সহজেই ইফেক্ট ব্যবহার করুন আপনার ছবিতে ফটোশপ দিয়ে। Use Effect Effect in your picture with Photoshop
সহজেই ইফেক্ট ব্যবহার করুন আপনার ছবিতে ফটোশপ দিয়ে। Use Effect Effect in your picture with Photoshop |
আজ আমি ফটোশপ এ এমন কিছু ট্রিক্স দেখিয়ে দিব, যেগুলো দিয়ে আপনি সহযেই ছবি এডিট করতে পারবেন।
অনেকের ফটোশপ এর বেসিক ধারণা গুলো থাকলে ও এখনো ছবিতে ইফেক্ট দিতে জানে না।
তাই আজ আমি দেখিয়ে দিব কিভাবে ফটোশপ এ ইফেক্ট দিতে হয় এবং একি ইফেক্ট কিভাবে বার বার ব্যবহার করতে হয়। আজ আমি আমার এডিট করা ৫ টি সেরা ইফেক্ট সেটিং আপনাদের কাছে শেয়ার করব। এবং দেখিয়ে দিব তা কিভাবে বার ব্যবহার করতে হয়।
চলুন তাহলে দেখে আসি।
প্রথমে নিছের লিঙ্ক থেকে Zip ফাইল টি ডাউনলোড করে নিন।
তারপর এক্সট্রাক্ট করুন।
ডাইনলোড করার পর এক্সট্রাক্ট করেবেন।
photoshop effect |
তারপর এই রকম ৫ টি ফাইল দেখতে পারবেন।
এখন আপনার ফটোশপ ওপেন করবেন।
তারপর আপনার ছবিটি ওপেন করবেন যেইটিতে আপনি ইফেক্ট দিতে চাচ্ছেন।
তারপর Ctrl + j তে ক্লিক করে লেয়ারটি কপি করে নিবেন।
Photoshop editng |
তারপর আপনার কপি করা লেয়ারটি সিলেক্ট করে রাখবেন।
তারপর ফিল্টার থেকে Camera raw filter এ যাবেন।
Photoshop filter |
then নতুন একটি পেইজ ওপেন হবে। এইখান থেকে ডানপাশে লক্ষ্য করলে একটি সেটিং দেখতে পারবেন,
Photoshop filter setting |
তারপর Load setting এ গিয়ে আমার দেওয়া ইফেক্ট টি ওপেন করে দিবেন।
Photoshop effect load |
তারপর কাজ শেষ সহজেই আপনার ছবিটিতে ইফেক্ট দিয়ে ফেললেন।
তারপর নিচ থেকে Ok বাটন এ প্রেস করবেন।
এখন Save করে রেখে দিন।
ধন্যবাদ সবাইকে।
ভালো থাকুন। ভালো রাখুন।
টেকটিউনস এর সাথে থাকুন।
টিটোরিয়াল টি নিয়ে ভিডিও করেছি চেনেলে। দেখে নিতে পারেন।
Channel : MR Laboratory
আমি Md Mijanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "মিজানুর রহমান"। আমি 1 দিন 4 ঘন্টা আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। টেকটিউনস এর সাথেই থাকুন। ধন্যবাদ