সহজেই উড়ন্ত চুলসহ ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন ফটোশপে। টেকটিউনস।

খুব সহজেই আপনি উড়ন্ত চুলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন,। 

আস-সালামুআলাইকুম। আজকের টিউনে আমরা দেখবো কিভাবে ফটোশপ ব্যবহার করে উড়ন্ত চুলের background চেঞ্জ করতে হয়,

সম্পুর্ন টিউন টি পড়বেন।

আমরা সবাই অনেক কনফিউজ থাকি কারন ছবি যদি আমরা সিলেক্ট করে background change করি তাহলে অনেক সময় ই কিছু উড়ন্ত চুল Unselect  থেকে যাই,কিন্তু আমাদের ত চুল সিলেক্ট করতে হবে,যেটা কিনা কোনো সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করা সম্ভব নয়।

ত আজকেই টিউন এই আমি সেই ছোট কিন্তু প্রয়োজনীয় টিপস টা শেয়ার করব

চলুন শুরু করা যাক।

  1. প্রথমে ফটশপে আপনার পিক তা ইম্পোর্ট করুন,তারপর যে কোন সিলেক্ট টুল দ্বারা সিলেক্ট করে নিন
  2. এরপর লেয়ার প্যানেল হতে Background layer টা right click/duplicate the layer ক্লিক করুন 
  3. এরপর background layer এ layer musk করুন 
  4. এরপর layer musk এ রাইট ক্লিক করে refine edge তে ক্লিক করুন
  5. এরপর আপনি উড়ন্ত চুল গুলো রিফাইন করবেন,তাহলে শুধু চুল গুলো থাকবে এবং পিছনের অবজেক্ট গুলো Unselect হয়ে যাবে,
  6. হয়ে গেলে ওকে ক্লিক করুন,

তারপর আর কি background layer Ta hide করে দিন,ব্যাস হয়ে গেল

বুঝতে নিতান্তই অসুবিধা হলে ২ মিনিটের ছোট ভিডিও টা দেখে আসতে পারেন;

avro বাংলা লিখেছি,ভুল ত্রুটি ক্ষমা সুন্দর ভাবে দেখবেন,কারন আমি নতুন টিউনার

আল্লাহ হাফেজ।

Comment করতে দিধাবোধ করবেন না,

আমি এস এম তানভীর আহম্মেদ,(Student of Computer Science & Techtuner)

http://facebook.com/username.tanvir

আমার আগের টিউন টিও দেখে আসতে পারেন

“ফেসবুকের একটাই অপশন”। যেটা সব সেলিব্রেটির গোপন হাতিয়ার।

Level 0

আমি এস এম তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস