ব্লগ বা ওয়েব সাইট থেকে অর্থ উপার্জনের জনপ্রিয় উপায় হলো গুগলের অনলাইন অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোগ্রাম গুগল অ্যাডসেন্স। নিরাপত্তা ও সর্বোত্তম সার্ভিস পাওয়ার জন্য বিজ্ঞাপন দাতারা তাদের ব্র্যান্ড ও প্রোডাক্টকে প্রোমট করার জন্য গুগল অ্যাডসেন্সকেই বেছে নেয়। বর্তমানে বিজ্ঞাপন দাতাদের ক্লিক ফ্রড ও স্পামিং এর হাত থেকে রক্ষা করতে পাবলিশারদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া কঠিন করেছে। তাই আপনি যদি অ্যাডসেন্স পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে অ্যাডসেন্স আপনার ব্লগ বা ওয়েবসাইট থেকে কি চায়। বেশির ভাগ ব্লগার অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করার পর একই ধরণের রিপ্লে পেয়ে থাকেন। যেমন - Page Type, Postal, Invalid Content বা insufficient content ইত্যাদি। আপনি যদি এর আগে অ্যাডসেন্স অ্যাপ্লাই করে থাকেন তাহলে হয়েতো এধরনের রিপ্লে পেয়েছেন। আপনার ব্লগ বা ওয়েবসাইট যদি অ্যাডসেন্স এর Terms And Conditions ফলো না করে তাহলে আপনি যখন Application সাবমিট করবেন তখন অ্যাডসেন্স অ্যাপলিকেশন চেক করে দেখবে এবং একটি মেইল পাটাবে যে আপনার Page Type Error বা insufficient content এর কারণে অ্যাডসেন্স এ অংশ নিতে পারছেন না। তো Page Type Error বা insufficient content আসলে কি? এখন এটি একটি কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুধু মাত্র অ্যাডসেন্স এর ইঞ্জিনিয়ারাই জানেন এর অ্যালগরিদম সম্পর্কে। তবে আমি এখানে কিছু প্রয়োজনীয় পদ্ধতি নিয়ে আলোচনা করছি যাতে আপনার অ্যাডসেন্স সাইন আপ প্রক্রিয়া সহজ হয় এবং আপনি হতে পারেন একটি অ্যাপ্রুভ অ্যাডসেন্স অ্যাকাউন্টের মালিক।
কিভাবে Page Type Error বা insufficient content থেকে মুক্তি পাবেন? এ জন্য যা যা করা যেতে পারে-
আপনি কি সিরিয়াসলি অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চান? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একটি কাস্টম ডোমেইন বা টপলেভেল ডোমেইন কেনার চিন্তা করুন। অ্যাডসেন্স খুব কমই ফ্রি বা সাব-ডোমেইনের সাইটের অ্যাপলিকেশন Accept করে। ধরুন আপনার একটি ভাল ব্রান্ড আছে আর আপনি এটি অনলাইনে প্রমোট করাতে চান। এটি কিন্তু সাব ডোমেইনের মাধ্যমে ভাল ভাবে প্রমোট করাতে পারবেন না। কারণ এধরনের সাইটের ভিজিটর বিশস্ত হয় না। আপনার ব্লগ যদি কাস্টম ডোমেইন বা টপ লেভেল ডোমেইনের হয়ে থাকে তাহলে এর মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবার সম্ভাবনা প্রায় ৭০%।
ব্লগে সব সময় আসল এবং কোয়ালিটি কনটেন্ট যুক্ত করুন। কোনরূপ কপি পেস্ট করা থেকে বিরত থাকুন। খেয়াল রাখবেন আপনার ব্লগের কনটেন্ট অ্যাডসেন্স এর Terms And Conditions ফলো করে চলছে কি না। একটি নতুন আর্টিকেল তৈরির প্রস্তুতির জন্য নিচের পয়েন্ট গুলো মাথায় রাখবেন।
ব্লগে আপনাকে কিছু স্ট্যাটিক পেজ রাখতে হবে। আপনি যদি ব্লগার.কম এ ব্লগ করেন তাহলে এখানে প্রায় ২০ টি স্ট্যাটিক পেজ তৈরি করতে পারবেন। ব্লগে স্ট্যাটিক পেজ তৈরির জন্য এ অপশনকে কাজে লাগান। সব সময় ব্লগে About us, Contact us, Privacy Policy পেজ তৈরি করুন। Privacy Policy পেজ ব্লগের জন্য একটি গুরুত্বপূর্ন পেজ। এতে আপনার ব্লগের কনটেন্ট এবং ভিজিটরের প্রকৃতির বর্ণনা থাকে যা অ্যাডসেন্সের কাছে খুবই পছন্দনীয় একটা ব্যাপার।
ব্লগে আপনি যে টেম্পলেটটি ব্যবহার করছেন তা ভাল ভাবে কাস্টমাইজ হতে হবে। এত কোন ডিজাইনিং ত্রুটি থাকা চলবে না। আপনি যদি নিজে ডিজাইন করতে না পারেন তাহলে টেম্পলেট ডাউনলোড করুন অথবা একটি প্রিমিয়াম টেম্পলেট কিনে ফেলুন।
এবার অ্যাপলিকেশন সাবমিট করার পূর্বে নিচের পয়েন্ট গুলো নিয়ে আরেকবার ভাবুন।
আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে গুগল এ আমরা যে অ্যাপ্লিকেশন গুলো সাবমিত করি কোন মানুষ এগুলো চেক করে না। একাজের জন্য আছে বট। এটা একটা মেশিনের মত কাজ করে। তাই সব কিছু ঠিক থাকলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে।
শেষে এসে বলতে চাই আপনি উপরের টিপস্ গুলো মেনে চলতে পারেন তাহলে হয়তো পেয়েও যেতে পারেন আপনার কাঙ্খিত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না খুলতে পারেন তাহলে কম খরচে এবং কম সময়ে একটি হোস্টেড অ্যাডসেন্স খুলে নিতে পারেন। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন
আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
bhai amr kisu janish janar proyojon ektu help koren
ami jodi first e word file likhe rakhe,pore copy past kori tahole ki problem hobe??
r jodi kono kisu translaet er help nai taholo ki google dhorte parbe???
r sorbochho koto word lekta parbo???