ফটোশপে পেইন্ট ব্রাশ এর যে কি রকম গুরুত্ব তা কেবল একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনারই বুঝবেন। এই পেইন্ট ব্রাশ ফটোশপে আপনার সময় ব্যাপকভাবে সাশ্রয় করবে। আপনি একটি মানসম্মত ব্রাশ ব্যবহার করে, ওপেন হ্যান্ড ড্রয়িং এর মাধ্যমে খুব সহজেই নান্দনিক আর্টওয়ার্ক তৈরি করতে পারবেন। বিভিন্ন ডিজাইন এর ক্ষেত্রে বিভিন্ন ব্রাশ কাজের। তাই ফটোশপের ব্রাশ নিয়ে ৩০ টি করে করে মোট ২ টি পর্বে টিউন করছি। আশা এই প্রথম পর্বে আপনার দারুন কাজের কতগুলো ব্রাশ সম্পর্কে জানতে চলেছেন।
ব্রাশ সেটগুলো ডাউনলোড করতে ব্রাশ এর নামের ওপর ক্লিক করুন। তাহলে আপনি ডাউনলোড করার জন্য নির্দিষ্ট সাইটে চলে যাবেন।অবশ্যই ডাউনলোড করার পর ও ইনস্টল করার পর; ফটোশপে বসে বসে তা ঘাটাঘাটি করবেন। এগুলো যত বেশী ব্যবহার করবেন;তত নান্দনিক ডিজাইন সৃষ্টি করতে পারবেন।
অঙ্কন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্রাশ গুলো এখানে লিঙ্ক সহ উল্লেখ করা হল।
ফ্যাশনেবল গ্রাফিক্স ডিজাইন; ইলাস্ট্রেশন এর জন্য ১২ টি ব্রাশ নিয়ে এই Real Markers ব্রাশ সেট খুব কাজের।এই ব্রাস সেট এর মাধ্যমে আপনি মার্কার স্কেচ এর মতন অসাধারন ডিজাইন করতে পারবেন; দারুনভাবে।
জোনাস স্টল্টজ ৩০ টি ব্রাস নিয়ে এই ফটোশপ সেট তৈরি করেছেন। খুবই সহজভাবে সাদা বোর্ডে রং এর ছিটা ফেলে সেটা আবার হাই রেজুলেশনে স্ক্যান করে তিনি এই ব্রাস সেট তৈরি করেছেন।
আপনার কাজে জলরং এর ফীল আনতে এই ব্রাস আপনি ব্যবহার করতে পারেন।
আপনি আপনার ডিজাইনে ২৫ টি হাই রেজুলেশন ব্রাস এর মাধ্যমে স্টোর্কস ও স্প্লিটার ইফেক্ট আনতে পারবেন।
কার্ক ওয়ালেন্স কালি ও কাগজের মাধ্যমে এই ব্রাশের সেটটি তৈরি করেছেন। তিনি এই ব্রাশটি সম্পূর্ন ফ্রী করে দিয়েছেন।
ম্যাট হীথ এই কুল ফটোশপ ব্রাশ এর সেট তৈরি করেছেন। তিনি একটি ৮বি পেন্সিল এবং কাস্টম সেটিংস ব্যবহার করেছেন একে Natural লুক দেওয়ার জন্য।
এটি ৩০ টি বড় ব্রাশের একটি সেট। ব্যাকগ্রাউন্ড ও টেক্সার আনার জন্য এই ব্রাশ ব্যবহার করা হয়।ফটোশপ CS2 থেকে পরবর্তী ভার্সনের জন্য এটি উপযোগী।
এটি ৩০ টি Random Scribble এর একটি ব্রাশ প্যাকেজ।গ্রেটিংস কার্ড,ওয়েব হেডার এর জন্য এই ব্রাশ সেরা।
ক্রিশ স্পুনার এর তৈরি এটি একটি ১২ টি এক্সিলেন্ট ব্রাশ প্যাকেজ। একটু ভেজা - ভেজা ভাব আনার জন্য এই ব্রাশ সেরা।
টেকনিকাল ড্রইং থীম আকার জন্য ১০ টি ইলাস্ট্রেটিভ ব্রাশ নিয়ে তৈরি এই ব্রাশ সেট। এইসব ব্রাশ পুরাতন টেকনিক্যাল অবজেক্ট থেকে তৈরি।
২৪ টি ফ্রী ব্রাশ নিয়ে এই সেট আপনার ডিজাইনে দারুন একটি মিডিয়া ইফেক্ট আনবে।
ছবিতে প্রাকৃতিক রুপ দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্রাশ গুলো এখানে উল্লেখ করা হল।
আপনার ডিজাইনে ইলেকট্রিফাই ডিজাইন দেওয়ার জন্য এই ব্রাশ সেটটা দারুন। এই সেটে মোট ১৮ টি ব্রাশ রয়েছে।
১৯ টি ব্রাশ নিয়ে এই সেটটি গাছ ও ঘাষের ইফেক্ট দেয়ার কাজে আসবে।
এক্সিলেন্ট Tea এবং mimic coffee drips ইফেক্ট দেয়ার জন্য এই ব্রাশ কাজ করে।
গ্রাফিক্সে কাঠের ইফেক্ট দেয়ার জন্য এই ব্রাশ দারুন কাজে আসবে।
WeGraphics এর তৈরি ব্রাশ সেটটির দ্বারা আপনার গ্রাফিক্সে রিচনেস ও ডার্ট ইফেক্ট আনতে পারবেন।
১০ টি আলাদা আলাদা ব্রাশ এর মাধ্যমে বিভিন্ন ঘাস এবং গাছের ডিজাইন আনতে পারবেন। এজন্য ৫০০ পিক্সেল থেকে ২৫০০ পিক্সেল এর ক্যানভাস হতে হবে।
এটি একটি প্রজাপতি ও লতাপাতা এর মতন ব্রাশ ডিজাইন। এটি আপনার গ্রাফিক্স এর কর্নার ও বর্ডারে শৈল্পিক ছাপ আনবে।
এটি খুবই উচ্চ রেজুলেশন এর আইসোলেটেড হেয়ার স্টাইল দিতে সক্ষম ব্রাশ।
ফটোশপ ক্যানভাসে মডেল এর চুলে নতুনত্ব আনতে এই ব্রাশ সেট ব্যবহার করা যেতে পারে। এটি ফটোগ্রাফারদের জন্য যারা মডেলদের ছবি তোলেন তাদের জন্য খুবই কাজের একটি ব্রাশ।
বিভিন্ন প্রকার গাছের ইফেক্ট দেয়ার জন্য এই ব্রাশ সেট খুবই কাজের।
৪টি সবুজ ব্রাশ নিয়ে গঠিত গাছের থীম দেয়ার জন্য এই ব্রাশ সেটটি দারুন।
১২ টি দারুন ব্রাশ নিয়ে গঠিত এই সেটটি গ্রাফিক্সের ব্যাকগ্রাউন্ডে পানির ইফেক্ট দেয়ার জন্য এটি দারুন।
গ্রাফিক্স এর প্রিন্ট ও ওয়েব ভার্সনে ফেবরিক/ কাপড়ের টেক্সার দেয়ার জন্য এই ব্রাশটি দারুন।
গ্রাফিক্সে রিচ ফ্লোরাল বর্ডার এবং কর্নার টেক্সার আনার জন্য এই ব্রাশ ব্যবহার করা হয়।
৯ টি আলাদা আলাদা কাপড়ের নানা ভাজের ডিজাইন আনার জন্য এই ব্রাশ সেটটি দারুন।
৭ টি ব্রাশের এই সেটে আপনি আপনার ইমেজে বিভিন্ন মেঘ এর টেক্সার দিতে পারবেন।
এটিও ছবিতে মেঘ আকানোর ব্রাশ। এই সেটে আপনি ২৪ টি ব্রাশের সেট পাবেন। মিলা ভ্যসিলেভা এটি ডিজাইন করেছেন।
১০ টি ভিন্ন ভিন্ন চাদের আকৃতি সম্পন্ন এই ব্রাশ; আপনার আর্টওয়ার্কে চাদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলবে।
ছবিতে আইসোলেটেড সুন্দর পাতার ইফেক্ট দিতে; এই ব্রাশ ব্যবহার করতে পারেন।
৫ টি পদ্ধতি মেনে হয়ে উঠুন আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনার
আশা করি এই টিউন আপনার কিছুটা হলেও উপকারে এসেছে। ভালো লাগলে শেয়ার করুন। নিচে টিউমেন্টের মাধ্যমে মতামত জানান।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।