আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি।
কম বেশি সবারই শখ থাকে নিজের পিকচার গুলো একটু সুন্দর দেখা যাক। কিন্তু ভালো মানের ক্যামেরা এর অভাবে সুন্দর face থাকলেও আমরা সুন্দর পিকচার পাই না। এই সমস্যার জন্য সবাই এখন Dslr ক্যামেরা ব্যবহার করে। কিন্তু Dslr ক্যামেরার দাম এর জন্য আমরা অনেকেই তা ক্রয় করতে পারি না।এজন্য আমাদের ভালো মানের পিকচার ও ওঠে না।
তবে আর দু;খ করে লাভ নাই, Dslr নাই তো কি হয়েছে আমাদের সাধারন মানের মোবাইল আছে সেটা দিয়েই আমরা আমাদের ছবিকে dslr এর রূপ দিতে পারব। এজন্য আপনাকে আহামারি কিছু করতে হবে সিম্পল এর মাধ্যমে কিভাবে প্রোফেশনাল ভাবে আপনার ফোটোকে dslr এর রূপ দিতে পারবেন সেটায় আজকে আমি শিখাবো এই টিউটোরিয়াল এর মাধ্যমে।
এভাবে ইডিট করে আপনার ফেসবুক প্রোফাইলকে গড়ে তুলতে পারেন আরো সম্পুর্ণ। আপনার প্রফাইলে ওপেন করলে সবারই ভালো লাগবে। কেননা সবারই সুন্দর কিছু দেখতে ভালো লাগে। পরিপূর্ণ একটা মানুষকে সবাই ভালোবাসে। আর আমি আজকে যে পদ্বতি শেয়ার করব সেটা খুব সিম্পলভাবে করেছি। যেন যারা নতুন তারা যেন কোন সমস্যা না পড়ে। আশা করি যারা নতুন তারা কোন সমস্যা পড়বেন না। আর পড়ার কথাও না খুব সিম্পল টুল ব্যবহার করেছি।
কাজটা করতে যেন আপনাদের কোন সমস্যা না হয় তাই আমি লাইভ ভিডিও এর মাধ্যমে দেখিয়েছি কত সহজে এই কাজটা করা যায়। আপনাদের দেরি করারবো দেখে নিন সেই ভিডিওটা নিজ থেকে।
কিছু ব্যাপারে সবারই খারাপ লাগতে পারে। যেমন আমি না লিখে টিউটোরিয়াল ভিডিও শেয়ার কেন করলাম। তাদের বলি কিছু কাজ লিখে বুজানো যায় না। ফটোশপ তেমনই একটা টিউটোরিয়াল এটা লিখে বুঝানোর চেয়ে ভিডিও এর মাধ্যমে আর সুন্দর করে বুঝানো যায়।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউটোরিয়ালটি পড়ার জন্য। আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে টেকটিউনস এর সাথেই থাকুন।মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আল্লাহ হাফেজ !
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কেও আমাকে সাহায্য করুন প্লিজ আমি টেকটিউন্স এর পোস্ট এর ক্যাটাগরি (Catagory) খুজে পাচ্ছি না, , ,
কেও কি আমাকে সাহায্য করবেন?