গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে যে ৫ টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে!

অনেকেই বলে বাংলাদেশ থেকে গুগল অ্যাডসেন্স একাউন্ট দিচ্ছে না, আবার অনেককে এমনো বলতে শুনি ৬ মাসের আগে গুগল অ্যাডসেন্সে আবেদন করা যায় না। এসব কথা গুলি কেবলই বানোয়াট এবং ভুল ব্যাখ্যা। আমাদের দেশের বেশির ভাগ নতুন ব্লগারদের ক্ষেত্রেই দেখা যায় তারা অ্যাডসেন্স শর্তগুলি পূরণ না করেই আবেদন করে। অনেকেই আবার অন্য সাইট থেকে কনটেন্ট কপি করে ব্লগে পেস্ট করে তারপর অ্যাডসেন্স এ আবেদন করে। আর এজন্যই তাদের অ্যাডসেন্স কখনোই আপ্প্রুভ হয় না। এবং তখনই তাদের মনে হয় অ্যাডসেন্স সোনার হরিণ। কিন্তু অ্যাডসেন্স সোনার হরিণ নয়। আপনি অ্যাডসেন্স এর শর্তগুলো মেনে তার পর আবেদন করুন যদি সবকিছু ঠিক ঠাক থাকে তাহলে আপনার অ্যাডসেন্স ৪/৫ দিনের মধ্যেই আপ্প্রুভ হবেই। আসুন আজ আমরা জেনে নেই গুগল অ্যাডসেন্সের এপ্রুভাল পাওয়ার জন্য কি কি ব্যাপার গুলো অবশ্য আমাদের মাথায় রাখতে হবে।

অ্যাডসেন্সে আবেদন করার পূর্বে যে শর্তগুলো পূরণ করতে হবে:

ক) কন্টেন্ট এর ধরন:

অ্যাডসেন্স এ এপ্লাই করার পূর্বে সবসময় খেয়াল রাখবেন আপনি কি ধরনের কনটেন্ট প্রকাশ করছেন। অবশ্যই কন্টেন্ট হতে হবে কপি পেস্ট বিহীন। কপি পেস্ট করে কক্ষনোই অ্যাডসেন্স একাউন্ট পাওয়া সম্ভব নয় কারন অ্যাডসেন্স অরিজিনাল কন্টেন্ট বিহীন সাইটে এড শো করতে চায়না। আমরা কন্টেন্ট লিখি ইউজারের জন্য যা সব সময় সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হতে হয়। আরও কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যাতে কোন ক্রমেই সাইটে কপিরাইট ছবি বা কনটেন্ট ব্যবহার না করেন এটা ওদের নীতিমালা বিরোধী। এছাড়া পর্নোগ্রাফি, হ্যাকিং, গেম্বলিং বা অবৈধ কিছু নিয়ে লেখা আর্টিকেল সাইটে পাবলিশ দেওয়া থেকে বিরত থাকুন। সাভাবিক নিয়মে ব্লগ কন্টেন্ট লিখুন তাহলেই সম্ভব দ্রুত এপ্রুভাল পাওয়া।

কন্টেন্ট ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ

  • অ্যাডসেন্স এ আবেদন করার জন্য সর্বনিম্ন কতটি পোস্ট থাকতে হবে এই প্রশ্নের নির্দিষ্ট কোন উত্তর নেই। কিন্তু অভিজ্ঞতা থেকে আমি বলবো অবশ্যই ২০-২৫ টি অরিজিনাল কন্টেন্ট দিয়ে নিবেন এবং যেগুলোর ওয়ার্ড লিমিট সর্বনিম্ন ৬০০ ওয়ার্ডের মধ্যে হতে হবে।
  • পোষ্ট গুলো লিখার সময় টপিক্স রিলেটেড মোটামুটি হাই সিপিস ও হাই কম্পিটেটিভ (এডওয়ার্ড অনুযায়ী) কিয়ার্ড টার্গেট করে পোষ্ট লিখবেন এতে করে গুগল আপনার সাইটে এড দিতে বেশ আগ্রহী হবে, এবং দ্রুত অ্যাডসেন্সের এপ্রুভাল পাওয়া যাবে।
  • গুগল অ্যাডসেন্সে আপ্লাই করার পূর্বে অবশ্যই সব গুলো পোষ্ট যাতে সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পোষ্ট গুলোকে নিয়মিত সোশ্যাল মিডিয়া এবং বুকমার্ক সাইট গুলোতে শেয়ার করতে হবে। এতে করে সাইটে ট্রাফিকও বেড়ে যাবে দিন দিন
  • পোষ্টে অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করে স্টাফিং করা যাবেনা।

খ) সাইটের ডিজাইন এবং ন্যাভিগেশনঃ

সাইটের ডিজাইনটি অনেক গুরুত্তপুর্ণ। আপনার সাইটের ডিজাইন আপনার দক্ষতার প্রমান রাখে সুতরাং আপনার সাইট টিকে এমন ভাবে ডিজাইন করুন যাতে করে মনে হয় না সাইটি অনেক নতুন এবং এখনো কাজ চলছে তার মানে Under Construction। গুগল কক্ষনো আন্ডার কন্সট্রাকশন সাইটে অ্যাডসেন্সের এপ্রুভাল দেয়না। উৎকট কালার এবং অতিরিক্ত কালারফুল ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিজাইন করা সাইটের ৯০% ই এপ্রুভাল পায় না, তাই এসব ক্ষেত্রে সতর্ক হতে হবে। এছাড়াও সাইটের ন্যাভিগেশন লেভেলও ইজি হতে হয় আবার সাইটের পেজ ও লিংক স্ট্রাকচারও হতে হবে অবশ্যই স্টান্ডার্ড।

গ) গুরুত্বপূর্ণ কিছু পেজ তৈরিঃ

Privacy Policy পাতাঃ এটা একটা খুবই সাধারন ভুল যেটি সকলেই করে থাকে। গুগল একটি সাইটের Privacy Policy কে অনেক গুরুত্ত দেয়। Privacy Policy মূলত আপনার সাইটের ভিসিটর এবং পাঠকদের কি করা উচিত এবং কি উচিত নয়, আপনার ব্লগে তারা কি কি পাবে এবং আপনি আপনার ব্লগটিকে কিভাবে ব্যবহার করেন সেটি আলোচনা করে। তাই সাধারণ ভাবে একটি Privacy Policy পাতা থাকা জরুরী। নিজেই আপনি ব্লগের Privacy Policy পাতা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কিছু সাইটের Privacy Policy পাতা গুলো পড়ে নিন কি বা কিভাবে লিখতে হবে বুঝার জন্য।

About Us পাতাঃ About Us পাতাটিও আপনার সাইটে অ্যাডসেন্স আপ্প্রুভাল পাওয়ার জন্য খুবই গুরুত্তপূর্ণ। আপনি যদি এই পাতাটি তৈরি না করে অ্যাডসেন্স এর আবেদন করেন তাহলে আপনার অ্যাডসেন্স আপ্প্রুভ হওয়ার সম্ভবনা খুবই কম। About Us পাতাটি মুলত আপনা বা আপনার সাইটের সম্পর্কে আলোচনা করে। কিভাবে সাইটা শুরু হল, কে বা কারা এই সাইটি দেখাশোনা করে এবং সাইটি কি কি বিষয় নিয়ে আলোচনা করে এসব তথ্য About Us পাতার মূল উপাদান। এজন্য অ্যাডসেন্স এ আবেদনের পূর্বে আপনাকে অবশ্যই একটি About Us পাতা তৈরি করে নিতে হবে। কয়েকটি সাইট ভিজিট করে তাদের এবাউট আস পাতাটি পড়ে নিয়ে লিখা শুরু করে দিন।

Contact Us পাতাঃ Contact Us পাতা মুলত আপনার ভিসিটর এবং পাঠকদেরকে আপনার সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। Contact Us পেজের মাধ্যমে আপনার পাঠকেরা আপনার সাহায়্য পায় তার মানে আপনি আপনার ভিসিটর ও পাঠকদের কেয়ার (Care) করেন যেটা অ্যাডসেন্স পছন্দ করে। তাই আবশ্যই আপনার সাইটে একটি Contact Us পাতা তৈরি করবেন।

ঘ) অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্কঃ

এটা অনেক গুরুত্তপুর্ন একটি বিষয়। অ্যাডসেন্স এবং ক্লিকসর একসাথে ব্যাবহার করা যায় না, কারন ক্লিকসর কনটেক্সচুয়াল এড যেটা এডসেন্স এর টার্মস বিরোধী। ইয়াহুর ব্যাপারটাও সেম। তাই অ্যাডসেন্সে এপ্লাই করতে হলে আপনাকে অবশ্য এই ধরণের এড গুলো সাইট থেকে রিমুভ করে নিতে হবে। যতদূর অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হচ্ছে ইয়াহু অথবা ক্লিকসর এডসেন্সের সাথে বসালে এমনিতেই এডসেন্স ব্যান হয়ে যাবার কথা। আর এডব্রাইট এবং বিডভার্টাইজার ব্যাবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা উচিৎ। এফিলিয়েট লিংক থাকলে সেগুলোর ব্যাপারে সতর্ক হওয়া উচিৎ, আমি মনে করি আবেদনের পূর্বে রিস্ক ফ্রি থাকার জন্য জাস্ট লিংক গুলো উঠিয়ে রেখে এপ্লাই করা ব্যাটার হবে।

ঙ) টপ লেভেল ডোমেইনঃ

ব্লগস্পট ডট কম দিয়ে অ্যাডসেন্স পাওয়ার দিন শেষই বলতে হবে। একটা সময় ছিলো যখন হয়তো খুব সহজেই সাব ডোমেইন গুলো দিয়ে এপ্লাই করেই এডসেন্স পাওয়া যেত। কিন্তু এখন আপনাকে এই নীতি চেঞ্জ করতে হবে। এখন দ্রুত অ্যাডসেন্স আপ্রুভাল পেতে হলে আপনার ব্লগটি অবশ্যই টপ লেভেল ডোমেইন হতে হবে যেমন com, net, org ইত্যাদি। যারা ব্লগস্পট বা সাব ডোমেইন দিয়ে অ্যাডসেন্স পাওয়ার স্বপ্ন দেখছিলেন তারা এখনি একটি টপ লেভেল ডোমেইন কিনে ফেলুন এটা অনেক ট্রাস্টেড অফশন হবে আপনার জন্য। ভিজিটরদের ভালো রেসপন্স পাওয়ার জন্যও টপ লেভেল ডোমেইন অত্যাবশ্যক।

উপরে আলোচিত বিষয়গুলো সঠিক ভাবে ইমপ্লিমেন্ট করুন এবং তারপর এডসেন্স এ আবেদন করুন। যদি সবকিছু ঠিক ঠাক থাকে তাহলে আপনার অ্যাডসেন্স এপ্রুভাল পাওয়া সময়ের ব্যাপার মাত্র!

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেকদিন পরে আপনাকে আবারোও টেকটিউনস পাওয়া গেল! 🙂 আর গুগল অ্যাডসেন্স এর লেখাটাও অনেক চমৎকার ভাবে লেখা হয়েছে। বিশেষ করে যারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিয়ে চিন্তিত তাদের অনেক কাজে দেবে এই লেখাটি।

ধন্যবাদ সুমন ভাই!

সুমন ভাই, আমার লেগেছে ৩ দিন। ১ দিন সাইট রিভিউ। ১ দিন এ্যাড বসানো রিভিউ। ১ দিন পুরোপুরি এপ্রুভ। সুন্দর, এডসেন্স কোন কঠিন বিষয় নয়। ধন্যবাদ।

    @তাহের চৌধুরী (সুমন): @এম আর ইসলাম: ভাইজান! আপনার জন্য দাওয়াত রইল আমার সাইটে। কেমন হয়েছে জানাবেন। অনেককেই সাহায্য করেছেন। আমাকে না হয় একটু দেখে দিবেন। http://www.islamicdesk.com । বি:দ্র: সাইটের নাম দিচ্ছি তবে দয়া করে আপনার প্রবেশের পর এই রিপ্লইটি ডিলিট করে দেয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।

      @এম আর ইসলাম সাইটটা ভালো হয়েছে, চালিয়ে যান। আচ্ছা আমি যতটুকু জানি টিউনারের কমেন্টে ডিলিট করার কোন রাইট নাই, তারপরও আমি দেখছি করা গেলে করে দিবো। ধন্যবাদ মন্তব্যের জন্য। 🙂

    Level 0

    @এম আর ইসলাম: আপনার মত এত ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে খুব কমই আছে। You are Very Very Lucky Man!!!!!

আরে আরে!আমার এক পছন্দের টপটিউনারের টপটিউন দেখছি যে! 😀
এডসেন্স বিষয়ে তো আপনি একজন উপকারী বন্ধুর মত! 😛
বারবার চাই এমন টিউন। 😎

    @Iron maiden আপনার মনে হয় একটু ভুল হয়েছে আমি টপ টিউনার নই, যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

Level 0

ধন্যবাদ আপনার মূল্যবান কথা শেয়ার করার জন্য।

এক কথায় আসাধারন

Thanks………..

(Y)

সুমন ভাই টিটিতে অনেকদিন পর কোন টিউনে মন্তব্য করছি। ভাল টিউন টিটি পাওয়া যায় না বললেই চলে।আপনার লেখাটি অনেকদিন পর পেয়ে ভাল লাগল।
(y)

    @তুসিন আহমেদ: তুসিন ভাই কেমন আছেন? আসলে অবসর সময় খুব একটা পাইনা, তাই লিখা হয় না। কথা সত্য, টিটিতে কোয়ালিটি টিউনের সংখ্যা একেবারেই নেই। 🙁 ধন্যবাদ মন্তব্য করার জন্য, আমার লেখাটা সার্থক।

Level 0

সুন্দর ও অনেক গুরুত্বপূন বিষয়…..এই বিষয়ের উপর আমার একটা english article ছিল কেও চাইলে পরতে পারেন | http://www.fasttechblog.com/how-to-get-google-adsense-approval-easily/

তাহের চৌধুরী (সুমন) ভাই ধন্যবাদ

    @masum321: মাসুম ভাই নাকি! আপনার লেখা! গুড, চালিয়ে যান।

    Level 0

    @masum321: আপনার সাইট দেখে কোন কমেন্তস করতে পারলাম না, কারণ, আপনি কমেন্তস করার ব্যবস্থা বন্ধ করে রেখেছেন।

    Level 0

    @তাহের চৌধুরী (সুমন): আপনার সাইট দেখে কোন কমেন্তস করতে পারলাম না, কারণ, আপনি কমেন্তস করার ব্যবস্থা বন্ধ করে রেখেছেন।

Valo information deyasen thanks brothe.
bdpips24.blogspot.com

Level 0

http://ngb4u.blogspot.com/ এটি আমার ব্লগ । Under Construction এ আছে , দয়া করে একটু visit করে দেখে আমাকে কিছু advice দিবেন ?

    @loveu2: ডিজাইনের অবস্থা একেবারে হরিবল, কনটেন্ট নিয়ে আরও কাজ করতে হবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

ভাই, অ্যাডসেন্স এর টারমস গুলো বাংলায় পাওয়া যাবে কি? গেলে খুব সুবিধা হত। যদি থাকে তাহলে জানালে উপকার হত।

Level 0

আপনারা ইচ্ছা করলে আমার এই http://techtricksbd.com/13-things-to-follow-before-applying-for-google-adsense-program/ টপিকসটিও পড়তে পারেন। কারন এখানে খুব বিস্তৃত ভাবে বর্ণনা করা হয়েছে। আশা করি আপনাদের অবশ্যই উপকারে আসবে।

Level 0

Vai Adsense ki sudu english blog diai paoa jay?

Level 0

vai thanks for your

nice post

amar adsense account partialy acctive 23/03/2013 thaka

visitor akon nai alpo

adsense a partialy approve hour por ki kora uchit

ভাই আমি কিছু সাইট থেকে লেখা কপি করে টা স্পিন & এডিট করে আমার সাইট এ দিসি।তাতে কি কোন প্রবলেম হবে। এছাড়া আমি plagiarisma দিয়া দেখেছি অরা ১০০% Original বলে।তাহলে কি গুগল ধরতে পারবে। দয়া করে জানাবেন।

Level 0

গুগল অ্যাডসেন্স এ huge income ar jono amra (banladeshi) ki bangldeshi sob blog ar adsene

adds a click korta pari . তা হলে bangladesh adsense thaka onak $ asta para.

bangla likta kosto hocha tiar jono sorry

onak din thaka ami bangladeshi adsense vidar blog ar adsense adds a click kori .

Via apnar kacha amar prosno Ata korla ki amader (adsense user) kono Problem hobe

Problem na hola somvabona aro onek (bangldesh)

Techtunes ar Sob pathokder moda jode ata korta para ta hola .,………………….

Forum for adsense user Only bangladesh jon and discuss Problem

https://groups.google.com/forum/#!forum/bangladesh-adsense-group-bag

My fist two blog site in blogger.com

http://androidphoneapp24.blogspot.com/

http://esotheliomalawfirms.blogspot.com/

Only for you……….

Be honest for you country people and society
Help you won Country (bangladesh )

vai amar akta sports site asa .ami ki korla adsence account paba..aktu janaban..

http://sportsteambd.blogspot.com/

Level 2

আর্টিকেলের সংখ্যা কিছু কম থাকলেও আমার ওয়েবসাইট উপরের নিয়মগুলো সবই সাপোর্ট করে। আমার এপ্রোভড ইউটিউব এডসেন্স একাউন্টের সাথে ওয়েবসাইট যোগ করতে গেলে সিগনাল দেয় “healthcareforfitness.com/ is not a valid public domain name.” কারন কি হতে পারে?