কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো! অনেকদিন পর লিখতে বসলাম। আসলে অনেক ভালোবাসার পরও টেকটিউনসের প্রতি আমার কিছু রাগও আছে। কারণ আমি একটা বিষয় খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, অনেকসময় ইউনিক লেখাও টিটি কর্তৃপক্ষ পেন্ডিং করে রাখে। আবার কপি করে দিলেও তা পেন্ডিং করে না। আমি নিজেই এর প্রমাণ। যা-ই হোক কথা বাড়িয়ে লাভ নেই। যারা অ্যাডসেন্সে নতুন তাদের জন্য আজকের এই টিউন। যারা আগেই এসব জানেন তাদের জন্য এই টিউন নয়।
আমরা অনেকসময় জানা সত্ত্বেও সাবধানতার অভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারি না। আসুন দেখি, এ বিষয়ে গুগল কী বলে? যে কাজগুলো কোনো পাবলিসার কোনোভাবেই করতে পারবেন না সে বিষয়ে গুগলের একটি তালিকা রয়েছে।আপনাদের সুবিধার্থে আমি তা হুবহু তুলে দিচ্ছি। আপনি এসব সাইটে বা এ ধরনের কনটেন্ট রয়েছে এমন সাইটে অ্যাড বসাতে পারবেন না।
এছাড়া যেসব সাইটের ভাষা গুগলের কাছে সমর্থনযোগ্য নয় সেসব সাইটেও অ্যাড বসাতে পারবেন না। যেমন: বাংলা। গুগল অ্যাডসেন্সের তালিকায় বাংলা ভাষা বাংলা ভাষা নেই। অবশ্য কিছু কিছু বাংলা সাইটে আমি অ্যাডসেন্স দেখছি। এটা কীভাবে সম্ভব (উপায়টি কেউ জানলে এখানে দয়া করে শেয়ার করুন। অনেকেই উপকৃত হবে) তা আমি জানি না। অবশ্য শুনেছি আইফ্রেমের মাধ্যমে এটা করা হয়। কিন্তু পুরো পদ্ধতিটি আমি জানি না।
তাহলে চলুন দেখি কোন্ কোন্ ভাষা গুগল অ্যাডসেন্স সাপোর্ট করে---
Arabic | German | Portuguese |
Bulgarian | Greek | Romanian |
Chinese (simplified) | Hebrew | Russian |
Chinese (traditional) | Hungarian | Serbian |
Croatian | Indonesian | Slovak |
Czech | Italian | Slovenian * |
Danish | Japanese | Spanish |
Dutch | Korean | Swedish |
English | Latvian | Thai |
Estonian * | Lithuanian | Turkish |
Finnish | Polish | Ukrainian |
French | Norwegian |
এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়-আশয় রয়েছে, যেগুলো আপনাকে মানতেই হবে।
আপনি এই লিঙ্কে গেলে https://developers.google.com/custom-search-ads/mcsa-terms দেখে নিতে পারবেন কোন্ কাজটি আপনি করতে পারবেন না। এর মধ্যে একই পেজে ৩টির বেশি অ্যাড বসাতে পারবেন না। তবে লিঙ্ক ইউনিট বসাতে পারবেন।
যাই হোক আজ এ পর্যন্তই। আপনারা যারা এ বিষয়ে আরও জানেন তারা যদি শেয়ার করতেন তাহলে উপকৃত হতাম।
মন চাইলে এই সাইটটি ভিজিট করতে পারেন।
আমি moniazadi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
The Daily Bhorer Kagoj Position: Staff Reporter (From 1st February 2011 to till now) www.BartaBangla.com Position: Editor-in-Chief (From 1st February 2012 to till now) http://www.allmedialink.com/ Position: Editor The Daily Azadi The Daily Azadi is a well-circulated and reputed local daily of Chittagong. It is considered as ‘A-Grade’ newspaper, which has...
সম্ভবত বেশি ট্রাফিক আছে এমন বাংলা সাইটেও এডসেন্স থাকে। যেমন যুগান্তর পত্রিকায় দেখা যায়।
প্রথম আলোতে অনেক এড আছে বাট সেগুলো এডসেন্স না।
টেকটিউন এও এডসেন্স আছে। কিন্তু আজ দেখতে পাচ্ছি না!
আরেকটা কথা হল বাংলাদেশে জন্ম হওয়াই এডসেন্স এর কাছে বিরাট অপরাধ। ইতালীতে ৪ টা পোস্ট লেখার পরই এডসেন্স পাওয়া গেছে এমন রেকর্ড আছে। আর বাংলাদেশে পেতে হলে ৫০/৬০ টা পোস্টও লাগে। তাও আবার চলে যায় যখন তখন! 🙂