নমস্কার সবাইকে, দির্ঘদিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আপনারা সবাই ভাল আছেন তো। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি Adobe Photoshop CS 6 নিয়ে আলোচনা করব। কি ভাবে Adobe Photoshop CS 6 দিয়ে ঘড়ে বসেই প্রফেশনাল দের মত সুন্দর ফটো এডিট করা নিয়ে আমার এই টিউন। Adobe Photoshop এর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। অনেক কালারের মিশ্রনে ছবি কে ঝকঝকে করে তোলা যায় ফটোসোপ দিয়ে, তাছার বিভিন্ন ব্যাগরাইন্ড পরিবর্তন করতে পারেন নিজের ইচ্ছা মত ছবির কালার চেঞ্জ করবেন। কি ভাবে গালের দাগ তোলা য়ায়। চোখের কালার পরির্বন করা মোট কথা বিভিন্ন স্টাইলে ছবি তে ইফেক্ট এর ব্যবহার করা। আপনারা নিচের লিংক থেকে ভিডিও টি দেখে নিন। https://youtu.be/-aNSTUQjsnM আজ আর বেশি কিছু লিখব না। সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন। যেন আপনাদের জন্য ভাল ভাল টিউন উপহার দিতে পারি। যদি কোন ভুল হয় তবে আমাকে ক্ষমা করবেন। বন্ধুরা আর আমার চ্যানেলটি অবশ্যই সাবক্রাইব করুন।
সাথে থাকুন টেকটিউনসের।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।