয়ার অনুমতি আছে। তবে একই নামে আলাদা ঠিকানা এবং মোবাইল নং দিয়ে একাধিক অ্যাকাউন্ট আপ্রুভ করানো যেতে পারে। তথ্য মিলে গেলে অ্যাকাউন্ট বাতিল হবে।

      Level 0

      @নাফিউর রহমান: donnobad uttor deyer jonno
      Bhai, naam, tikana and mobile number alada kindo jodi ip address mile jai tahole ki problem hobe?

        @mana: না সমস্যা হবার কথা না। তবে ক্লিক হলে সমস্যা হতেই পারে।

          Level 0

          @নাফিউর রহমান: donnobad

    নাফিউর রহমান
    একটি অ্যাকাউন্টে প্রায় ৫০০ সাইট ম্যানেজমেন্ট করা যায়। আর অসংখ্য সাইটে কোড ব্যবহার করা যায় এর মানে কি ?

    আমিতো জানতাম গুগল অ্যাডসেন্স এর একটি একাউন্টে আগে ১৫০টি অ্যাড ইউনিট দিত আর এখন দেয় ২০০টি। অর্থাৎ একটি ব্লগে একটি করে অ্যাড বসালেও ২০০টি ব্লগে অ্যাড দেয়া যায় কিন্তু “৫০০ সাইট ম্যানেজমেন্ট করা যায়” এবং অসংখ্য সাইটে কোড ব্যবহার করা যায় এর মানে কি ?

Level 0

“(৩) বাংলা সাইট দিয়ে অ্যাপ্লাই করলে কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া যাবে?

উত্তরঃ আপনি তো জানেনি অ্যাডসেন্স সাপোর্টেড ল্যাংগুয়েজ লিস্টে বাংলা ভাষা নেই। তাই বাংলা ভাষায় তৈরি করা সাইট দিয়ে অ্যাপ্লাই করলে আপনার আবেদন গ্রহন যোগ্য হবে না। অ্যাডসেন্স পাবার সম্ভাবনা নেই বললেই চলে। (পরীক্ষিত)”

— প্রথমে আপনি এত কষ্ট করে একটি টিউন করেছেন তার জন্য ধন্যবাদ। যারা নতুন তাদের কাজে দিবে।

“অ্যাডসেন্স পাবার সম্ভাবনা নেই বললেই চলে। (পরীক্ষিত)”‘ — আমি আপনার মতামতকে শ্রদ্ধা রেখে বলছি, বাংলায় এডসেন্স পাওয়া যায়। তার জন্য ইংরেজী > বাংলা করতে হবে না। সরাসরি বাংলায় কাজ হবে। কারণ আমি ব্যবহার করছি।

    @shamkabir: ধন্যবাদ। আমি যখন ট্রাই করেছিলাম তখন Unsupported Language হিসেবে উত্তর এসেছিল। তাহলে পরীক্ষিত তুলে দিলাম।

      Level 0

      @নাফিউর রহমান:
      আপনার পরীক্ষাও ঠিক আছে এবং এখনও একই অবস্থা। সরাসরি এড কম আসে, তারপর আমি সব নিয়ম মেনেই কাজ করে যাচ্ছি।

      কোন সময় দরকার হলে যোগাযোগ করেন।

        ভাইয়া আমার সাইট বাংলাই আমি গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করছিলাম কিন্তু কোন রিপ্লে দেয় নি আমা কে একটু হেল্প করেন…

nice post many things to learn….thanks
http://financepostbd.blogspot.com/

আমি মাত্র কয়েক পোস্ট দিয়েই গুগল এ্যাডসেন্স এ্যাড পেয়েছি। কিন্তু একজনের কাছে পরামর্শের জন্য একটা জায়গায় আমার ব্লগের লিন্ক দেয়ার পরদিনই থেকেই সকল এ্যাড “নাই” হয়ে গেছে। এখন এগুলো ফিরিয়ে আনবো কী করে?

    @Shakil Ahmed: আপনার অ্যাকাউন্ট কি Disable হয়েছে? অ্যাকাউন্টে লগইন করে দেখুন। Disable হলে অ্যাড থাকবে না।

আমার একটা সাইট থেকে গুগল এড উঠিয়ে নিয়েছে লাইভ স্টিমিং থাকার কারনে। এখন যেখানে যেখানে স্ট্রিমিং আছে সেখান থেকে কোড উঠিয়ে নিয়েছি। এখন কিভাবে গুগল কে বলব আবার অ্যাড শো কোরতে? আদৌ কি আবার অ্যাড শো করবে?

হায় হায়,এড কন্টেন্ট স্ক্রিপ্ট নিজে নিজে কিভাবে তৈরি করব কপি পেস্ট অথবা টাইপ করে দেয়া ছাড়া? 🙁
আর বাংলা ওয়েবসাইটে এডসেন্স এড বসানোর আমার কোনো দরকার নেই কারণ আমি কোনো বাংলা সাইট তৈরি করছি না। 😐

Level 0

আমার সাইটের জন্য গুগল এড পাওয়া যাবে কি?
http://www.kazirhut.com

Level 0

ভাই ১০ নাম্বার পয়েন্ট টা বুঝি নাই। একটু বুঝিয়ে বলেন।।

Level 0

ভাবছি একটা ব্লগ সাইট বানাবো। কিনতু কি বিষয়ে বানাবো ঠিক করতে পারছি না।
ভাবছি। জিম ও জিম ওয়ার্কাউট সম্পর্কে একটা ব্লগ বানাই সাথে ফুড সাপ্লিমেন্ট সম্পকে সকল কে জানাবো।
আমি কি গুগুল অ্যাডসেন্স পাবো?
১) সম্পুর্ণ ইংরাজি ব্লগ
২) বিভিন্ন সাপ্লিমেন্ট এর রেট , কাজ ও কোথায় পাওয়া যাবে ইত্যাদি
মানে অনলাইন কেনাকাটা ও থাকবে।(ফ্লিপকার্ট , স্যাপডিল, ই-বে,অ্যামাজন ইত্যাদি অ্যাফিলাইট পোগ্রাম ব্যবহার ব্যবহার করলে আমি কি গুগুল অ্যাডসেন্স পাবো?