হ্যালো বন্ধুরা কেমন আসন সবাই? অনেক দিন পর আবার লিখতে বসে গেলাম. আজকে আমার টপিক হলো কিভাবে আপনার Youtube ভিডিও বা ব্লগ টিউন এর জন্য মনের মতো থাম্বনেইল বানাবের. চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে আসি.
আপনি কি একজন Youtuber? আপনি কি একজন Blog Writer? আপনার ভিডিওর থাম্বনেইল কি মনের মতো বানাতে পাড়ছেন না? ভালো থাম্বনেইল এর অভাবে কি আশানুরূপ ভিসিটর পাচ্ছেন না? তাহলে এই টিউন টি আপনার জন্য| ৫ টি প্রাকটিক্যাল প্রজেক্ট নিয়ে আজকের টিউটোরিয়াল টি সাজানো হলো। যা আপনার মনের মতো থাম্বনেইল তৈরী করতে হেল্প করব। কিভাবে ক্রপিং টুল ও মুভ টুল ব্যবহার করে ফটোশপ এ থাম্বনেইল তৈরী করতে হয় সে বিষয়ে ডিটেলস ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। এই টিউটোরিয়াল টি দেখে আপনি ফটোশপ সম্পর্কও একটা ভালো ধারণা পাবেন এটা আমার বিশ্বাস| এই টিউটোরিয়াল এ আরো দেখানো হয়েছে কিভাবে মনের মতো টেক্সট ইফেক্ট দিতে হয় যা আপনার থাম্বনেইল কে আরো সুন্দর করবে।
তবে একটা কথা না বললে ই না, আমি যেভাবে থাম্বনেইল তৈরী করেছি আপনাকে ও ঠিক সেভাবেই থাম্বনেইল তৈরী করতে হবে এমন কোনো কথা নাই. আমি বেসিক বিষয় গুলো ধরিয়ে দেয়াছি, আপনারা আমার টিপস গুলো ফলো করে আপনাদের ব্রেন কাজে লাগিয়ে নিজের মতো করে আরো সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরী করবেন।
আমার টিউটোরিয়াল টি যদি কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার Youtube চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।
আজকের টিউটোরিয়াল দেখুন
How To Make Attractive Thumbnail for Your Youtube Video or Blog Post
আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।