হ্যালো বন্দুরা
আশা করছি ভালো আছেন
আজ আমি ভিজিটিং কার্ড নিয়ে কথা বলবো।কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে নিজের জন্য ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয় তা আপনাদের কে জানবো।অনেক বন্দুরা আছেন যারা ভিজিটিং কার্ড কে বিজিনেস কার্ড বলে থাকেন।দুইটা একিই জিনিস।
প্রথমে ভিজিটিং কার্ড অথবা বিজিনেস কার্ড নিয়ে কিছু কথা বলি।ভিজিটিং কার্ড মূলত আপনার একধরনের পরিচয় পত্র যাতে আপনার সম্পর্কে সব তথ্য থাকবে –আপনার নাম,মোবাইল নাম্বার,ইমেইল,আপনার লোকেশন.....মূলত এইসব ই থাকে।
ভিজিটিং কার্ড অথবা বিজিনেস কার্ড শিখে আপনার কি লাভ হবে অথাবা আপনি কি করবেন।আপনি যদি লোকাল মার্কেটে কাজ করেন তাহলে অবশ্যই লাগবে,কারন দৈনিক হাজার হাজার ভিজিটিং কার্ড প্রিন্ট হচ্ছে।আপনি যদি ভিজিটিং কার্ড ডিজাইন না জানেন তাহলে আপনি কাজ করতে পারবেন না।
আর আপনি যদি অনলাইন মার্কেটে কাজ করেন অর্থাৎ আউটসোর্সিং করে ইনকাম করেতে চান তাহলে,আমার মতে সব চেয়ে সহজে টাকা ইনকাম করার একমাত্র পথ হল ভিজিটিং কার্ড অথবা বিজিনেস কার্ড।এটা শিখা সহজ এবং সহজে ইনকাম করা ও সহজ।
আজ আমি মূলত ভিজিটিং কার্ড অথবা বিজিনেস কার্ড ডিজাইন দেখবো,পরের পার্ট টিতে আমি কিভাবে অনলাইন মার্কেটে ভিজিটিং কার্ড অথবা বিজিনেস কার্ড দিয়ে ইনকাম করা যায় তা নিয়ে আলোচনা করবো।
প্রথমে সাইজ নিয়ে কথা বলি।যে কোন ডিজাইন করার আগে তার সম্পর্কে গুগল মাধ্যমে জেনে নিবেন,তার সাইজ, কিছু ডিজাইন দেখে নিবেন।তাতে আপনার কিছু আইডিয়া চলে আসবে।সহজে নতুন নতুন ডিজাইন আপনি সহজে করতে পারবেন।
বিজিনেস কার্ড সাইজ- ৩.৫*২ ইঞ্চি=সাথে ব্লেড যোগ হবে ৩.৭৫*২.২৫ ইঞ্চি রেযুলেশন ৩০০,color CMYK,
ব্লেড হচ্ছে বিজিনেস কার্ড প্রিন্ট করার সময় কিছু অংশ কেটা পরে।এই কাটা অংশকেই বলে ব্লেড।
প্রথমে ফটোশপে একটি ডুকমেন্টি ওপেন করি,তাহলে ফটোশপে একটি ডুকমেন্ট আসবে।যাকে আমরা বলি অয়ার্কিং স্পেস। যাতে আপনি কাজ করার জন্য জায়গা পাবেন এবং যা ইচ্ছে তাই ডিজাইন করতে পারবেন।তারপর বিজিনেস কার্ড সাইজ দিয়ে নিউ ডুকমেন্ট ওপেন করি।এতে (৩.৫*২)সাইজ টা দিবেন।
তারপর রুলার দিয়ে গাইড টেনে বাউডারি দিয়ে নিবেন।তারপর টুল বার থেকে iamge+cavuse size গিয়ে .২৫*.২৫ ইঞ্চি দিয়ে ব্লেড তৈরি করে নেন।
তারপর নিজের মনের মত করে ডিজাইন করে নিন।
একটি বিজিনেস কার্ড কি কি বিষয় থাকে আমি একটা সেম্পল বিজিনেস কার্ড ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি।ভিডিও টা দেখে নিলে আপানাদের আকদম সহজে ডিজাইন করতে পারবেন।এই ভিডিও টিতে আমি ব্লেডটি আগে তৈরি করে নিয়েছি।যদি কারো সম্যসা হয় আমাকে কমেন্ট করে যানাবেন।
আরেকটি কথা বলি প্লিজ আমার ইউটিউব চানেল টা সাবস্ক্রাইব করবেন।এবং আমাকে উৎসাহ দিবেন যাতে আমি আরো বেশি বেশি টপিক্স আপনাদের সামনে নিয়ে আস্তে পারি।আমার ইউটিউব চেনেল নাম- (Design studio 4 online) অথাবা নিচের লিঙ্কে ক্লিক করুন।
http://bit.do/visiting-card-ds4o
আশা করি আপনারা ভিজিটিং কার্ড অথবা বিজিনেস কার্ড ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন।ভুল হলে কমেন্ট করে জানাবেন।কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে।এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল থাকবেন।দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল টপিক্স আপনাদের কে দিতে পারি।
আমি কায়সার আহমেদ। Owner, Designs Layers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 71 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।