ছুটির দিন স্পেশাল – মাত্র ৩ মিনিটে শিখে নিন কিভাবে ফটোগ্রাফিক লগো বানাতে হয়। (স্ক্রীনশট সহ)

আসসালামুয়ালাইকুম,

আশা করি সবাই খুব ভালো আছেন। টেকটিউনস এ এইটা আমার ২য় টিউনস। আজকের এই টিউনে আপনাদের দেখাবো কিভাবে মাত্র তিন মিনিটে ফটোগ্রাফিক লগো ডিজাইন করবেন। আসুন তাহলে যাত্রা শুরু করা যাক।

১। প্রথমে আপনি যে ছবিটা এডিট করতে চান সেটা ওপেন করে একটা Duplicate Layer তৈরি করে নিন।
২। তারপর যেকোন Selection Tool ব্যবহার করে ছবির যে অংশটা আপনি Photographic Logo এর জন্য ব্যবহার করবেন তা Select নিন। আমি Quick Selection Tool টা ব্যবহার করেছি।

৩। তারপর Refine Edge এ ক্লিক করুন।

৪। Refine Edge এ ক্লিক করার পর এই Window টা পাবেন। তারপর New Layer with Layer Mask অপশন টি Select করুন।

৫। তারপর মেনুবার থেকে Image>>Adjustment>>Threshold Select করুন।

৬। Threshold Level Select করুন।

৭। Menu Bar হতে Select Menu থেকে Color Range যান।

৮। এইবার নতুন একটি New Background নিয়ে Gradient Fill এ গিয়ে নিচের মত Select করুন।

৯। আগের তৈরি Layer টা Move Tool এর মাধ্যমে Move করে নতুন তৈরি এই Layer এ নিয়ে আসুন।

১০। নিচের ছবির মত Gradient Overlay টা Select করুন।

১১। নিচের Setting টা অনুসরণ করুন।

১২। Photographic Logo তৈরি। এখন আপনি যদি কোন লিখা ও সাথে দিতে চান তাহলে লিখাটা Typing Tool এর মাধ্যমে লিখে Edit Menu থেকে Free Transform Select করে উপরের ১০ আর ১১ নং ধাপ অনুসরন করুন।

 

কোন কিছু বুঝতে সমস্যা হলে ৩ মিনিটের ও কম এই ভিডিও টিউটোরিয়াল টা দেখুন।

Level 0

আমি আমিন কায়সার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস