৩০ টি সেরা ফ্রী ফটোশপ পেইন্ট ব্রাশ ! নতুনদের জন্য ফটোশপ | পর্ব : ১

ফটোশপে পেইন্ট ব্রাশ এর যে কি রকম গুরুত্ব তা কেবল একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনারই বুঝবেন। এই পেইন্ট ব্রাশ ফটোশপে আপনার সময় ব্যাপকভাবে সাশ্রয় করবে। আপনি একটি মানসম্মত ব্রাশ ব্যবহার করে, ওপেন হ্যান্ড ড্রয়িং এর মাধ্যমে খুব সহজেই নান্দনিক আর্টওয়ার্ক তৈরি করতে পারবেন। বিভিন্ন ডিজাইন এর ক্ষেত্রে বিভিন্ন ব্রাশ কাজের। তাই ফটোশপের ব্রাশ নিয়ে ৩০ টি করে করে মোট ২ টি পর্বে টিউন করছি। আশা এই প্রথম পর্বে আপনার দারুন কাজের কতগুলো ব্রাশ সম্পর্কে জানতে চলেছেন।

ব্রাশ সেটগুলো ডাউনলোড করতে ব্রাশ এর নামের ওপর ক্লিক করুন। তাহলে আপনি ডাউনলোড করার জন্য নির্দিষ্ট সাইটে চলে যাবেন।অবশ্যই ডাউনলোড করার পর ও ইনস্টল করার পর; ফটোশপে বসে বসে তা ঘাটাঘাটি করবেন। এগুলো যত বেশী ব্যবহার করবেন;তত নান্দনিক ডিজাইন সৃষ্টি করতে পারবেন।

Painterly Brushes

অঙ্কন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ  ব্রাশ গুলো এখানে লিঙ্ক সহ উল্লেখ করা হল।

Real Markers

ফ্যাশনেবল গ্রাফিক্স ডিজাইন; ইলাস্ট্রেশন এর জন্য ১২ টি ব্রাশ নিয়ে এই Real Markers ব্রাশ সেট খুব কাজের।এই ব্রাস সেট এর মাধ্যমে আপনি মার্কার স্কেচ এর মতন অসাধারন ডিজাইন করতে পারবেন; দারুনভাবে।

Ultimate paint

জোনাস স্টল্টজ ৩০ টি ব্রাস নিয়ে এই ফটোশপ সেট তৈরি করেছেন। খুবই সহজভাবে সাদা বোর্ডে রং এর ছিটা ফেলে সেটা আবার হাই রেজুলেশনে স্ক্যান করে তিনি এই ব্রাস সেট তৈরি করেছেন।

Watercolour Shapes

আপনার কাজে জলরং এর ফীল আনতে এই ব্রাস আপনি ব্যবহার করতে পারেন।

Strokes and splatters

আপনি আপনার ডিজাইনে ২৫ টি হাই রেজুলেশন ব্রাস এর মাধ্যমে স্টোর্কস ও স্প্লিটার ইফেক্ট আনতে পারবেন।

Dry Brushes

কার্ক ওয়ালেন্স কালি ও কাগজের মাধ্যমে এই ব্রাশের সেটটি তৈরি করেছেন। তিনি এই ব্রাশটি সম্পূর্ন ফ্রী করে দিয়েছেন।

Photoshop Brush Set

ম্যাট হীথ এই কুল ফটোশপ ব্রাশ এর সেট তৈরি করেছেন। তিনি একটি ৮বি পেন্সিল এবং কাস্টম সেটিংস ব্যবহার করেছেন একে Natural লুক দেওয়ার জন্য।

Splashes of Paint

এটি ৩০ টি বড় ব্রাশের একটি সেট। ব্যাকগ্রাউন্ড ও টেক্সার আনার জন্য এই ব্রাশ ব্যবহার করা হয়।ফটোশপ CS2 থেকে পরবর্তী ভার্সনের জন্য এটি উপযোগী।

Doodle Brushes

এটি ৩০ টি Random Scribble এর একটি ব্রাশ প্যাকেজ।গ্রেটিংস কার্ড,ওয়েব হেডার এর জন্য এই ব্রাশ সেরা।

Dry Brush Strokes

ক্রিশ স্পুনার এর তৈরি এটি একটি ১২ টি এক্সিলেন্ট ব্রাশ প্যাকেজ। একটু ভেজা - ভেজা ভাব আনার জন্য এই ব্রাশ সেরা।

১০Technical Brushes

টেকনিকাল ড্রইং থীম আকার জন্য ১০ টি ইলাস্ট্রেটিভ ব্রাশ নিয়ে তৈরি এই ব্রাশ সেট। এইসব ব্রাশ পুরাতন টেকনিক্যাল অবজেক্ট থেকে তৈরি।

১১Paint Lines

২৪ টি ফ্রী ব্রাশ নিয়ে এই সেট আপনার ডিজাইনে দারুন একটি মিডিয়া ইফেক্ট আনবে।

Natural Brushes

ছবিতে প্রাকৃতিক রুপ দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ  ব্রাশ গুলো এখানে উল্লেখ করা হল।

১২Lightning Strikes

আপনার ডিজাইনে ইলেকট্রিফাই ডিজাইন দেওয়ার জন্য এই ব্রাশ সেটটা দারুন। এই সেটে মোট ১৮ টি ব্রাশ রয়েছে।

১৩Natural Silhouettes

১৯ টি ব্রাশ নিয়ে এই সেটটি গাছ ও ঘাষের ইফেক্ট দেয়ার কাজে আসবে।

১৪Coffee Stain Brushes

এক্সিলেন্ট Tea এবং mimic coffee drips ইফেক্ট দেয়ার জন্য এই ব্রাশ কাজ করে।

১৫Vintage Wooden Brush

গ্রাফিক্সে কাঠের ইফেক্ট দেয়ার জন্য এই ব্রাশ দারুন কাজে আসবে।

১৬Dust Particle Brushes

WeGraphics এর তৈরি ব্রাশ সেটটির দ্বারা আপনার গ্রাফিক্সে রিচনেস ও ডার্ট ইফেক্ট আনতে পারবেন।

১৭Grass & Plant Brushes

১০ টি আলাদা আলাদা ব্রাশ এর মাধ্যমে বিভিন্ন ঘাস এবং গাছের ডিজাইন আনতে পারবেন। এজন্য ৫০০ পিক্সেল থেকে ২৫০০ পিক্সেল এর ক্যানভাস হতে হবে।

১৮Ornamental Butterflies 2

এটি একটি প্রজাপতি ও লতাপাতা এর মতন ব্রাশ ডিজাইন। এটি আপনার গ্রাফিক্স এর কর্নার ও বর্ডারে শৈল্পিক ছাপ আনবে।

১৯Hi Resulation PS Hair Brushes

এটি খুবই উচ্চ রেজুলেশন এর আইসোলেটেড হেয়ার স্টাইল দিতে সক্ষম ব্রাশ।

২০Hair Brushes Set 1

ফটোশপ ক্যানভাসে মডেল এর চুলে নতুনত্ব আনতে এই ব্রাশ সেট ব্যবহার করা যেতে পারে। এটি ফটোগ্রাফারদের জন্য যারা মডেলদের ছবি তোলেন তাদের জন্য খুবই কাজের একটি ব্রাশ।

২১Tree Border Brushes

বিভিন্ন প্রকার গাছের ইফেক্ট দেয়ার জন্য এই ব্রাশ সেট খুবই কাজের।

২২GreenPack Random Brushes

৪টি সবুজ ব্রাশ নিয়ে গঠিত গাছের থীম দেয়ার জন্য এই ব্রাশ সেটটি দারুন।

২৩Water Brushes vol. 2

১২ টি দারুন ব্রাশ নিয়ে গঠিত এই সেটটি গ্রাফিক্সের ব্যাকগ্রাউন্ডে পানির ইফেক্ট দেয়ার জন্য এটি দারুন।

২৪Five Simple Fabric Brushes

গ্রাফিক্স এর প্রিন্ট ও ওয়েব ভার্সনে ফেবরিক/ কাপড়ের টেক্সার দেয়ার জন্য এই ব্রাশটি দারুন।

২৫Floral Swirls

গ্রাফিক্সে রিচ ফ্লোরাল বর্ডার এবং কর্নার টেক্সার আনার জন্য এই ব্রাশ ব্যবহার করা হয়।

২৬Fabric Texture

৯ টি আলাদা আলাদা কাপড়ের নানা ভাজের ডিজাইন আনার জন্য এই ব্রাশ সেটটি দারুন।

২৭High Resulation Clouds

৭ টি ব্রাশের এই সেটে আপনি আপনার ইমেজে বিভিন্ন মেঘ এর টেক্সার দিতে পারবেন।

২৮Cloud Brushes

এটিও ছবিতে মেঘ আকানোর ব্রাশ। এই সেটে আপনি ২৪ টি ব্রাশের সেট পাবেন। মিলা ভ্যসিলেভা এটি ডিজাইন করেছেন।

২৯Moon Brushes

১০ টি ভিন্ন ভিন্ন চাদের আকৃতি সম্পন্ন এই ব্রাশ; আপনার আর্টওয়ার্কে চাদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলবে।

৩০Leaf Brushes

ছবিতে আইসোলেটেড সুন্দর পাতার ইফেক্ট দিতে; এই ব্রাশ ব্যবহার করতে পারেন।

ফটোশপ এর সকল টুলবার পরিচিতি 

৫ টি পদ্ধতি মেনে হয়ে উঠুন আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনার 

আশা করি এই টিউন আপনার কিছুটা হলেও উপকারে এসেছে। ভালো লাগলে শেয়ার করুন। নিচে টিউমেন্টের মাধ্যমে মতামত জানান।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস