PhotoShop Action/Project? ফটোশপ একশেন বা প্রজেক্ট কি কিভাবে কাজ করে?

PhotoShop Action/Project? ফটোশপ একশেন বা প্রজেক্ট কি কিভাবে কাজ করে?

কেমন আছেন সবাই?

প্রথমে বলে রাখি আমি কোন প্রফেশনাল মানের বগ্লার বা ইউটিউবার নয়। তাই আমার লেখার মাঝে কোন ভুল হলে আমাকে গালা গালি না করে আমার ভুলটা দেখিয়ে দিলে আমার সামনে আগাতে সাহায্যে করবে।

মামা শুরু করমু? কর বেটা। ওকে ওকে

একশেন বা প্রজেক্ট(আমার নিজের ভাষায়)

একশেন হল অনেক গুলা কাজ একসাথে সভে করে রাখা। যেমন- একটি ছবি প্রথমে কর্প করা বা সাইজ করা। নিচে লক্ষ করুন-

তার পর ছবি কালার ম্যানেজমেন্ট (আপনার পছন্দ অনুয়ায়ী)- নিজে দেখুন

শারপনেস, ফিল্টার, রিমুভ গেন,  এড গেন সহ যত গুলা কাজ আছে সব গুলা কাজ আর কি.

এককথায় বলতে অনেকগুলো কাজ একসাথে অনেক সময় নিয়ে করা থেকে বাচার জন্য একশেন ব্যবহার করা হয় বা সেভ করে রাখা যায়। যেমন ধরুন আপনি 100টা ছবি নিলেন সব ছবি একই ভাবে কাজ করতে হবে যেমন রিসাইজ করা আর কি, তো ভাবুন বার বার ছবি কর্প (সাইজ) করে কালার ম্যানেজমেন্ট ঠিক করে একটি ছবিতে যদি 5 মিনিট সময় লাগে তাহলে 100 ছবি কত সময় লাগতে পারে?

উত্তর 20 থেকে 25 মিনিট (ভাই আপনি অংকে খুব কাঁচা)

আর বেশি বক বক করার প্রয়োজন নাই কারণ এখানে আমিই শুধু বোকা বাকি সবাই (ইন্টেলিজেন্ট) বুঝতে সমস্যা হবার করা হয়।

** অনেক কাজ একসাথে সেভ করে রেখে অন্য ছবি তে তা প্রয়োগ করাকে একশেন বা প্রজেক্ট বলে।

কিন্তু প্রয়োগ হবে কিভাবে? আপনার কিবোর্ডে ফাংশন 1,2,3 এভাবে সকল কী তে সেভ করে রাখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে পারবেন।

বিষয়টি গুছিয়ে বলতে পারলাম না মাফ করবেন- কারণ আমি অখনো এভাবে লেখা লেখি করি নাই।

বিষয়টি পুরাটা ভালভাবে বুঝাতে আমি একটি ভিডিও তৈরী করেছি চাইলে দেখতে পারেন মাত্র 2.40 মিনিটের একটি ভিডিও।

Level 0

আমি রাশেদ ইকবাল রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস