উপন্যাসের প্রথমে লক্ষ্য করা যায়, চতুর্থ প্রজন্মকে সঙ্গে নিয়ে তৃতীয় প্রজন্মের শিকড়ের সন্ধান। ‘ তিরিশ বছর আগের উকিল পাড়া এই জায়গাটা’ স্মৃতিমন্থন মানে শৈশব-বাল্য কৈশোর জীবনের নানান ছবি দৃশ্যপটে আশাকরিকাতার ভবানীপুরের বাড়ির কথা বলতে-বলতে শেষ নিশ্বাস ফেলেছিলেন, এ’কথা কি রায়হান আলী জীবনে কখনো ভুলতে পারবে! বুকের মধ্যে দগদগে ঘাঁয়ের মতো সেই ছবিগুলো আটকে আছে, হয়তো এই স্বাভাবিক একজন মানুষের পক্ষে। কয়েক পা হাঁটতেই রাস্তার ধারের একটা কদম গাছ দেখতে পায় রায়হান, কদম ফুলের মিষ্টি গন্ধ ঘ্রাণ এসে নাকে লাগলে সে দাঁড়িয়ে পড়ে তৎক্ষণাৎ, কেমন মনে হয়, ছেলেবেলাকার মোহনগঞ্জে সে যেন এসে পড়েছেÑÑস্মৃতি তাকে বারংবার টেনে নিয়ে যায় শেকড়ে, নষ্টালজিয়ায় আক্রান্ত রায়হান। শওকত আলী এভাবেই দেশভাগের পূর্বের চিত্র স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের, দেশ যে মানুষের জীবনের সবচেয়ে বড় অবলম্বন, তার মাটি-পানি-আকাশ এবং বাল্যবেলার খেলার সঙ্গিসাথীদের কথা কি কখনো ভোলা যায়, এ তো সেই নাগরদোলার ঘূর্ণির মতোই অনেকটা, ফিরে-ফিরে সে ওই একই জায়গায় প্রত্যবর্তন, বৈচিত্র্য বলে তো নতুন কিছু নেই।
আমি বই আর বই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।