সবাইকে অভিনন্দন। সবার প্রথমে বাংলাদেশের সর্ববৃহৎ টেক প্লাটফর্ম টেকটিউনসকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। কারণ এই টেকটিউনসের কারণে সহজেই আমরা আমাদের দৈনন্দিন টেক Update পেতে পারি আবার আমাদের জানা বিষয়গুলো অন্যদের সাথে শেয়ার করতে পারি। আজকে আমি আরেকটি চমৎকার ফটোমেনিপুলেশন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে আপনি একটি স্বচ্ছ ধারনা পাবেন যে, কিভাবে একটি ইমেজকে সহজেই অন্য একটি ইমেজের সাথে এটাচড করতে পারেন।
আজকের টিউন
আজকে যা শিখছেন,
১। কিভাবে ইমেজ রিটাচ করা যায়
২। কিভাবে ইমেজের কালার ম্যাচ করা হয়
৩। কিভাবে Blur Refection দিতে পারেন
৪। সর্বপোরি একটি ইমেজকে HD look দেয়া
টিউনটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, টিউমেন্ট করতে ভুলবেন না।যদি আপনারা সোর্স ফাইল পেতে চান তাহলে দয়াকরে আমার টিউনে টিউমেন্ট করতে ভুলবেন না। আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।আমার জানার মধ্যে সব টুকু দেওয়ার চেষ্টা করবো। আরো নতুন টিউনস পেতে টেকটিউনসসে চোখ রাখুন।
সকলের প্রতি শুভ কামনা রইল।
আমি গডবিন।
আমি গডবিন কস্তা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am Godben Costa. Professionally I am Graphics Designer.