সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি তড়িৎ টিউনে। আমরা সবাই যারা ফটোশপে টুকিটাকি কাজ করি তারা নিশ্চয়ই জানি ফটোশপে নন ডিস্ট্রাকটিভ এডিটিং সম্পর্কে এবং এর গুরুত। গত একটি টিউনে আমি নন ডিস্ট্রাকটিভ এডিটিং সম্পর্কে আলোচনা করে ছিলাম। যারা মিস করেছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন।
সেটির ধারাবাহিকতায় আজ আমরা শিখব কিভাবে আমরা ফটোশপে কোন ডকুমেন্টের মাঝে ছবিগুলোকে আমরা কিভাবে কোন ধরনের কোয়ালিটি লস না করে রিসাইজ বা ট্রান্সফর্ম করব। নিচের ভিডিও থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। ভিডিওতে বিসয়টি সুন্দর করে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
আসলে আমরা যখন ফটোশপে কোন ডকুমেন্ট ওপেন করি সেটি একটি রাস্টার ইমেইজ আকারে ওপেন হয়। রাস্টার ইমেইজের মূল আসুবিধা হল এটি পিক্সেলের সমনয়ে গঠিত, তাই আমরা যদি এটিকে মোডিফেকেশন করি বা রিসাইজ করি এর পিক্সেলগুলো পুনরায় সজ্জিত হয় যার কারনে এটি ডিস্ট্রাকটিভ এডিটিং।
তাই আমরা সরাসরি রাস্টার ইমেইজকে এডিট করব না, এর সমাধানে আমরা ইমেইজটিকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব তার পরে আমরা সেটিকে রেসাইজ করব। এতে করে যেটি হবে সেটি হল, আমরা যদি ছবিটিকে ছোট করি রিসাইজ করে এবং পরে এটিকে এবার এডিটিং এর কোন পর্যায়ে বড় করতে চাই সেটি কোন ধরনের কোয়ালিটি লস না করে করতে পারব।
কারন স্মার্ট অবজেক্ট আসলে কোন ইমাইজের অরিজিনাল ডিটেইলস সংরক্ষণ করে। উপরের ভিডিওটিতে এই বিসয়টি উদাহরণ সহকারে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখে দিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী টিউনে অন্য কোন বিষয় নিয়ে আবার হাজির হব।
আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।