এডসেন্স পাওয়া এত সহজ (আমি কল্পনাও করতে পারছি না)

প্রিয় টেঁকটিউনবাসী আমি একজন ক্ষুদ্র ওয়েবমাস্টার। আমি টেঁকটিউন থেকে ওয়ার্ডপ্রেস শিখি, তারপর একতা সাইট বানিয়েছিলাম। যাই হোক, আমার এডসেন্স পাওয়ার কাহিনীটা বলি।

১০ ডিসেম্বর ২০১২:

আমি বাংলাদেশি একটা ডোমেইন কোম্পানির কাছ থেকে একটি ডোমেইন কিনি। তারপর ফ্রি হস্টিং নিয়ে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ দাড় করাই। আমার ব্লগ বলতে বুঝায়, শুধুমাত্র ডোমেইনটাই কেনা তাছাড়া সবই ফ্রি। যাই হোক আমি শুরু করি পোস্ট করা।

১১ ডিসেম্বর ২০১২ থেকে ২৫ ডিসেম্বর ২০১২ :

এই ১৫ দিনে আমি মাত্র ১১ টি ইউনিক পোস্ট করি। মুলত আমার লেখা লেখির হাত এতটা ভাল না। ওয়ার্ডপ্রেস, এসইও, এবং ওয়েব ডিজাইন এই তিনটি ক্যাটাগরিতে আমি এই ১১ টা পোস্ট করি।

এডসেন্সে আবেদনঃ

২৫ ডিসেম্বর ২০১২ দুপুর বেলা শখের বশে এডসেন্সে আবেদন করি। আমি জানতাম যে আবেদন এপ্রুভ হবে না। কিন্তু কাজ থিক মত হচ্ছে কিনা জানার জন্য, আমি আবেদনটি করেছিলাম।

এডসেন্সের প্রথম হাতছানিঃ

২৫ ডিসেম্বর ২০১২ ডিসেম্বর শেষ বিকেলে মেইল চেক করে আমি প্রায় বেহুশ। এত তাড়াতাড়ি রেসপন্স, অকল্পনীয় ব্যাপার। যাই হোক মেইলে বলা হয়েছে যে, ভাগিনা ৭ দিন খারাও। আমি এর সাথে আগেও পরিচিত, আমি কমপক্ষে ৫০ বার এতদূর গিয়ে ফিরে এসেছি। তারপর প্রতিদিন ১ টি করে পোস্ট করতে লাগলাম ( ২ দিন মিসও গেছে)। আর দিনে ৫০ বার মেইল চেক করতে লাগলাম।

স্বপ্নের এডসেন্সঃ

২ জানুয়ারি সকালে, যথারীতি মেইল চেক করলাম। নো রেসপন্স। টেকটিউনে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এডসেন্সের লিঙ্কে ক্লিক লেগে এডসেন্স ওপেন হল। আমি তো প্রায় মরে গেলাম। আন্ডার রিভিউ এর এলার্টটা নেই। পরীক্ষামুলক আমার সাইটে এড কোড দিলাম, কাজ হল না। কি যেন ভেবে ব্লগার ব্লগে দিলাম, ও মাই গড এখানে তো এড শো করছে। যাই হোক আমার ওয়ার্ডপ্রেস সাইটে একটা সমস্যা হয়েছিল, সেটা থিক করে এড বসালাম। এড দেখান শুরু করল।

যা ভাবিনি তাইঃ

আমি স্বপ্নেও ভাবি নি যে, এত অল্প পোস্টে এদসেন্স পাবো। হাজার ইউনিক পোস্ট হলেও এত অল্প বয়সে এত অল্প পোস্ট নিয়ে আমার ব্লগ আমার স্বপ্ন সত্যি করে দিবে ভাবতেও পারি নি।

আমার ব্লগের কন্ডিশনঃ

ব্লগের ভিসিটর বলতে আমি আর হাতে গোনা কয়েকজন। আমার সাইটের কোন SEO করা নেই। যাই হোক চেষ্টাই আছি বেশি বেশি ভিসিটর আনার। অভিজ্ঞ ভাইদের কাছে এই বিষয়ে টিপস চাচ্ছি।

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Really inspiring.Very soon I apply for adsense for my blog.Thanks

@jafor_ikbal: ধন্যবাদ