Mobile এর ছবিকে DSLR এরমত বানিয়ে নিন [Normal Photo to DSLR Photo]

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।

আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে।

আজকের টিউটোরিয়ালে দেখাব কিভাবে আপনার Android Phone দিয়ে তোলা সাধারন ছবিকে DSLR এর মত Blur ব্যাকগ্রাউন্ড ছবি বনানাবেন।

অনেকেরই আমারমত DSLR ক্যামেরা নাই। কিন্তু আমাদের মনে অনেক সময় শখ জাগে Blur Background এর ছবি উঠানোর জন্য। কিন্তু DSLR না থাকার কারনে তা সম্ভব হয়না। তো আজ আমি আপনাদেরকে এমন একটি Tips দেখাব, যার সাহায্যে খুব সহজেই যে কোন ছবিকে DSLR এর মত Blur করে নিতে পারবেন।

যা যা লাগবেঃ

  • Adobe Photoshop
  • সাধারন একটি ছবি।

তো আর দেরি না করে চলুন টিউটোরিয়াল দেখে বানিয়ে নেই আমাদের DSLR Blur ছবিঃ

https://youtu.be/kX0R6S_U6Ao

আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

ফেইসবুকে আমিঃ Shehab Editz 

যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি।

Level 0

আমি সাখাওয়াত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা জানি তা জানাতে এবং নতুন কিছু শিখতে এসেছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস