ফটোশপ দিয়ে খুব সহজে অ্যানিমেশন তৈরি করে নিন

আজ আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম।  আশা করছি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি।

তাই আমি ওকে.gif ফরমেটে ছবি বানানোর কাজ দেখিয়ে দিলাম ওকে শিখানোর সময়ে লক্ষ করলাম যে এরকম টুকিটাকি অ্যানিমেশন যে কেউই তৈরি করতে পারে শুধু তৈরি করার নিয়মটা জানা থাকতে হয়।
তাই আজ আপনাদের সাথে Adobe ImageReady দিয়ে কিভাবে স্থির চিত্রকে চলমান করা যায় তা নিয়ে আলোচনা করব

যারা Adobe PhotoShop এর কাজ জানেন তাদের কে Adobe ImageReady এর টুলস গুলোর সাথে পরিচয় করিয়ে দেবার মত কিছু নেই। সব কমান্ড এবং টুলস একই তাই এতে কাজ করে বাড়তি সুবিধা পাওয়া যায়।

তাই আজ আপনাদের gif ছবি বা টেক্স অ্যানিমেশন কিভাবে বানাতে হয় তা দেখাব।
প্রথমে Adobe ImageReady ওপেন করুন (এটা ফটোশপের সাথেই ইন্সটল হয় আলাদা ভাবে ইন্সটল করার প্রেয়াজন হয় না)

টিউটোরিয়ালটি ভিডিওতে দেখুন:

[টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]

টিউনটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। টিউনটি ভাল লাগলে শেয়ার করবেন। এই ব্যাপারে আরও কিছু জানার থাকলে টিউমেন্ট করবেন।

চাকরি সম্পর্কিত  ওয়েবসাইট সময় হলে ঘুরে আসবেন।

ফেসবুকে আমি

Level 3

আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস