কিভাবে একটি আইডি কার্ডID CARD ডিজাইন করা যায় অ্যাডবি ফটোশপ দিয়ে এসো গ্রাফিক্স ডিজাইন শিখি

হ্যালো বন্ধুরা

আশা করছি ভালো আছেন

আজ আমি আইডি কার্ড (ID CARD) কিভাবে অ্যাডবি ফটোশপের মাধ্যমে ডিজাইন করতে হয় তা আপনাদের কে বলবো।

আইডি কার্ড(ID CARD), হচ্ছে কোন কম্পানি বা কোন প্রতিশঠানের কর্মিদের চেনার জন্য একধরনের কার্ড দেওয়া হয় তাকে আইডি কার্ড(ID CARD) বলে। আইডি কার্ড(ID CARD)  মূলত কোন কম্পানি পরিচয় পত্র।

আইডি কার্ড (ID CARD)

লিংক http://bit.do/d2oS6

উপরের আইডি কার্ড(ID CARD)  টি দেখেন আখানে, আইডি কার্ডটিতে নিজের নাম, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, ইত্যাদি এবং নিচে কম্পানির লোগো এবং নাম।

নিচে একটি ভিডিও লিংক দেওয়া হল যা উপরের আইডি কার্ডটির ডিজাইন ভিডিও আছে-

http://bit.do/d2oS6

এখন চল আমরা উপরের ডিজাইন টা নিয়ে কথা বলিঃ

প্রথমে সাইজ নিয়ে কথা বলি আইডি কার্ড(ID CARD) এর সাইজ হল ৬০০*৯৭৫

প্রস্ত ৬০০পিক্সেল এবং উচ্চতা ৯৭৫ পিক্সেল

একটি ডুকুমেন্ট তৈরি করি। তারপর ডিজাইন নিয়ে ভাবতে হবে।

একটি ব্যাকগ্রাউন্ড কালার নেয় যার কোড 0b1b27  এবং ৬টি সেইপ নেয় হুলুদ কালারের যার কোড ffce0c  এবং ৪৫ ডিগ্রি আঙ্গেলে।

তারপর পিকচারের জন্য একটি বক্স তৈরি করতে হবে। বক্সের নিচে নাম ও পদবি লেখা থাকবে।

তারপর ৫টি ১১১পিক্সেল*৪৭পিক্সেল সেইপ তৈরি করি যা নাম, মোবাইল, ব্লাড গ্রুপ, ইমেইল, ওয়েব সাইট লেখা থাকবে।

উপরের পিকচারটি তে ব্যক্তির নাম ও পদবি দেওয়া হয়ছে। তারপর নিচে মোবাইল নাম্বার, ব্লাড গ্রূপ, ওয়েভ লিঙ্ক, ইমেইল, এবং কার্ডটির মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা আছে।

তারপর কম্পানি বা প্রতিস্টানের লোগো ও নাম লেখে থাকবে। যা কোম্পানির নিজের কিছু স্লোগান থাকে যা কোম্পানির নিজের আড-বারটাইজমেন্ট হয়ে থাকে।

বাস হয়ে গেলে একটি স্মার্ট কম্পানির আইডি কার্ড। যা দেখতে সুন্দর এবং আকর্শন করে তুলে।

আশা করি  কিভাবে একটি আইডি কার্ড(ID CARD) ডিজাইন করা যায় অ্যাডবি ফটোশপ দিয়ে তা কিছু টা হলেও বুঝাতে পেরেছি।

যারা লেখে ও পিকচার দেখে বোঝতে সমস্যা হচ্ছে তাদের কে বলি উপরে একটি ইউটিউব লিংক দেওয়া আছে তারাভিডিও টা একবার দেখে নিতে পারেন তাহলে একদম সহজে আইডি কার্ড(ID CARD) ডিজাইন করতে পারবেন

নিচের আবারও ভিডিও টির লিংক দিয়ে দেওয়া হল

http://bit.do/d2oS6

আশা করি ভিডিও টি দেখে আপনি আইডি কার্ড(ID CARD) ডিজাইন করতে পারবেন সহজে। এবং যে কোন ধরনের আইডি কার্ড(ID CARD) ডিজাইন করতে আপনি আগে এই নিয়ম গুলো অনুসরন করলে আমার মনে হয় আপনি আইডি কার্ড(ID CARD) ডিজাইন করতে পারবেন।

উপরে যে লিংক দেওয়া আছে যা একটি ইউটিউব চ্যানেল

প্লিজ আমার ইউটিউব চ্যানেল টাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন যাতে আরো বেশ বেশি গ্রাফিক্স রিলেটেড ভিডিও টিউটরিয়াল আপনাদের সামনে নিয়ে আসতে পারি। যা গ্রাফিক্স ডিজাইন শিখার খেক্ষ্যে একটি  বড় একটি মাধ্যম হয়।

আমার ইউটিউব চেনেলের নাম হচ্ছে-

(design studio 4 online). এই চ্যানেলে আরো শিখতে পারবেন,  ভিজিটিং কার্ড,  লোগো ডিজাইন,  ফেইসবুক কভার ফটো,  ওয়েভ বেনার,  ক্যালেন্ডার ডিজাইন,  ফ্লায়ার দিজাইন,  ইনভেলাপ ডিজাইন,  লেটারহেড ডিজাইন আইডি কার্ড দিজাইন, ফটো ইফেক্ট এবং বাংলা ফটোশপ ও ইলেস্ট্রেটর টিউটরিয়াল।

আশা করি আপনারা আইডি কার্ড(ID CARD) ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে টিউমেন্টে করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

Level 0

আমি কায়সার আহমেদ। Owner, Designs Layers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 71 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস