আমরা কমবেশী সবাই Graphics Design এর সাথে পরিচিত। একজন ভালো ডিজাইনার হতে গেলে যে বিষয়গুলো সম্পর্কে ভালো ভাবে জানা দরকার সেসব নিম্নোক্ত বইটিতে যথার্থতা রয়েছে। আজকাল অনেকের একটা প্রশ্ন ‘Graphics Design’ কি? এখানে একটা মজার ব্যাপার হচ্ছে-Graphics Design জানতে কোনো Degree-এর প্রয়োজন হয় না।
Graphics আর Design শব্দ দুটিকে যদি আলাদা আলাদা ভাবে উপস্থাপন করা হয়, তখন দেখা যাবে - Graphics বলতে বোঝায় যা কিছু দৃশ্যমান। আর Design বলতে কোনো plan অথবা Drawing(নকশা) বোঝায়।
তাই ডিজাইনের শুরুতে আমাদের যথার্থ ডিজাইন থিওরী সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আর সেসব থিওরীক্যাল ধারণা আশা করি এই বইটাতে পাওয়া যাবে। আপনার নিজে পড়ুন, অন্যদেরকে পড়তে সাহায্য করুন।
মাত্র ২৭টি পেইজ রয়েছে এই বইটিতে। এই বইটা আমাকে এতোটাই অনুপ্রাণিত করেছে যে, আমাকে সফল ডিজাইনারে রুপান্তর করেছে। তাই আপনাদেরকে শেয়ার না করে পারলাম না। আপনারাও পড়ুন আর আমাদেরকে ফিডব্যাক জানাতে ভুলবেন না।
আমি প্রোগ্রামার সোহেল রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
DhonnoBad, Graphich Design Niye amar Graphic Design ki