ফটোশপে পেইন্ট ব্রাশ এর যে কি রকম গুরুত্ব তা কেবল একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনারই বুঝবেন। এই পেইন্ট ব্রাশ ফটোশপে আপনার সময় ব্যাপকভাবে সাশ্রয় করবে। আপনি একটি মানসম্মত ব্রাশ ব্যবহার করে, ওপেন হ্যান্ড ড্রয়িং এর মাধ্যমে খুব সহজেই নান্দনিক আর্টওয়ার্ক তৈরি করতে পারবেন। বিভিন্ন ডিজাইন এর ক্ষেত্রে বিভিন্ন ব্রাশ কাজের। তাই ফটোশপের ব্রাশ নিয়ে ৩০ টি করে করে মোট ২ টি পর্বে টিউন করছি। আশা এই শেষ পর্বে আপনার দারুন কাজের কতগুলো ব্রাশ সম্পর্কে জানতে চলেছেন।
ব্রাশ সেটগুলো ডাউনলোড করতে ব্রাশ এর নামের ওপর ক্লিক করুন। তাহলে আপনি ডাউনলোড করার জন্য নির্দিষ্ট সাইটে চলে যাবেন।অবশ্যই ডাউনলোড করার পর ও ইনস্টল করার পর; ফটোশপে বসে বসে তা ঘাটাঘাটি করবেন। এগুলো যত বেশী ব্যবহার করবেন;তত নান্দনিক ডিজাইন সৃষ্টি করতে পারবেন।
অত্যান্ত সুন্দর আধুনিক ফ্র্যাক্টাল ডিজাইন আনার জন্য এই ব্রাশ দারুন কাজের - ওয়েব ডিজাইন এর এই ব্রাশ ভালো।
এই সেটে ১২ টি আলাদা আলাদা ব্রাশে আপনি পাবেন ভিন্ন ভিন্ন পালক এবং পাখির আর্টওয়ার্ক।
এটি মার্ক প্যালাস এর হ্যান্ড মেড - ডিজিটালাইজড ফটোশপ ব্রাশ সেট। এখানে পাওয়া যাবে ৫ টি আলাদা আলাদা ব্রাশ। যা আপনার ডিজাইন মানানসই,সুন্দর ও গর্জিয়ায় লুক দেয়ার কাজ করবে। মূলত টি-সার্ট ডিজাইন এর ক্ষেত্রে এই ব্রাশ দারুন।
আপনার আর্টওয়ার্কের এর ব্যাকগ্রাউন্ডে Grimy বা ঘোলাটে একটা আবরন আনার জন্য এই এই ব্রাশ সেট ব্যবহার করতে পারেন।
এটি অসাধারন ৫ টি ব্রাশ এর একটি সেট। এটি তৈরি টোস্ট বিস্কুট এর ডিজাইন থেকে; মজা না সত্যি!
আপনার ছবির ভেতর বা ব্যাক গ্রাউন্ডে ফোটা ফোটা বা Dirt ডিজাইন আনতে এই ব্রাশ ব্যবহার করতে পারেন।
৮ টি হাই কোয়ালিটি ব্রাশ নিয়ে এই সেট আপনার আর্টওয়ার্কে একটি প্রিমিয়াম লুক নিয়ে আসবে। এর মাধ্যমে ক্যানভাসে স্পঞ্জ ব্রাশ মার্ক আনতে পারবেন।
১১৭ টি ব্রাশ নিয়ে এই সেট; আর্টওয়ার্কে রক্তের ইফেক্ট দেওয়ার কাজে লাগবে। এটি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি ব্রাশ সেট।
WeGraphics এর ১০ টি ব্রাশ নিয়ে আরেকটি অসাধারন ব্রাশ সেট এটি। এর মাধ্যমে আপনার গ্রাফিক্সে বা আর্টওয়ার্কে ফ্যান্টাস্টিক পোড়া পোড়া দাগ দেয়া যাবে।
কোন মানুষের পোর্টেট ছবিতে বিভিন্ন ইফেক্ট, সেড দেয়ার ক্ষেত্রে এই ব্রাশ সেট ব্যবহার করা হয়। গেম এর চরিত্র গুলোর গ্রাফিক্স ডিজাইন এর জন্য এই ব্রাশ কাজের।
বিভিন্ন Grunge ও মিডিয়া ইফেক্ট দেয়ার জন্য এই ব্রাশ সেটটি দারুন কাজের।
৬ টি ব্রাশ নিয়ে এই সেট আর্টওয়ার্কে পুরাতন টিউনকার্ডের ছাপকে ফুটিয়ে তুলবে। একেকটি ব্রাশ কোনোটি টেস্কট, কোনোটি প্যাটার্ন সহ নানান অনবদ্য ইলাস্ট্রেশন ফুটিয়ে তুলবে।
অত্যান্ত সুন্দর ১২ টি ব্রাশের একটি সেট এটি। আপনার গ্রাফিক্স ওয়ার্কে এটি দারুন দারুন স্প্রে ইফেক্ট বা Splatter দিবে এই ব্রাশ সেটটি।
আপনার গ্রাফিক্সে ছোট ছোট,সুন্দর সুন্দর তারা ফুটিয়ে তুলতে চান? এই ব্রাশ সেটটি আপনার জন্য।
জন হরোজেসকি এর ডিজাইন করা এই সেটটি আপনার ডিজাইনে পাতা ও ছোট লতা এর ইলাস্ট্রেসন নিয়ে আসবে। ফ্রন্টেন্ড ওয়েব ডিজাইনাররা এটি ব্যবহার করতে পারেন।
২১ টি ব্রাশের এই সেট আপনার আর্টওয়ার্কে রাতের উজ্জ্বল চাঁদ, পরী, পাতা এসবের প্রতিরূপ নিয়ে আসবে।
আপনার আর্টওয়ার্কে ফেইরি টেল এর থীম আনতে এই সেটটি ব্যবহার করতে পারেন।
৩০ হাই রেজুলেশন ব্রাশ নিয়ে এই সেট আপনার গ্রাফিক্সে নানা টেক এলিমেন্টস চিত্রায়িত করবে। এটি একটি ডায়াগ্রাম ও টপোগ্রাফিকাল ব্রাশ সেট।
আপনার গ্রাফিক্স ওয়ার্কে দারুন আলোক ইফেক্ট আনার জন্য এই হাই রেজুলেশন ব্রাশ সেট ব্যবহার করতে পারেন।
১৩ টি ব্রাশ নিয়ে এই সেট আপনার গ্রাফিক্সে রাতের আকাশের বিষয়বস্তু তু্লে ধরার কাজ করে দেবে।
সুন্দর চকচকে স্প্রিংকেল বা ফোটা আনার কাজে এই ব্রাশ সেটটি ব্যবহার করতে পারবেন।
গ্রাফিক্সে চকচকে তারার প্যাটার্ন ও ঘোলা আকাশ এর ইফেক্ট আনতে পারবেন; ৪ টি ব্রাশের এই সেট দিয়ে।
কোন মডেল বা মানুষের দেহের রংকে বুস্ট করতে এই ব্রাশ সেট ব্যবহার করতে পারেন।
ডিজিটাল আর্টিস্ট নিনো বাটিটিস এর তৈরি এই ১৩ হাই কোয়ালিটি ব্রাশের সেট আপনার গ্রাফিক্সে আগুনের ছোয়া এনে দেবে।
ছবির Out-of-Focus এলাকায় গোল গোল সুন্দর ইফেক্ট আনার জন্য এই সেট ব্যবহার করতে পারেন।
এটি ১৬ টি এক্সপ্লোশন ছবির সেট; সবগুলি স্ট্যান্ডার্ড ইমেজ আকারে সংরক্ষিত; তবে সহজেই ব্রাশ হিসেবে ব্যবহারযোগ্য।
ফটোশপে সুন্দর ভেক্টর ডিজাইন করতে, সফট-এডজ,মর্ডান কাটিং এই ব্রাশটির তুলনা হয়না।
এটি খুবই সুন্দর কতগুলো হাফটোন ইমেজের সেট যা ৩ডি সজ্জিত। ডিজাইন এর গভীরত্ব ও ফিনিশিং দিতে এটি দারুনভাবে কাজ করবে।
খুবই দারুন একটি ব্রাশ সেট; যা আপনার দারুন কতগুলো Paisley এলিমেন্ট আপনার ডিজাইনে আনতে সক্ষম।
এটি খুবই দারুন সুন্দর গোল গোল বা সার্কুলার ক্লিন ও মডার্ন অার্ট আনতে সক্ষম আপনার ডিজাইনে।
আশা করি এই টিউন উপকারে এসেছে। ভালো লাগলে শেয়ার করুন। নিচে টিউমেন্টের মাধ্যমে মতামত জানান। দুই পর্বের করা এই টিউন এ আপনার ফটোশপ এর সব ব্রাশ এর চাহিদা মিটে যাবে আশা করি। টেকটিউনস ট্রিনিটি এর সাথেই থাকুন।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
Vay Kivabe photoshop er modde setup debo ei Tools gula tato Bollen na