ফটোশপ সিসি ২০১৭ বাংলা টিউটোরিয়াল- পর্ব ০৪

টিউন বিভাগ অ্যাডবি ফটোশপ
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম

আশা করি ভালো আছেন। আজকে ফটোশপ এর ৪র্থ টিউটোরিয়াল। আজকে বাকি টুলস নিয়ে আলোচনা করব।

টুলবক্স পরিচিতিঃ শেষ পর্ব

Pen Tool

ফটোশপের কার্যকরী একটি টুল। এতে ৫টি সাব টুল আছে -

  1. Pen Tool: পেন টুলের সাহায্যে ছবিকে নির্বাচন করা যায়। লেসো টুল দিয়েও ছবি নির্বাচন করতে পারেন। কিন্তু লেসোটুলো ছবি নির্বাচন করার পর আনডু বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যায় না। কিন্তু পেন টুলে সহজেই আপনি ধাপে ধাপে করতে পারেন। এতে ছবি নির্বাচন করা একটু কঠিন তবে এতে ছবির মান ভাল হয়।
  2. Free Form Pen Tool: স্বাধীন ভাবে ছবি নির্বাচন করার জন্য।
  3. Add Anchor Point Tool: প্যাথ অ্যাড করার জন্য এটির ব্যবহার। অবশ্য এটি আপনি কিবোর্ড থেকে Shift ধরেও করতে পারেন।
  4. Delete Anchor Point Tool: প্যাথ রিমুভ করার জন্য এটির ব্যবহার। অবশ্য এটি আপনি কিবোর্ড থেকে Alt ধরেও করতে পারেন।
  5. Convert Point Tool: আপনার আকানো সব প্যাথকে একটি প্যাথে কনভার্ট করার জন্য।

Path Selection Tool

এখানে দুটো সাব টুল আছে -

  1. Path Selection Tool: ছবিতে কোন প্যাথ বা লেয়ার নির্বাচন করার জন্য।
  2. Direct Selection Tool: পুরো লেয়ার নির্বাচন করার জন্য।

Hand Tool

ছবিকে স্থানান্তর করার জন্য এটির ব্যবহার।

Zoom Tool

ছবিকে ছোট বড় করার জন্য এটির ব্যবহার।

নিচের ভিডিও টিওটোরিয়াল বিস্তারিত পাবেন।

সাবস্ক্রাইব করুন:      

ফটোশপ সিসি ২০১৭ বাংলা টিউটোরিয়াল- পর্ব ০১

ফটোশপ সিসি ২০১৭ বাংলা টিউটোরিয়াল- পর্ব ০২

ফটোশপ সিসি ২০১৭ বাংলা টিউটোরিয়াল- পর্ব ০৩

 

Level 2

আমি শাহিন রমা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস